এতদ উপলক্ষে, শ্রীশ্রীঠাকুরের শ্রীনাম/ দীক্ষা প্রত্যাশী ভক্তগণকে অবহিত করা যাচ্ছে যে, শ্রীশ্রী কৈবল্যনাথের ৭ম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য মহাশয় শারীরিক অসুস্থতা হেতু ভারতে অবস্থান করায়, শ্রীশ্রীঠাকুরের শ্রীনাম প্রত্যাশী ভক্তগণকে কৈবল্যধাম চট্টগ্রামে অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে শ্রীনাম/ দীক্ষা প্রদানের জন্য মোহন্ত মহারাজ সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এই উপলক্ষে শ্রীনাম/ দীক্ষা প্রত্যাশী ভক্তগণকে মহাষ্টমী থেকে বিজয়া দশমী এই তিন দিন বেলা ১২.০০ ঘটিকার পূর্বে শ্রীধামে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।