ধুনট উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান "ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়"।
১৯৪১ সাল থেকে আজ পর্যন্ত জ্ঞানপিপাসুদের কাছে প্রিয় একটি প্রতিষ্ঠান। এর সংস্পর্শে এসে হাজারো শিক্ষার্থী দেশ ও বিদেশে জ্ঞানের অসাধারণ নৈপুণ্য, সৃজনশীলতা, জাতীয় নেতৃত্ব, ব্যবসা-বাণিজ্য তথা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন।
এবার সময় এসেছে সময়ের কাটা পেছনে ঘুরিয়ে পৃথিবীর বিভিন্ন কোণে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের প্রিয় স্কুলে ফিরে এসে কৈশোর-যৌবনের সেই দিনগুলো ফিরিয়ে আনার। সুযোগ এসেছে তারুণ্যে ছেড়ে আসা সহপাঠীদের, সম্মানিত অগ্রজ, স্নেহের অনুজদের সাথে এক মঞ্চে আসার, পরস্পরকে কাছে পাওয়ার।
DGHS পুনর্মিলনী-২০২৫ এর মাধ্যমে আমরা মিলিত হবো আমাদের প্রিয় স্কুল প্রাঙ্গণে।
তারিখঃ ০৯ জুন ২০২৫ ইং, রোজ: সোমবার।
অনুষ্ঠানসূচী: পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
রেজিস্ট্রেশন ফি: ১০০০/-
অতিথি রেজিষ্ট্রেশন ফি: ৫০০/-
বিঃদ্রঃ অতিথি বলতে বাবা- মা, স্বামী-স্ত্রী, সন্তান ও ব্যক্তিগত গাড়ির ড্রাইভার গ্রহণযোগ্য। এছাড়া অন্য কেউ গ্রহণযোগ্য হবে না।
রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ
পুনর্মিলনীর জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করা যাবে।
★অনলাইনে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
https://reunion.dghsaa.org/register
*অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিকভাবে চারটি বুথ করা হয়েছে।
#স্কুল রেজিস্টার।
#উপজেলা চত্বরে অবস্থিত "ধুনট পাবলিক লাইব্রেরি"।
#সোনামুখি রোডে অবস্থিত "খান ডেকোরেটর"।
#কলেজ রোডে অবস্থিত " ইছামতী ডায়াগনস্টিক"।
এছাড়া নিজ নিজ গ্রুপ প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে'ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে ও দেখতে চোখ রাখুন- DGHS পুনর্মিলনী ও এলামনাই এসোসিয়েশন ফেসবুক গ্রুপে।
পেইজ ও গ্রুপ লিংক:
https://www.facebook.com/profile.php?id=61574710355241
https://facebook.com/groups/671667635233107/
পরামর্শ/ অভিযোগ জানাতে:
আঁখিনূর জামান বকুল
01677 48 63 69
ব্যাচ: ১৯৯৯
ইমেইল:
ZGdoc3JldW5pb24yMDI1IHwgZ21haWwgISBjb20=
#রেজিস্ট্রেশনের শেষ সময়-১২ মে ২০২৫ ইং