"যুদ্ধ হোক যুক্তির, জয় হোক প্রজ্ঞার"
যেখানে তরুণ কণ্ঠস্বর জেগে ওঠে যুক্তির তীব্রতায়, সেখানে পরিবর্তনের বীজ রোপিত হয় আত্মবিশ্বাসের ভিতরে। বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি একটি সাধনা, একটি অনুশীলন, একটি দায়িত্ব, যা যুক্তিনিষ্ঠ সমাজ গঠনের পথপ্রদর্শক।
এই চেতনায় উজ্জীবিত হয়ে, এফ. এইচ. হল ডিবেটিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে ২য় শের-ই-বাংলা অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।এই প্রতিযোগিতা হবে যুক্তির শাণিত উচ্চারণ, বিচক্ষণ বিশ্লেষণ এবং উদ্যমী নেতৃত্বের এক অনন্য মিলনমেলা। ফজলুল হক মুসলিম হল,ঢাকা বিশ্ববিদ্যালয় এর তরুণ বিতার্কিকদের জন্য এটি একটি উন্মুক্ত মঞ্চ—যেখানে তারা চিন্তা করবে, বলবে, প্রশ্ন তুলবে এবং গড়বে নিজেদের ভবিষ্যৎ।
আমরা বিশ্বাস করি, প্রত্যেক বিতার্কিকই এক একজন চিন্তানায়ক। তারা শুধু মত দেয় না—তারা তৈরি করে আলোচনার ভিত্তি, নীতির প্রজ্ঞা ও প্রগতির দিকনির্দেশ।
প্রতিযোগিতার নিয়মাবলি:
১. ২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫ সেশনের ফজলুল হক মুসলিম হলের আবাসিক ও অনাবাসিক যেকোনো শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
**আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন/ রানারআপ ট্রফি আছে এমন কোনো বিতার্কিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
২. ১৭ ই জুলাই সন্ধ্যা ৬:৩০ মিনিটে সংসদীয় বিতর্কের কর্মশালা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় তরুণ বিতার্কিক দের বিতর্ক সম্পর্কে ধারনা প্রদান করা হবে।
৩. ৩১ শে জুলাই সন্ধ্যা ৭:০০ টায় টিম গঠনের লক্ষ্যে বিতার্কিক দের একটি নির্দিষ্ট বিষয়ে উন্মুক্ত বক্তব্য অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিষয় আগে জানিয়ে দেওয়া হবে। উক্ত বক্তব্য এর উপর বিতার্কিকদের টিম গঠন করে জানিয়ে দেওয়া হবে।
৪. ১ লা আগষ্ট (শুক্রবার) দিনব্যাপী ট্যাব রাউন্ড এবং পোস্ট ব্রেকের সকল রাউন্ড অনুষ্ঠিত হবে। বিতর্কের ধরন হবে এশিয়ান পার্লামেন্টারি।
৫. আগামী ২ রা আগষ্ট (শনিবার) পুরষ্কার বিতরনী ও নবীনবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
***যেকোনো বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
📌 প্রতিযোগিতার ধরন: এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাট
📅 তারিখ: ১ ও ২ আগস্ট, ২০২৫
📍 স্থান: ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
📞 যোগাযোগঃ
আল আমিন বিজয়
সভাপতি, এফ. এইচ. হল ডিবেটিং ক্লাব।
মোবাইল: 01717022108
মো: ইমামুল হাসান
সাধারণ সম্পাদক, এফ. এইচ. হল ডিবেটিং ক্লাব।
মোবাইল: 01521740550