আলিকদম সার্কিট ট্যুর, 7 August | Event in Khulna | AllEvents

আলিকদম সার্কিট ট্যুর

KM RATUL Traveller

Highlights

Thu, 07 Aug, 2025 at 10:00 pm

Holding no 17,ward no 06,Old jashore road,Daulatpur, South kashipur Circle, Khulna, Khulna Division, Bangladesh

Advertisement

Date & Location

Thu, 07 Aug, 2025 at 10:00 pm - Wed, 13 Aug, 2025 at 07:00 am (BST)

Holding no 17, ward no 06, Old jashore road, Daulatpur, South kashipur Circle, Khulna Division

Khulna, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

আলিকদম সার্কিট ট্যুর
বর্ষায় মায়াবী চিম্বুক সামিট অভিযানে টিম #BDST

মায়াবী চিম্বুকের ৪টা জায়েন্ট চূড়া রুংরাং - ক্রিসতং

লিব্লুহুং আর লিমাং হয়ে তৈনখাল ৫দিনের হিল ট্রেক সাথে পুর্নিমা এবং সবুজে ঘেরা নৈসর্গিক সৌন্দর্য তো থাকবেই।


***এই ভ্রমণে আমরা প্রায় ১০০ কি. মি.(+-) হাটবো।


আগ্রহী ভ্রমনকারীদের যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।


***Contact Number:

(Ratul) +8801725076884 or

(Sadman)+8801709889108 or

(Sajol) +8801303388048

***(Call, WhatsApp, Telegram)


Explore nature with team #BDST. Your trusted & well experienced travel partner.


★★★ভ্রমনে যা যা থাকছে


❑ অভিযানে সামিটের স্থান সমূহ:

> রুংরাং চূড়া

> ক্রিসতং চূড়া

> লিব্লুহুং চূড়া

> লিমাং চূড়া

________________________

▫️দর্শনীয় স্থান সমূহ:

> থানকোয়াইন ঝর্ণা

> পালংখিয়াং ঝর্ণা (রাত্রী যাপন)

> লাদমেরাখ ঝর্ণা

> শামুক ঝর্ণা

> তৈন খাল ও খুম


📌 ইভেন্ট ফি


ঢাকা টু ঢাকা = ৯০০০৳ টাকা


*** অন্য জেলা আলোচনা সাপেক্ষে ***


❑ ট্যুর ইনফরমেশন :

যাত্রা শুরু : [ ০৭-আগস্ট, বৃহস্পতিবার ২০২৫ ইং ]

[রাত ১১:০০ টায় ঢাকা থেকে ]


যাত্রা শেষ : [ ১৩-আগস্ট বুধবার ২০২৫ইং ]




📌 বুকিং করার শেষ সময় ০৫ আগস্ট ২০২৫ তারিখ রাত ১২ পর্যন্ত

📌এটি এক্সট্রিম ট্রেকিং টুর ভেবে চিন্তে বুকিং করবেন।


# বাস এর সিট কনফার্মেশন এর উপর ভিত্তি করে দেওয়া হবে।

আগে কনফার্ম করলে আগে পাবেন।


❑ বুকিং দেওয়ার সিস্টেমঃ


★★★বিকাশ অথবা ব্যাংক এর মাধ্যমে ৩০৪০ টাকা পেমেন্ট করে ট্যুরটি কনফার্ম করুন।


Bkash +8801725076884(Ratul personal)

Bank- Account Name- Kazi Moni-uz-zaman

Account No. 1201510087312

Bank Name & Branch- Dutch Bangla Bank, Khulna, Bangladesh



*** বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব না।



❑ কি কি নিতে হবেঃ

ভালো করে পড়ে দেখার অনুরোধ রইলো।


এখানে যা লেখা থাকবে তার অতিরিক্ত কিছুই নিবেন না, না হলে আপনার ব্যাগ ভারী হয়ে যাবে।


১. টি-শার্ট ১ টি যা গায়ে দিয়ে আসবেন।

৩. হাফপ্যান্ট ২ টি।

৪. ট্রাউজার ১ টি। রাতে ঘুমানোর জন্য।

৫. এ্যাংলেট। যদি আপনার প্রয়োজন হয়। তবে ফুল মৌজা নিলে জোঁক কম ধরবে।

৬. ট্রেকিং জুতা ভালো মানের গ্রীপ সহ।i

৭. গামছা ১ টি।

৮. মোবাইল। ক্যামেরা ভালো হলে ভালো।

৯.পাওয়ার ব্যাংক ও ক্যাবল।

১০. ক্যাপ। রোদ-বৃষ্টি থেকে বাঁচার জন্য।

১১. ব্যাগ।

১২. পানির বোতল প্লাস্টিকের কম ওজনের, ১লিটার এর বোতল।

১৩. টর্চলাইট। ১০০৳ দিয়ে কিনতে পাওয়া যায়, যেগুলো পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করা যায়। যাদের হেডলাইট আছে তারা এক্সট্রা ব্যাটারি নিয়ে নিবেন।

১৪. বড় পলিথিন, যেনো বৃষ্টি হলে ব্যাগ কভার করা যায়। ছোট পলিথিন, যেনো ভেজা কাপড় রাখা যায়।

১৫. পতাকা, ছুরি নিবেন ( প্রয়োজন বোধে)।

১৬. NID/জন্মনিবন্ধন/স্টুডেন্ট আইডি/অফিস আইডি যে কোনো একটির ৫ কপি ফটোকপি নিবেন।

১৭. লাইটার এবং সিগারেট পার্সোনাল, যা লাগবে নিয়ে নিবেন, সেখানে গিয়ে কারো কাছে চাবেন না।

১৮. টুথপেষ্ট,টুথব্রাশ।

১৯. শুকনা খাবার আমরা বিস্কিট দিবো। তারপরও আপনি খেজুর, বাদাম, কিচমিচ, মধু, ম্যাঙ্গোবার, চকলেট নিতে পারেন।

২০. ব্যাথার ঔষধ, গ্যাসের ঔষধ, স্যালাইন, ব্যান্ডেজ, মুভ নিয়ে নিবেন।

কোনো কিছু নিতে অবহেলা করলে পাহাড়ে এর প্রয়োজনীয়তা অনুভব করবেন।



বিঃদ্রঃ আমাদের ট্যুরে মেয়েদের সেফটির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হয়, তাই কোনো সন্দেহ ছাড়াই আপুরা জয়েন করতে পারবেন।


❑ যা যা মানতে হবেঃ


• ট্যুর চলাকালীন কোন ধরনের মাদকদ্রব্য সেবন করা যাবেনা।

• পারমিশন ছাড়া গ্রুপের মেয়েদের ছবি তুলা যাবেনা।

• গ্রুপের কারো সাথে বাজে ব্যবহার করা যাবেনা।

• স্থানীয়দের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা যাবেনা।

• যারা সাঁতার জানেন না, তাদের লাইফ জ্যাকেট অবশ্যই নিয়ে যেতে হবে বা সেইখান থেকে ভাড়া নিতে হবে।


_________ আবারো _________

আমাদের সাথে ভ্রমনের শর্তাবলীঃ


> অবশ্যই অভিভাবকের পারমিশন নিতে হবে, কারণ অফট্রেইল ট্যুর অনাকাঙ্ক্ষিত গঠনা ঘটালে যেনো গ্রুপের উপর দায়বদ্ধতা না থাকে, আমরা শেষটা নিয়েই আপনার নিরাপত্তার কথা চিন্তা করে ট্যুর করবো ❤️


> প্রথমত এটি একটি ট্রেকিং ট্যুর মোটামুটি ভালোই হাটা লাগবে তাই চিন্তাভাবনা করেই বুকিং করবেন, পরবর্তীতে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।


>পাহাড়ের পাড়ায় থাকার জন্য লাক্সারিয়াস কোন কটেজ বা হোটেল পাবেন না। তাই থাকার জায়গা নিয়ে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না। ওখানে যেমন ব্যবস্থা তেমনটাই মানিয়ে নিতে হবে।


>আমরা একটি পরিবার হয়ে ট্রিপ করবো তাই আমরা সদা পরস্পর পরস্পরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ও হেল্পফুল থাকবো।নিজেদের কোন ব্যবহারে টিমের কেউ মানসিক ভাবে আহত হতে পারে এমন কোন কাজ করবো না।অহেতুক বিবাদে জড়াবো না। এতে ভ্রমণের ভাল সময় নষ্ট হয়।


★★★ভ্রমণের সময় কোন প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন সমস্যা সৃষ্টি হলে সবাই মিলে সিদ্ধান্ত নিবো।বিপদ কখনো বলে আসে না। তাই কোন বিপদে যদি ভ্রমণ বাতিল/স্থগিত হয় সেক্ষেত্রে কতৃপক্ষ দায়ী না।যদি দিন/সময় বেড়ে গিয়ে অতিরিক্ত খরচ লাগে সেটা সবাই মিলে বহন করতে হবে।


>ভ্রমনের সময় ম্যানেজমেন্টের কথা চূড়ান্ত বলে গণ্য হবে।


>ভ্রমন পরিচালনার জন্য সবার সহযোগিতা মানসিকতা থাকতে হবে।


>স্থানীয়দের সাথে এমন কোন আচরণ করবো নাহ যাতে তারা বিরক্ত হয়।


>নিজেদের কোন কাজে যেন পরিবেশ বা প্রকৃতির কোন ক্ষতি না হয় এ বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকবো।যে কোন ধরনের প্লাস্টিক, প্যাকেট বা বোতলজাত বর্জ্য ফেলে কোনভাবেই পরিবেশের ক্ষতি করবো না।


ট্রিপ চলাকালীন অন্যান্য নিজের কোন খরচ নিজেকে বহন করতে হবে তাহলে আমাদের বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ ঘুরে আসা সম্ভব ।


>সার্বক্ষনিক গাইড ও ম্যানেজমেন্ট এর কথা মেনে চলতে হবে।


আমাদের গ্রুপ লিংক :

https://www.facebook.com/groups/419466823109560/?ref=share&mibextid=NSMWBT


পরবর্তী ভ্রমন আপডেটের জন্য দয়া করে লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হবেন।

ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন।


You may also like the following events from KM RATUL Traveller:

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Holding no 17,ward no 06,Old jashore road,Daulatpur, South kashipur Circle, Khulna, Khulna Division, Bangladesh
Get updates and reminders

Host Details

KM RATUL Traveller

KM RATUL Traveller

Are you the host? Claim Event

Advertisement
 আলিকদম সার্কিট ট্যুর, 7 August | Event in Khulna | AllEvents
আলিকদম সার্কিট ট্যুর
Thu, 07 Aug, 2025 at 10:00 pm