সূধী নেতৃবৃন্দ
আস্সামুআলাইকুম,
বি.এন.পি. অস্ট্রেলিয়ার উদোগে ২৪শে ছাত্রজনতার গণঅভ্যুত্থান এবং স্বৈরাচার খুনি হাসিনার পতনের ১বছর পূর্তি উপলক্ষে এক দোয়া,বিজয় উৎসব এবং ওপেন কনসার্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্থানঃ- রেইলওয়ে পেরেড লাকেম্বা
সময়ঃ- ০২রা আগষ্ট ২০২৫
রোজ- শনিবার, বিকেল ৪.০০টায়।
উক্ত বিজয় এবং আনন্দ উৎসবে সিডনিস্থ ৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সহযোগী সকল ভাই বোনদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি ।
অনুরোধে,
মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ
সভাপতি বিএনপি অস্ট্রেলিয়া।
এবং মোঃ আবুল হাছান
সাধারণ সম্পাদক,বি.এন.পি. অস্ট্রেলিয়া।
আমণতন্ত্রে,
১।এ.এন.এম. মাসুম
আহ্ববায়ক,
২।সদস্য বৃন্দ-এডভোকেট মোবারক হোসেন
৩।মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু।
৪।আব্দুস সামাদ শিবলু।
৫।মোঃ খাইরুল কবির পিন্টু
৬।মোঃ কুদ্দুসুর রহমান
৭।ইন্জিনিয়ার মিনহাজ উদ্দিন ।
৮।আরমান হোসেন ভূইয়া
৯।মোহাম্মদ ইরফান খান
১০।মোহাম্মদ জাকির হোসেন রাজু।
১১।লিন্টাস পেরেরা।
এবং
১২। মোঃ অহিদুল ইসলাম অপু।
গণঅভ্যুত্থান এবং স্বৈরাচার খুনি হাসিনার পতনের ১বছর পূর্তির এবং বিজয় উৎসব পালন কমিটি।