লাংলোক-লিক্ষিয়ং-শৈনগং ঝর্না ও সাওদাং পাড়ার জুম বিলাস।
বর্ষার সিজন শেষে ও পূজার ছুটিতে শুরু হতে যাচ্ছে ঝর্ণা এবং সাওদাং পাড়ার জুম বিলাস।
বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত দেশের সর্বোচ্চ ঝর্ণা লাংলোক, চতুর্থ সর্বোচ্চ ঝর্ণা লিক্ষিয়ং ও বন্য শৈনগং ঝর্ণা বিলাসে যাচ্ছি আমরা।
ইভেন্ট ফিঃ ৮০০০/৳
বুকিং মানিঃ ২০৪০/৳
বুকিং পদ্ধতিঃ 01755375615 বিকাশ/নগদ পার্সোনাল নাম্বারে ২০৪০/৳ পাঠিয়ে আপনার আসন কনফার্ম করুন। কোনোপ্রকার মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয়।
যাত্রা শুরুঃ ৩০-০৯-২৫ মঙ্গলবার।
যাত্রা শেষঃ ০৪-১০-২০২৫ শনিবার।
প্রাথমিক প্ল্যানঃ
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতের বাসে ঢাকার সায়দাবাদ থেকে রওনা হয়ে বুধবার সকালে চকোরিয়া নামবো। চকোরিয়া থেকে চান্দের গাড়ি নিয়ে চলে যাবো আলীকদম। সকালের নাস্তা সেরে চান্দের গাড়ি অথবা বাইক নিয়ে চলে যাবো থানচি। থানচি থেকে নৌকায় তিন্দু বাঘের মুখ এবং সেখান থেকে ১ ঘন্টা ট্রেকিং করে লাংলোক। লাংলোক থেকে নেমে ঐদিনই ৩-৪ ঘন্টা ট্রেক করে চলে যাবো সাওদাং পাড়া। সাওদাং পাড়ায় রাত্রিযাপন করে বৃহস্পতিবার ভোরে ১.৫ ঘন্টা ট্রেক করে চলে যাবো শৈনগং ঝর্ণায়। শৈনগং থেকে পাড়ায় ফিরে ব্যাগপ্যাক নিয়ে চলে যাবো রেমাক্রি। রেমাক্রি পৌঁছে কটেজে অথবা রেমাক্রি পাড়ায় রাত্রিযাপন করবো। শুক্রবার ভোরে নৌকা নিয়ে চলে যাবো লিক্ষিয়ং ট্রেইলে। নৌকা যেখান থেকে নামাবে ঐখান থেকে ৪ ঘন্টা হেঁটে চলে যাবো লিক্ষিয়ং ঝর্ণায়। ঝর্ণা বিলাস শেষে রেমাক্রি ফিরে ব্যাগপ্যাক নিয়ে থানচির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। থানচি পৌঁছে বাইক/চান্দের গাড়ি নিয়ে চলে যাবো আলীকদম। আলীকদম থেকে চকোরিয়া হয়ে ঢাকার বাসে রওনা হবো। শনিবার ভোরে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।
ট্যুর সংক্রান্ত যে-কোনো তথ্যের জন্যঃ 01755375615 (whatsapp)
ট্যুরের বিস্তারিত দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় জিনিসপত্র ও ব্যাগ প্যাকিং সংক্রান্ত বিস্তারিত জানানো হবে মেসেঞ্জার গ্রুপে। বুকিং কনফার্ম করার পর মেসেঞ্জার গ্রুপে এড হয়ে বিস্তারিত জানতে পারবেন।
You may also like the following events from Ariyan Mahtab: