আগামী ২০ অগাস্ট বুধবারসন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে একটি সাঙ্গীতিক বাংলানাটক মঞ্চস্থ করতে চলেছি।
নাম— “আদিগন্ত তুমি”। নাটকটি ১ ঘণ্টার । “সমরেশ মজুমদার সাহিত্য সম্মান” এবং “বাংলাদেশ শিল্পকলাএকাডেমি” প্রাপ্ত সাহিত্যিক অনির্বাণ চৌধুরীর লেখা এবং তারইপরিচালনায় নাম ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় কণ্ঠঅভিনেতা RJ রাজা এবং প্রখ্যাত বাচিক শিল্পী শ্রীমতি ছন্দা ব্যানার্জী। এই সঙ্গীতমুখর নাটকের আবহ এবং সঙ্গীত পরিচালনা করেছেন এবং কণ্ঠ দিয়েছেন এই মুহূর্তে বাংলার অন্যতম প্রতিভাবান সুরকার শ্রী সায়ন্তন দাশগুপ্ত। তার সুরে কণ্ঠ দিয়েছেন আরিহান্ত রাও। “আদিগন্ত তুমি” নাটকের অলঙ্কার প্রখ্যাত সুফিগায়িকা শ্রীমতী রত্না বসু যিনি এই প্রথম নিজের গানের সুর করেছেন। তিনটি গানেরই গীতিকার শ্রী অনির্বাণ চৌধুরী ।
কবিতা এবং গানকে নাটকের সঙ্গে ককটেল করে পরিবেশনা করাই পরিচালক অনির্বাণ চৌধুরীর স্বকীয়তা। বিদগ্ধগণ দ্বারা বহুল প্রশংসিত “বৃষ্টি ভেজা নীরা”, অতি জনপ্রিয় “দিলাম তোমায়” শীর্ষক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রেও এর আগে অনির্বাণ এই ধরণের বিরল সৃষ্টি প্রদর্শন করে দেখিয়েছেন। বাংলার সংবাদমাধ্যম এসবের সাক্ষী । সেই অনির্বাণ চৌধুরীর এবারের তৃতীয় নিবেদন নাটক— “আদিগন্ত তুমি”। এই যুদ্ধ হানাহানি রাজনৈতিক কোন্দলের সময়কালে, প্রেম এবং ইগোর দ্বন্দ্বের উপর তৈরি অনির্বাণের এই সঙ্গীতমুখর নাট্য সৃষ্টি যেন এক ঝলক মিষ্টি বাতাস। এই নাটক “ইগো” নামক সপ্তম রিপুর চক্রব্যূহ ভাঙার পথ দেখিয়েছে, যা কিংবদন্তি সঙ্গীতসম্রাট শ্রদ্ধেয় মান্না দে মহাশয়ের জীবনকেও ছুঁয়ে যাবে। ফলতঃ, সমগ্র অনুষ্ঠানটিই সাজানো হয়েছে দেশের গর্ব মান্না দে’র প্রতি অকৃত্রিম ভালোবাসা জানিয়ে।
সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অনির্বাণের নাটক — “আদিগন্ত তুমি” এবং দ্বিতীয়ভাগে শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় “অন্তমিল” এবং “অনিডায়েরী ও বন্ধুরা কয়্যার”য়ের নিবেদন — সমবেত মান্না কোলাজ। তাই গোটা অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে “হয়তো তোমার’ই জন্য”। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, এক উদ্দাম নস্ট্যালজিয়ায় রবীন্দ্রসদনের একহাজার দর্শকের সঙ্গে ভেসে যাবেন নাট্যজগতের, চলচ্চিত্র জগতের এবং সঙ্গীত জগতের আমন্ত্রিত সব নামজাদা তারকাবৃন্দ।
*সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালিকা — দূরদর্শন খ্যাত চৈতালী চক্রবর্তী*।
*সমগ্র অনুষ্ঠানটির উদ্যোগ এবং ব্যাবস্থাপক পদ্মা সরকারের নাট্য সংগঠন — সমযাত্রিক।*
অতএব মহাশয়/ মহাশয়া, রবীন্দ্রসদনে আগামী ২০ অগাস্ট বুধবার উক্ত জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকবার অনুরোধ জানাচ্ছি ।