আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বল্প খরচে দেশটা দেখানো
তারই ধারাবাহিকতায় এবার আমরা ২৪৯৯ টাকায় যাচ্ছি সুন্দরবনের করমজল আর ষাটগম্বুজ মসজিদের ডে ট্রিপে
কবে যাবো:
চট্টগ্রাম থেকে রিজার্ভ বাসে ৩০ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার বাসে জিইসি অথবা অলংকার থেকে ট্রিপের আগের দিন জানিয়ে দেয়া হবে
কবে ফিরবো:
৩১ অক্টোবর শুক্রবার রাতের রিজার্ভ বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ইনশাআল্লাহ শনিবার ভোর ৬ টায় চট্টগ্রাম থাকবো অফিস করতে পারবেন
ট্রিপের প্ল্যান:-
সকালে ভোরে মংলা পৌঁছে সকালের নাস্তা করে রিজার্ভ বোট নিয়ে করমজল এর উদ্দেশ্য রওনা দিব করমজল ঘুরে এসে বাসে করে বাগেরহাটে খানজাহান আলী (রহ:) মাজার এর উদ্দেশ্য রওনা দিব মাজারে পৌছে মাজার জিয়ারত। দুপুরের খাবারের পর ষাট গম্বুজ মসজিদ ঘুরে নিজেদের মতো পুরো বিকেলের সময়টা কাটিয়ে দিবো সন্ধ্যায়চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হবো। ফেরার পথে সময় পেলে যাবো মাওয়া ফেরীঘাটে ইলিশ ভোজন করতে। সবাই নিজের মতো করে ডিনার শেষ করে আবার রওয়ানা হবো এবং পরদিন ভোরে চট্টগ্রাম থাকব ইনশাআল্লাহ
খরচাদি:
শুধুমাত্র ২৪৯৯ টাকা চট্টগ্রাম থেকে
বাদবাকি ট্রিপ চলাকালীন অন্যান্য খরচ নিজে বহন করবেন তাহলে আমাদের বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ ঘুরে আসা সম্ভব
২৪৯৯ টাকা কিভাবে খরচ হবে:
১. চট্টগ্রাম - মোংলা - চট্টগ্রাম বাসের টিকেট
২. বোট ভাড়া
৩. সকালের নাস্তা
৪. দুপুরের খাবার
যা থাকছে না:
১. ব্যক্তিগত খরচ
২. যাত্রাবিরতিতে খাবার
৩. মাওয়াতে রাতের খাবার
কি কি আনতে হবে:
১. গামছা ক্যাপ সানগ্লাস
২. বাড়তি কাপড়
৩. পাওয়ার ব্যাংক
৪. নিজের যাবতীয় ঔষধাদি
৫. মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবেন
৬. পলিথিন ভিজা কাপড়ের জন্য
যারা যাবেন আগামী ২৬ অক্টোবর রবিবারের মধ্যে ১৫৩০ টাকা 01820100615 (মিনহাজ)
অথবা
01831002743 (বাসেত)
নাম্বারে বিকাশ করে কনফার্ম করবেন ধন্যবাদ বাকি ১০০০ টাকা বাসে উঠে দিলে হবে
You may also like the following events from Mohammed Minhaz Uddin: