কেমন হতো, যদি সব সাধ পূর্ণ হয়ে যেতো?? যেমন এই নাটকে বিবাহিত পুরুষ নিজের স্ত্রীর বাইরে চাইছে অন্যকে, বিবাহিত নারী তার স্বামীর মধ্যে খুঁজে পাচ্ছে না সবটুকু, কিংবা আকাঙ্ক্ষা করছে অবিবাহিত স্বাধীন জীবনের ; আবার অবিবাহিত রূপসী চাইছে সুখী গৃহকোণ! হঠাৎ একদিন বুডঢা জিনের কারসাজিতে তারা পেয়ে গেলো কাঙ্ক্ষিত সব কিছু। কিন্তু তাতেই কি পূর্ণ হলো সব স্বপ্ন?? নাকি সব পেয়েও অতৃপ্তির ঘোর কাটলো না তাদের?? সমুদ্রের নোনা বাতাসে এখন কি শুধুই ভুলের মাশুল গোনার পালা, নাকি আর এক আরম্ভের জন্য অন্তহীন প্রতীক্ষা….
এইরকমই আপাত হাসি-মজার মোড়কে জীবন জিজ্ঞাসার খোঁজে বাদল সরকারের জন্ম শত বর্ষে রঙরূপের নতুন প্রযোজনা ‘যদি আর একবার… ‘
নাট্যকার – বাদল সরকার
নির্দেশনা ও সম্পাদনা – সীমা মুখোপাধ্যায়
আলো- বাদল দাস
মঞ্চ ভাবনা- সন্দীপ সুমন ভট্টাচার্য
মঞ্চ নির্মাণ – মদন হালদার
মঞ্চ সামগ্রী -তানিয়া জানা, ভাস্বতী চক্রবর্তী
মঞ্চ সামগ্রী নির্মাণ – দেবব্রত ঘোষ, অসীম জানা, সুস্মিতা পান, পৌলোমী তালুকদার, প্রিয়াঙ্কা তালুকদার
আবহ পরিকল্পনা – অনুভব মুখার্জি
তাল বাদ্য-শুভম শীল
আবহ প্রক্ষেপণ – সব্যসাচী পাল
নেপথ্য কন্ঠ- জয়ন্ত মিত্র, মঞ্জিমা চট্টোপাধ্যায়, আরাত্রিকা মুখার্জি, প্রেক্ষা দে
পোশাক -রুশতী চৌধুরী
কোরিওগ্রাফি – সোমনাথ দত্ত
নামাঙ্কন- দেবব্রত ঘোষ
স্থিরচিত্র- অভিজিৎ দাশগুপ্ত
প্রযোজনা সহায়ক -দেবাশীষ চট্টোপাধ্যায়, গৌতম চক্রবর্তী, সজলকান্তি বাগচী
Artists:জয়ন্ত মিত্র,অপূর্ব কুমার সাহা,অনন্য শঙ্কর দেবভূতি.অনুভব মুখার্জি.আর্য জানা,মঞ্জিমা চট্টোপাধ্যায়,প্রেক্ষা দে,রিমি চক্রবর্তী,আরাত্রিকা মুখার্জি,হৃষিতা সেন,তৃপ্তি পাল,বিজিতা রায়,স্নিগ্ধভাস কাঁড়ার