যশোর বিজ্ঞান উৎসব ২০২৫ 🇧🇩
আয়োজনেঃ জে.সি.বি বিজ্ঞান ক্লাব - বাংলাদেশ।
পৃষ্ঠপোষকতাঃ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
- "যশোর বিজ্ঞান উৎসব ২০২৫" জাতীয় পর্যায়ের একটি বিজ্ঞান ভিত্তিক উৎসব। সারাদেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে আমাদের আয়োজন।
সময়সূচিঃ
🎯 তারিখ: ১৩-১৪ আগস্ট ২০২৫
🕔 সময়: সকাল ০৮.০০ মিনিট
📍 ভেন্যু: যশোর কালেক্টরেট স্কুল
🚀 প্রতিযোগিতাসমূহঃ
🎯 বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনঃ
✅ একক বা দলগতভাবে অংশ নেওয়া যাবে।
✅ দলগত হলে প্রত্যেককে রেজিষ্ট্রেশন করতে হবে।
✅ প্রজেক্টের বিষয় - উন্মুক্ত
✅ স্টল সংখ্যা সর্বমোট - ৪০ টি
🎯 বিজ্ঞান অলিম্পিয়াডঃ
✅ একক প্রতিযোগিতা
✅ MCQ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে
✅ প্রশ্ন সংখ্যা - ৪৫ টি
✅ সময় - ৩০ মিনিট
✅ বিষয় - গ্রুপ অনুযায়ী পাঠ্যবই অনুযায়ী বিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ থেকে প্রশ্ন করা হবে।
🎯 দাবা
✅ প্রতিযোগী সংখ্যা সর্বমোট - ১৬ জন
✅ পুরস্কার বিতরণী পর্বের পূর্বের দিন দাবা অনুষ্ঠিত হবে।
🎯 উন্মুক্ত বিজ্ঞান কুইজ প্রতিযোগিতাঃ
✅ সকলকের জন্য উন্মুক্ত
✅ সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য এবং সাধারণ জ্ঞান বিষয় থেকে মৌখিক কুইজ প্রতিযোগিতা পরিচালনা করা হবে।
🎯 বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতাঃ
✅ বিষয়ঃ "বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ একসূত্রে গাঁথা।"
✅ সময়ঃ ০৩ মিনিট
✅ শ্রেণি ভিত্তিক একাধিক গ্রুপ থাকবে।
🎯 রুবিক্স কিউবঃ
✅ শিক্ষার্থীদের উপকরণ সঙ্গে আনতে হবে।
✅ সর্বনিম্ন সময়ে সমাধানকারী প্রথম ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।
🎯 দলীয় বিজ্ঞান বিতর্কঃ
✅ প্রতিটি দলে ০৩ জন করে থাকবে।
✅ ফরম্যাটঃ সনাতনী
✅ দলসংখ্যাঃ ১২ টি
🎯 বিজ্ঞান বিষয়ক চিত্রাংকনঃ
✅ গ্রুপ সংখ্যাঃ ৩ টি
✅ চিত্রাংকন করে আমাদের প্রতিনিধিদের নিকট জমা দিতে হবে।
🏆 পুরস্কারসমূহঃ
▪️ ক্রেস্ট
▪️ সার্টিফিকেট
▪️ বিজ্ঞান বিষয়ক বই
▪️ অন্যান্য উপহার সামগ্রী
🔰 ক্যাম্পাস এম্বাসেডর বা সংগঠক হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে থাকছে অফিশিয়াল জার্সি, ক্রেস্ট, সার্টিফিকেটসহ অসংখ্য উপহার ও পুরস্কার। ক্যাম্পাস এম্বাসেডর বা সংগঠক হতে আজই যোগাযোগ করুন।
🌏 রেজিষ্ট্রেশন ফি - ২০০ টাকা।
প্রত্যেকে যা যা পাবেনঃ
- টি-শার্ট
- সার্টিফিকেট
- রিস্ট ব্যান্ড
- নাস্তা
- পানি
- উন্মুক্ত কুইজ
- পরিবেশ বান্ধব কলম
- 4d মুভি উপভোগ
রেজিষ্ট্রেশন মাধ্যমঃ
অফলাইনঃ যশোর আরবপুরস্থ ক্লাবের কার্যালয় অথবা ক্লাবের প্রতিনিধি অথবা ক্যাম্পাস এম্বাসেডরদের নিকট থেকে ফর্ম সংগ্রহ করে রেজিষ্ট্রেশন করতে হবে। আপনার প্রতিষ্ঠানের ক্যাম্পেইন করাতে আগ্রহী হলে যোগাযোগের আহ্বান রইলো।
অনলাইনঃ
https://forms.gle/PNXHJy1iyaW9Fdvu9
বিস্তারিত জানতে ইনবক্সে অথবা সরাসরি যোগাযোগ করুনঃ
সাজিন আহম্মেদ জয়
সভাপতি
জে.সি.বি বিজ্ঞান ক্লাব - বাংলাদেশ
যোগাযোগঃ 01904547446
ফেসবুক আইডি লিঙ্কঃ
https://www.facebook.com/sajinahmed.joy
সকলের জন্য শুভকামনা 🌿
You may also like the following events from J.C.B Science Club: