Reunion 2026, 18 January | Event in Kolkata | AllEvents

Reunion 2026

Bhagabati Devi Balika Vidyalaya Alumni Association

Highlights

Sun, 18 Jan, 2026 at 11:00 am

Bhagabati Devi Balika Vidyalaya

Advertisement

Date & Location

Sun, 18 Jan, 2026 at 11:00 am (IST)

Bhagabati Devi Balika Vidyalaya

AE 556, A.E. Block sector 1, AE Block, Sector 1, Salt Lake City, Kolkata, West Bengal 700064, India

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

Reunion 2026
আজকে দূর্দান্ত একটা কনকনে ঠান্ডা না???
তাহলে হাতে গরম কিছু জিনিস নিয়ে আলোচনা হয়ে যাক?
কিছু ডিটেইলস জানিয়ে দি।
এবার 18th January Reunion, 2026
সকলকে সেদিন বেলা বারোটার মধ্যে চলে আসতে অনুরোধ করব। অনুষ্ঠানের জন্য যে পাস বা টিকিট এর মূল্য 350 টাকা।
এই 350 টাকার মধ্যে 150 টাকা ফুডের জন্য আর 200 টাকা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। অর্থাৎ কেউ যদি এক্সট্রা ফুড চান তবে তাকে জন প্রতি 150 টাকা করে এক্সট্রা দিতে হবে।
কেউ কেউ বিগতদিনে আমাদের বলেছেন তারা খুব অল্প সময়ের জন্য আসতে চায় বা খাবার খেতে চায় না। তাদের জন্য এবার শুধু এন্ট্রির টাকা 200
ফুডের কুপন আলাদা প্রোভাইড করা হবে গেটে ঢোকার সময়। কিন্তু পেমেন্ট টা টিকিট পার্চেস করার সময়ই করে দিতে হবে। এবারের ফুড ম্যানেজমেন্ট এ এবার বাইরের একটি নামজাদা চীনে রেস্তোরাঁ থাকবে তাই আগে থেকে ফুড কুপন না নিয়ে স্পটে খাবারের ব্যবস্থা করতে বলে লজ্জা দেবেন না কেউ। আমরা আমাদের ফুড পার্টনার কে কিছু খাবার এক্সট্রা আনতে রিকোয়েস্ট করতে পারি কিন্তু স্পট রিকোয়েস্ট এ পাওয়া যে যাবেই সেটা ensure করতে পারি না। তবে খাওয়া দাওয়া যে মারাত্মক হবে সেটা গ্যারান্টিড। কিন্তু এবারে spot বুকিং একদমই সম্ভব হচ্ছে না।
আর Entry দুপুর আড়াইটার পর বন্ধ হয়ে যাবে এবার।কারন ভলেন্টিয়ারদেরও তো আনন্দ করতে ইচ্ছে হয় বলো। সারা দিন কুঞ্জ সাজিয়ে টিকিট চেক করতে কার ভালো লাগে? আড়াইটার পর তাই কেউ ঢোকার প্ল্যান করো না। গেট বন্ধ হয়ে যাবে এবার।
পেমেন্ট সবটাই হবে অনলাইন। অনলাইন পেমেন্ট করার সাথে সাথেই এই গুগল শিটটা ফিলাপ করে সমস্ত ডিটেলস দিয়ে পেমেন্ট স্ক্রিনশট অ্যাটাচ করে দিতে হবে। ফর্মটার লিংক নিচে দেওয়া রইলো। পেমেন্ট করার আর ফর্ম ফিলাপ করার দু থেকে তিন ঘন্টার মধ্যে টিকিট তোমার কাছে পৌঁছে যাবে।
Sheet link: https://forms.gle/P47P6BMoNzUUap7F6
পেমেন্টের স্ক্রিন শট টা গুছিয়ে রেখো। কোনো সমস্যায় ওটা কাজে লাগবে। ফর্ম ফিল আপ করতে অসুবিধে হলে ভলেন্টিয়ার্সরা তো আছেই। নিজে তাদের নাম্বার দেওয়া রইলো। যে কোন একজনকে ফোন করে নিলেই হেল্প চলে আসবে।
এবার আসি আমাদের এবারের থিমে।
এবারের থিম : Empowering women Inspiring society
থিম কালার � পিংক। গোলাপি মানেই নরম নয়, শান্ত নয়, কোমল নয়। অনেকটা সেই PINK সিনেমাটার মতো, বুঝলে? তাই জামা কাপড় বাছাই করার সময় রং টা মনে রেখো।
আর এইবার সবার সবচেয়ে পছন্দের জায়গা।
গান গেম হইচই।
হ্যাঁ, সেটা তো যেমন হয় হবেই। একটু বেশি সংখ্যক লোকজন হলে একটা LED screen করার ইচ্ছে আছে। বিভিন্ন ভাবে তার ব্যবহার চলতে পারে। মেয়েরা সরাসরি কানেক্ট করতে পারে। বহুদিন ধরে বাইরে বসে থাকা একজন যোগ দিতে পারে। বন্ধুদের দেখতে পারে। বন্ধুরাও তাদের দেখতে পারে।
তন্দ্রা দির আসার কথা অনুষ্ঠানে। ঈশ্বর চাইলে সেই সৌভাগ্য আমাদের হবে। অনেক লড়াইয়ের পর সেটা হবে আমাদের বিজয় উৎসব।

এবার করা যাক স্কুলের মেয়েদের ব্যবসার ব্যবস্থা।
অনুষ্ঠানে স্টল দেওয়ার জন্য স্কুলের মেয়েদের 1000টাকা দিতে হবে। যার মধ্যে ফুড ইনক্লুড করা আছে।
খুব ভালো হয় কেউ যদি একটু কেক পেস্ট্রি পাটিসাপটা বা মোমোর স্টল দাও। বিকেলের দিকে খুব খিদে পেয়ে যায়।�
কোল্ড ড্রিংকস এর স্টল এরও বেশ ডিমান্ড আছে। স্কুলের মেয়েরা খাবার এর স্টল দিলে ভালোই হয়। প্রয়োজনে স্টলের টাকা তাদের ক্ষেত্রে কিছু কম ও নেওয়া যাবে। কিন্তু এটা হোক চাইছি খুব। বাইরের লোকেদের জন্য 1200টাকা তাতে ফুড ইনক্লুড করা নেই। কারন একটা স্টলে কতজন লোক কজন কে খেতে ডাকব খুব কনফিউশন হয়ে যায়।

টিকিটের জন্য যোগাযোগ করবে মধুমিতা কে 7003988500

Form link: https://forms.gle/P47P6BMoNzUUap7F6

স্টলের জন্য সরাসরি মেসেজ করতে পারো অলক্তাকে: 79806 22026।

ভলেন্টিয়ার্স:
দীপাঞ্জনা: 86974 70667
সুমনা: 89102 71146
রিতা: 79805 52731
অনামিকা: 79081 49928
তাপসী: 92311 67902
অনিশা: 79802 05332
সর্বশেষ কথা এই যে, আমরা যারা আয়োজন করি তাদের সংখ্যা খুবই কম। কেউ কেউ প্লীজ এগিয়ে এলে ভালো হয়। আর বহু প্রতিকূলতার মধ্যেও আমরা খুব চেষ্টা করি কম খরচে একটা ভালো প্রোগ্রাম করতে।

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Bhagabati Devi Balika Vidyalaya, AE 556, A.E. Block sector 1, AE Block, Sector 1, Salt Lake City, Kolkata, West Bengal 700064, India
Get updates and reminders
Ask AI if this event suits you
Advertisement
Reunion 2026, 18 January | Event in Kolkata | AllEvents
Reunion 2026
Sun, 18 Jan, 2026 at 11:00 am