“রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা—রক্ষা আমাদের দায়িত্ব”
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) আয়োজনে মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের স্মরণে আগামী ২৮শে ডিসেম্বর,রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবস সাইকেল স্ট্যান্ট-শো ও সাইকেল র্যালি আয়োজন করছে।
আমরা বিশ্বাস করি, আজকের তরুণরাই পারে সত্যিকার স্বাধীনতার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে।
রেজিষ্ট্রেশন ফি ১০০টাকা,
রাইডে আসন সংখ্যা মাত্র ১৫০টি।
🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/yNb2jZRcVigAZGxe7
📍 যেখানে আসতে হবে:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার
📅 তারিখ: ২৮শে ডিসেম্বর, ২০২৫
⏰ রিপোর্টিং সময়:দুপুর ২:৩০ মি
🚴♂️ সাইকেল র্যালি তে যা থাকছে:
#ফুল হাতার টি-শার্ট
#স্ন্যকস
🎒 সাথে আনতে হবে:
🪖 হেলমেট (নিরাপত্তার জন্য)
🧤 হ্যান্ড গ্লাভস (হাতের সুরক্ষার জন্য)
📜 নিয়মাবলী:
# সবসময় সিঙ্গেল লাইনে চালাতে হবে।
# সামনের দুজন রাইডারকে ওভারটেক করা যাবে না।
# রাইডের সময় কোনো রেস বা পাল্লা দেওয়া যাবে না।
# হেডফোন ব্যবহার নিষিদ্ধ।
# ব্রেকে সবসময় হাত রাখতে হবে; সামনের জন ব্রেক ধরলে আপনাকেও ধরতে হবে।
⚠️ সতর্কবাণী / অঙ্গীকারনামা:
এই ইভেন্টে অংশগ্রহণের পূর্বে নিম্নলিখিত অঙ্গীকারনামা স্বেচ্ছায় ঘোষণা করুন:
> আমি এই ইভেন্টের ধরন বুঝেছি এবং ইভেন্টের সকল নিয়মাবলী মনোযোগের সাথে পড়েছি। আমি স্বেচ্ছায় নিজ দায়িত্বে এই ইভেন্টে অংশগ্রহণ করছি এবং আমার নিরাপত্তা ও কার্যক্রমের সব দায়ভার নিজেই গ্রহণ করছি। যে-কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রয়োজনে
আরমান হোসেন
০১৯৮৫-৫৪০৯২৩
তাওহীদুর রহমান
০১৭৯৯-৯২৯২৬৯
সাঈদ মাহমুদ
০১৮২৫-৭৬৪২১৪