🕉️সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ভ্রমণ🕉️
নমষ্কার। কি অবস্থা সবার?
কিছুদিন আগে কাত্যায়নী পূজা উপলক্ষে আমাদের সাথের অনেক এ মাগুরা ঘুরে এসেছে। আর সেখানে আমরা অনেক এই ইচ্ছাথাকা সত্ত্বেও যেতে পারি নি পূর্বপরিকল্পনা বা বিভিন্ন কারণে।
এবার আমরা পরবর্তী ধরমীয় স্থান ভ্রমণ এ যাচ্ছি "সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম"। যেখানে আমরা যাচ্ছি, আমাদের মিড এক্সাম এর পর তথা ডিসেম্বর এর ১৮(বৃহস্পতিবার রাত) এবং ফিরবো ২০ তারিখ (শনিবার সকাল)।
আমাদের সাথে যুক্ত আমাদের সিনিয়র দাদা-দিদি রাও যাবেন। আর তোমরা মেয়েরা যারা কনফিউজড হয়ে প্রশ্ন করবে ভাবছো অন্য কোনো দিদি যাবে কিনা, কনফিউজড দূর করে ফেলো, তোমাদের অনেক দিদি রা'ই যাচ্ছেন।
সো ১ মাস সময় বাকি থাকতেই জানিয়ে দিলাম,যারা যারা ইচ্ছুক জানাও। সবাই মিলে একসাথে সীতাকুণ্ড ভ্রমণ, ভালো ই লাগবে আশা করি। সিট কিন্তু লিমিটেড।
লেট হয়ে গেলে কতৃপক্ষ দায়ী থাকবে নাহ🥹
ভ্রমণ ফি - ১৭০০৳
যে সব এই ১৭০০ টাকার মধ্য থাকছে:-
(বাস ভাড়া, অন্যান্য ভাড়া,খাবার সহ) :
দূরপাল্লার ঢাকার বাস আশা করি সবার যাত্রা করতে কষ্ট না হয় এমন বাস নেওয়া হবে, ৩ বেলা খাবার (সকালে নাস্তা, দুপুরের খাবার (ভারি), রাতের খাবার বিশ্রাম এর জন্য রুম ব্যবস্থা করা হবে- আমরা পৌঁছালে কিছু সময় বিশ্রাম করতে পারি সবার কথা চিন্তা করে এই ব্যাবস্থা করা হয়েছে,
সাথে একটা ব্যানার থাকবে আমাদের সনাতনী পরিবার থেকে।
★যদি ট্রুর শেষে টাকা থেকে থাকে সকলের মধ্যে ফেরত দেয়া হবে।