লাংলোক ঝর্ণা, পাহাড়ি পাড়া, নিম্বুক্কিয়া ঝর্ণা, সাওদং পাড়ার জুম, শৈংগং ঝর্ণা, সাংগু নদী, থানছি, GDM

লাংলোক ঝর্ণা, পাহাড়ি পাড়া, নিম্বুক্কিয়া ঝর্ণা, সাওদং পাড়ার জুম, শৈংগং ঝর্ণা, সাংগু নদী, থানছি, GDM

Highlights

Thu, 21 Aug, 2025 at 08:00 pm

থানচি, বান্দরবান

Advertisement

Date & Location

Thu, 21 Aug, 2025 at 08:00 pm - Mon, 25 Aug, 2025 at 06:00 am (BST)

থানচি, বান্দরবান

Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

লাংলোক ঝর্ণা, পাহাড়ি পাড়া, নিম্বুক্কিয়া ঝর্ণা, সাওদং পাড়ার জুম, শৈংগং ঝর্ণা, সাংগু নদী, থানছি, GDM
📣হোস্ট : আরেফীন, 01674948668

💰ইভেন্ট ফি- ৮৫০০ টাকা।

💸স্টুডেন্টদের জন্য ডিস্কাউন্ট থাকবে।

🥁ইভেন্ট সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের মেইন গ্রুপে জয়েন হয়ে থাকুন। মেইন গ্রুপ লিংক- https://www.facebook.com/share/g/1AP85i6ATN/

🗓️মুল প্ল্যানঃ

✅২১ আগস্ট ২০২৫ , বৃহস্পতিবার রাতে ঢাকা হতে আলীকদমের উদ্দেশ্যে রওয়ানা, ২২ আগস্ট শুক্রবার ২০২৫ লাংলোক ঝর্না দেখে বাঘে ঝিরির আশে পাশে একটা পাড়ায় আমরা নাইট স্টে করবো। ২৩ আগস্ট শনিবার সকালে আমরা ৩ ঘন্টা ট্রেকিং করে চলে যাবো সাওদং পাড়াতে, পথিমধ্যে আমরা নিম্বুক্কিয়া ঝর্ণা দেখে নিবো। সাওদং পাড়ায় খাওয়া দাওয়া করে আমরা সাওদং জুমে চলে যাবো, সেখানে জুমঘরে রাত্রীযাপন করবো।সেখানে রাতে থেকে পরেরদিন অর্থাৎ ২৪ আগস্ট রবিবার খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে বা না করে শৈংগং ঝর্ণার উদ্দেশ্যে চলে যাবো। আসা-যাওয়া সবমিলিয়ে সর্বোচ্চ ৪/৫ ঘন্টার সময় লাগবে। পাড়ায় ফিরতে ফিরতে আমাদের ১০ টা বাজবে। তারপর সাওদং পাড়াতে এসে সকালের নাস্তা করে ব্যাগ গুছিয়ে বের হয়ে যাবো থানচির উদ্দেশ্যে। পথিমধ্যে ঝিরিতে, ছোট ছোট ঝর্ণাতে অনেক ল্যাটানি হবে। থানচি থেকে আলীকদম এসে খাওয়া দাওয়া করে ঢাকার বাসে উঠে যাবো। ২৫ আগস্ট রোজ সোমবার সকালে ঢাকায় থাকবো ইন শা আল্লাহ।

📌এই ট্রিপটা এক্সট্রিম ট্রেকিং হলেও আমরা রিলাক্স করতে করতে ট্রিপ শেষ করবো।


🚫🚫পরিস্থিতি বিবেচনায় প্ল্যানে চেঞ্জ আসতে পারে। সেই ক্ষেত্রে টিম লিডারের যেকোন সিদ্ধান্ত অবশ্যই মেনে নিতে হবে।

⛔⛔ আপনাকে কিছু ব্যাপার মেনে নিয়েই এই ট্যুরে অংশগ্রহন করতে হবে। যেমনঃ থাকা-খাওয়ার ব্যাপারে কোন রকম এক্সপেক্টেশন থাকা যাবেনা। পাহাড়ি বাসায় এক রুমে গাদাগাদি করে ঘুমাতে হবে। ছেলে-মেয়ে আলাদা ঘুমাবে। এমন ও হতে পারে সারারাত জংগলে থাকা লাগতে পারে।সারাদিন ট্রেকিং করে এসে নিজেদের রান্না নিজেরা করে তারপর সবাইকে খেতে হবে। ওয়াশরুম কোন ভাবেই আপনার মন মত হবেনা। বাসের সিট ভালো নাও হতে পারে। বাস আপনার পছন্দের নাও হতে পারে।চান্দের গাড়িতে দাড়িয়ে যেতে হতে পারে। যারা যাবেন তাদের কে প্রতিদিন ৭/৮ ঘন্টা উচু উচু পাহাড়ি পথে, বড় বড় বোল্ডারের মধ্যে, জোকে ভরা ট্রেইলে ট্রেক করতে হবে। প্রতিদিন তিন বেলা খাবারের ব্যাবস্থা নাও থাকতে পারে। কাংখিত লক্ষ্যে নাও পৌছাতে পারি।
মোদ্দাকথা আপনাকে শারীরিক ভাবে ফিট হবার পাশাপাশি মানসিক ভাবে সবকিছু এক্সসেপ্ট করার প্রবনতা থাকতে হবে। বাকিটা আমাদের উপর ছেড়ে দিবেন, আশা করছি কোন কিছু নিয়েই আপনি অসন্তুষ্ট হবেন না। খাবার-দাবারের কোন অভাব ফিল করবেন না। ট্রেকিং চলাকালীন সমস্ত শুকনা খাবারও আমরা প্রোভাইড করবো।ট্রেকিং চলাকালীন সময়ে প্রথমদিন সবাইকেই ১.৫/২লিটার পানির বোতল দেয়া হবে।। আমাদের ট্যুরে আমরা সবসময় চেষ্টা করি কারোর যেনো এক টাকাও এক্সট্রা খরচ করা না লাগে। ট্যুরের রুট প্ল্যান, কি কি নিতে হবে তা আমরা সময়মত সবাইকে জানিয়ে দিবো।

📌এই ট্যুরে কনফার্ম করার আগে দরকার হলে হোস্টদের সাথে কথা বলে আরো ডিটেইলস জেনে নিন।

📣যারা যাবেন কিনা নিশ্চিত নন, তারা Interested এ ক্লিক করে রাখলে সকল প্রকারের আপডেট পেয়ে যাবেন। সম্পূর্ণ নিশ্চিত হয়ে Going এ ক্লিক করলে ভ্রমণসঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সুবিধা হয়।

📣এটি জিডিএম (GDM) এর একটি অফিসিয়াল কমার্শিয়াল ইভেন্ট।

👫আমাদের পুরোনো গ্রূপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/GroupDeMadventurers/

👫আমাদের নতুন গ্রুপের লিংকঃ
https://www.facebook.com/groups/gdmbd
আমাদের পেজ লিঙ্কঃ https://www.facebook.com/GroupDeMadventurers/

📌এই ট্যুরে যা যা আপনাকে অবশ্যই সঙ্গে নিতে হবেঃ

**অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা যেকোন ফটো আইডির ফটোকপি (১০কপি) নিতেই হবে। প্রতি কপির পিছনে নিজের পুরো নাম, নিজের মোবাইল নম্বর, পিতা/মাতার নাম, পিতা/মাতার মোবাইল নং লিখে রাখবেন। এটা ম্যান্ডাটরি করতে হবে।

১) একটা পাতলা কাথা/চাদর নিতে পারেন। স্লিপিং ব্যাগ থাকলে আরো ভালো। গ্রুপ থেকে শুধু টেন্ট প্রোভাইড করা হবে।
২) প্রয়োজনীয় ঔষধ পত্র (পরবর্তীতে লিস্ট দিয়ে দেওয়া হবে)।
৩) দুই জোড়া মোজা যা আপনাকে ট্রেকিং এ ভীষণ হেল্প করবে, ফুল স্লিভ হ্যান্ড কভারও নিতে পারেন।
৪) উন্নত মানের আরামদায়ক হালকা ব্যাকপ্যাক। ভাল বেল্ট ওয়ালা ট্রেকিং স্যান্ডেল অথবা ট্রেকিং সু ।
৫) যাওয়ার দিন একটি আরামদায়ক প্যান্ট (অবশ্যই জিন্সের নয়), টিশার্ট, পরে যাত্রা করবেন। আর এক্সট্রা একটা টিশার্ট, থ্রি-কোয়ারটার/হাফ প্যান্ট সাথে নিতে পারেন। লুঙ্গি ও বড় গামছা নিতে হবে (কোনোভাবেই টাওয়েল নিবেন না)। আপনার সুবিধার জন্যই আপনাকে এক কাপড়ে ট্রেকিং করতে হবে। মনে রাখবেন পাহাড়ি রাস্তায় ১ গ্রাম ওজনও কম নিলে সেটাই আপনার লাভ।
৬) পানি থেকে ইলেকট্রনিক্স সামগ্রী রক্ষা ও ভেজা কাপড় রাখার জন্য পলিথিন। অবশ্যই ব্যাগের ভিতর রাখা সব জিনিস পত্র আগে থেকেই পলিথিনে মুড়িয়ে রাখবেন, তাহলে বৃস্টি আসলেও বা ব্যাগ পানিতে পড়ে গেলেও আপনার ব্যাগের ভিতরে থাকা সব জিনিস ড্রাই থাকবে।
৭) অবশ্যই টর্চলাইট/ হেডল্যাম্প নিতে হবে। ২টা টর্চলাইট নিবেন অথবা ব্যাকআপ ব্যাটারী নিয়ে নিবেন।
৮) সানগ্লাস, ক্যাপ, ক্যামেরা।
৯) টেলিটক/রবির সিম।৩-৪দিন নেটওয়ার্কের বাইরে থাকবেন। বাসায় জানিয়ে রাখবেন। আর্মি প্রটেক্টেড এরিয়ায় যাচ্ছেন, নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকবেন।
১০) পাহাড়ি এলাকায় মোবাইল চার্জ করার ব্যবস্থা থাকবে না, তাই অবশ্যই সাথে পাওয়ার ব্যাংক নিতে হবে।
১১) অবশ্যই টুথপেস্ট, টুথব্রাশ, মিনি সোপ, মিনি শ্যাম্পু ও টয়লেট টিস্যু নিতে হবে।
১২) মশার কামড় থেকে বাঁচতে অডোমস ক্রিম। যারা অনেক ত্বক সচেতন তারা সাথে সানস্ক্রিন নিয়ে নিতে পারেন।
১৩) অবশ্যই নি গার্ড/ নি ক্যাপ নিতে হবে। চাইলে এংলেটও নিতে পারেন।
১৪)বাসে ঘুমানোর জন্য Eye Mask নিতে পারেন। পাহাড়ী পাড়ায় ঘুমানোর জন্য Air Pillow নিয়ে যেতে পারেন।

কনফার্ম করার পদ্ধতিঃ
এই ট্যুরে আপনার আসনটি নিশ্চিত করার জন্য আপনাকে নিম্নোক্ত বিকাশ নম্বরগুলোর মধ্যে যেকোনো একটিতে ৪০৮০/- (অফেরতযোগ্য) বিকাশ করতে হবে। টাকা পাঠানোর পরে ফোন করে অথবা ইভেন্টে পোস্ট করে কনফার্ম করবেন। আমরা অগ্রীমের সিরিয়াল অনুযায়ী বাসের সিট বন্টন করে থাকি, তাই সামনের দিকে সিট চাইলে আগে কনফার্ম করতে হবে। যারা ঢাকায় আছেন তাঁরা ইচ্ছে করলে দেখা করেও এডভান্স করতে পারেন।

বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
পলাশ : 01757831318

✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)

✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668


♣♣ ব্যাংকের হিসাব নম্বরঃ
1)
Mohammad Samsul Arefin
A/C- 1151570014570
Dutch Bangla Bank Ltd
Mirpur-01 Branch

2)
Mohammad Arif-Uz-Zaman
A/C-02934011309
Bank Asia Ltd, Mirpur Branch
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার শেষ সময়: ১৪জন কনফার্ম হওয়ার আগ পর্যন্ত।
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆


✤✤যা অবশ্যই মনে রাখা দরকার✤✤

✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলতে হবে।যেকোন সময় প্ল্যান চেঞ্জ হতে পারে।
✦ট্যুরের সদস্যদের জন্য কোন প্রকার জীবন বীমা নেই। ট্যুর চলাকালীন সময়ে ইভেন্টের নিয়ম বহির্ভূত কোন কারনে কোন ট্যুর সদস্যের কোন দূর্ঘটনা ঘটলে তার দায় Group De Madventurers(GDM) নিবেনা, তবে সব বিষয়ে সর্বাত্বক সহযোগীতা করা হবে।
✦ ভ্রমণকালীন সময়ে সবাই সবাইকে সহযোগিতা করবেন।বিপদ বলে কয়ে আসেনা, তাই যেকোন বিপদে সবাইকে এগিয়ে আসতে হবে।
✦ সবাই শালীনতার মধ্যে থেকে ভ্রমণ উপভোগ করব। অশালীন কর্মকাণ্ডকে কোন ভাবেই সহ্য করা হবেনা, ট্যুর চলাকালীন সময়েই আপনাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
✦ আপনার যে কোন আচরণ যাতে অন্যের জন্য বিরক্তির কারন না হয় সে দিকে অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে।
✦ এ দেশের প্রতিটি জায়গা আমাদের সবার। তাই তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও আমাদের। তাই যেখানে সেখানে অপচনশীল প্লাস্টিকের জিনিস ফেলা যাবে না।
✦ প্রয়োজনের তাগিদে যে কোন সময়ে কোন ট্যুর প্ল্যান বদলানো হতে পারে।
✦ স্থানীয় সহ কারো সাথেই খারাপ আচরণ করা যাবে না। স্থানীয়দের ছবি তোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
✦ কোন ভাবেই কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
✦ সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন আমাদের সবার মাঝে থাকতে হবে। তাহলেই এই ট্যুরটি আপনার জন্য একটি আজীবনের অর্জন হয়ে থাকবে।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ

আরেফীন (01674 948668)
পলাশ (01673898407)

#Group_De_Madventurers_GDM
#a_Walk_to_Nature

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

থানচি, বান্দরবান, Dhaka, Bangladesh
Get updates and reminders
Advertisement
লাংলোক ঝর্ণা, পাহাড়ি পাড়া, নিম্বুক্কিয়া ঝর্ণা, সাওদং পাড়ার জুম, শৈংগং ঝর্ণা, সাংগু নদী, থানছি, GDM
লাংলোক ঝর্ণা, পাহাড়ি পাড়া, নিম্বুক্কিয়া ঝর্ণা, সাওদং পাড়ার জুম, শৈংগং ঝর্ণা, সাংগু নদী, থানছি, GDM
Thu, 21 Aug, 2025 at 08:00 pm