হোস্ট- পলাশ 01673898407
এই ইভেন্টটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল প্লাটিনাম ইভেন্ট। সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।
আমাদের নতুন পাবলিক গ্রুপ লিঙ্কঃ
https://www.facebook.com/groups/gdmbd/?ref=share
আমাদের পেজ লিঙ্কঃ
https://www.facebook.com/GroupDeMadventurers/
এটি একটি # আরামদায়ক ট্রেকিং ট্যুর। ট্রেকিং এ পূর্ব অভিজ্ঞতা যাদের নেই তারা চাইলে কোন চিন্তা ছাড়াই এই ট্যুরে জয়েন করতে পারেন । তবে যেদিন আমরা রেমাক্রি থেকে নাফাখুম যাবো সেদিন ৩-৪ ঘন্টা ট্রেকিং করতে হবে। থানচি থেকে রেমাক্রির বোট জার্নির সময় সাংগুর সৌন্দর্য্য দেখে বিমোহিত হতে হবে। এই ট্যুরে ২ দিনে সর্বোচ্চ আমাদের ৬-৭ ঘন্টা ট্রেকিং করতে হবে। ট্রেকিং পথে কোন প্রকার বড় পাহাড় উঠানামা নাই। তবে কয়েকবার হাটু সমান পানি পর্যন্ত খাল পার হতে হবে, এই ক্ষেত্রে আমরা অবশ্যই সাহায্য করবো।
আমাদের এই ট্যুরের প্রধান টার্গেট রেমাক্রি এবং নাফাখুম ঝর্ণার পাশে রিলাক্সমুডে রাত্রি যাপন করা সহকারে বড়পাথর এলাকার সৌন্দর্য্য উপভোগ করা । এই স্থানগুলোর সৌন্দর্য রেজ্যুলেশন ক্যামেরার লেন্সও এই স্থানগুলোর অপরূপ সৌন্দর্য্য ধারণ করার জন্য যথেষ্ট নয়। একমাত্র সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ক্যামেরা মানুষের চোখই পারে এ সৌন্দর্য্য ধারণ করতে। একটুও বাড়িয়ে বলছি না, আপনি নিজেই ট্যুর চলাকালীন এই কথাগুলো নিশ্চয়ই বারবার বলবেন।
🔶 ভ্রমণের সময়কালঃ
৩০ অক্টোবর, ২০২৫ রোজ বৃহস্পতিবার রাতে ঢাকা হতে বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা। ২ নভেম্বর ২০২৫ রোজ সোমবার বান্দরবান হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। ৩ নভেম্বর ,২০২৫ সোমবার ভোরে ঢাকায় থাকবো ইন শা আল্লাহ ।
🔶 সম্ভাব্য দর্শনীয় স্থানসমূহঃ
১। নাফাখুম
২। নাইখ্যং মুখ
৩। তিন্দু বড়পাথড়
৪। রেমাক্রি ফলস্ ও
৫।সাঙ্গু নদী
🔶 বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
ডে- ০০ ( ৩০ অক্টোবর ২০২৫) বৃহস্পতিবার , রাত ৯:৩০ মিনিট ঢাকা থেকে নন-এসি বাসে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা।
ডে- ০২ ( ৩২ অক্টোবর ২০২৫) শুক্রবার খুব ভোরে আমরা বান্দরবানে পৌঁছে ফ্রেশ হয়ে ঝটপট নাস্তা করে জীপে চড়ে রাস্তার দুপাশের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা থানচি পৌঁছে যাব। পথিমধ্যে বলিপাড়া বিজিবি ক্যাম্পে নাম এন্ট্রি। থানচীতে লাঞ্চ করে, ক্যাম্পে এন্ট্রি করে গাইড নিয়ে ছোট বোটে করে সাঙ্গু নদী ধরে চলে যাবো রেমাক্রি পাড়া। রেমাক্রি পাড়াতে নাইট স্টে করবো।
ডে-০৩ ( পহেলা নভেম্বর ২০২৫) শনিবার, আমরা সকালে আস্তে ধীরে ঘুম থেকে উঠে নাস্তা করে সর্বোচ্চ ৩-৪ ঘন্টা ট্রেকিং করে নাফাখুমে যাবো। সেখানে গিয়ে ঝর্ণায় সারাদিন সময় কাটিয়ে নাফাখুম পাড়াতে নাইট স্টে করবো।
ডে-০৩ (২৯ জুন, ২০২৫) রবিবার , খুব ভোরে নাস্তা করে ৩-৪ ঘন্টার মতো ট্রেকিং করে আমরা পুনরায় রেমাক্রিতে ফিরে আসবো । সেখান থেকে বোটে করে থানচি এসে দুপুরের খাওয়া শেষ করে চান্দের গাড়ীতে করে বান্দরবান। বান্দরবান এসে রাতের খাওয়া ধাওয়া শেষ করে ঢাকার উদ্দেশ্য বাসে উঠে যাবো।
ডে-০৪ (৩ নভেম্বর২০২৫) রোজ সোমবার ভোরে ঢাকায় থাকবো ইন শা আল্লাহ।
🔶 ভ্রমণ খরচঃ
সর্ব সাকুল্যে ৯৩০০/- টাকা/জনপ্রতি (ঢাকা টু ঢাকা)
চট্রগ্রাম ও বান্দরবান থেকেও চাইলে আপনি জয়েন করতে পারবেন।
আপনি ইচ্ছে করলে এই টাকার বাইরে আর কোনো পয়সা না খরচ করেও ঢাকায় ব্যাক করতে পারবেন।
🟥 বি:দ্র:- চট্টগ্রাম থেকে জয়েন করতে চান তাদেরকে ঢাকার বাসেই মাঝরাতে উঠতে হবে, সেক্ষেত্রে সিট না পেলে বনেটে বসে যেতে হতে পারে। এটা মাথায় রাখবেন অবশ্যই।
🔶 কনফার্ম করার পদ্ধতিঃ
এই ট্যুরে আপনার আসনটি নিশ্চিত করার জন্য আপনাকে নিম্নোক্ত বিকাশ/নগদ নম্বরগুলোর মধ্যে যেকোনো একটিতে ৪০৮০/- বিকাশ/নগদ করতে হবে। ( অফেরতযোগ্য) টাকা পাঠানোর পরে ফোন করে অথবা ইভেন্টে পোস্ট করে কনফার্ম করা হবে। আমরা অগ্রিম বুকিং সিরিয়াল অনুযায়ী বাসের সিট বন্টন করে থাকি, তাই সামনের দিকে সিট চাইলে আগে কনফার্ম করতে হবে। যারা ঢাকায় আছেন তাঁরা ইচ্ছে করলে দেখা করেও এডভান্স করতে পারেন।
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
🔶 কনফার্ম করার শেষ সময়: নির্ধারিত আসন সংখ্যা পূরণ হওয়ার আগ পর্যন্ত
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
💠 বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
লালন - 01711312726
পলাশ - 01757831318
💠 নগদ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
চিন্ময় সাহা - 01834838592
💠 রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)
💠 ব্যাংকের হিসাব নম্বরঃ
1) Mohammad Samsul Arefin
A/C- 1151570014570
Dutch Bangla Bank Ltd
Mirpur-01 Branch
2) Mohammad Arif-Uz-Zaman
A/C-02934011309
Bank Asia Ltd, Mirpur Branch
✤✤এই খরচে যা যা থাকছে✤✤
১। ঢাকা-বান্দরবান-ঢাকা নন-এসি বাস
২। বান্দরবান-থানচি-বান্দরবান জীপ/চাঁদের গাড়ি
৩। থানচি-রেমাক্রি-থানচি ট্রলার/বোট যাত্রা
৪। সমস্ত শুকনা খাবার। শুকনা খাবার যথেষ্ট পরিমানে দেয়া হবে। আপনাদের আলাদা করে কোন শুকনা খাবার নিতে হবেনা। আগের অমিয়াখুম-নাফাখুম ট্যুর গুলোতে শুকনা খাবার পুরোপুরি অনেকেই শেষ করতে পারেন নাই। শুকনা খাবারের মধ্যে কোয়ালিটি খেজুর/কাপ নুডলস, ৩-৪ রকমের বিস্কুট, কিসমিস, চকলেট, ম্যাংগোবার,/আচার, পিনাটবার, ট্যাং, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি ইত্যাদি থাকবে।
৫। তিনবেলা খাবার থাকবে। ট্রেকিং চলাকালীন তিনদিন দুইবেলা দুপুরের খাবার শুকনা খাবার খেয়ে পার করতে হবে, সে জন্য কাপ নুডলস শুকনা খাবারের তালিকায় রাখা হয়েছে।
৬। লাইফ জ্যাকেট ও আমরা প্রোভাইড করবো। সম্প্রতি বিজিবি সবার জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করেছে। আপনাদের আলাদা করে লাইফ জ্যাকেট সাথে করে নিতে হবেনা।
৭। থানচিতে হোটেল ডিসকভারীতে দুপুরের খাবার খাবো, সাথে ওদের স্পেশাল গরুর দুধের চা । এখানে ভালো পরিবেশে রেস্ট করা যায়, ফ্রেশ হওয়া যায়।
৮।এছাড়া পাহাড়ি দোকানে চা-ফলমূল তো থাকবেই।
৯। গাইড খরচ।
১০। থাকা খরচ।
✤✤এই খরচে যা যা থাকছে না✤✤
১। মেডিসিন খরচ।
২। ট্রেকিং এর প্রয়োজনীয় সরঞ্জামাদি
৩। অন্যান্য ব্যক্তিগত খরচ ইত্যাদি।
✤✤এই ট্যুরে যা যা আপনাকে অবশ্যই সঙ্গে নিতে হবে✤✤
১। অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা যেকোন ফটো আইডির ফটোকপি (৬ কপি) নিতেই হবে।
২। উন্নত মানের আরামদায়ক হালকা ব্যাকপ্যাক।
৩। প্রয়োজনীয় ঔষধ পত্র (পরবর্তীতে লিস্ট দিয়ে দেওয়া হবে)।
৪। দুই জোড়া মোজা যা আপনাকে ট্রেকিং এ ভীষণ হেল্প করবে, ফুল স্লিভ হ্যান্ড কভারও নিতে পারেন।
৫। ভাল বেল্ট ওয়ালা ট্রেকিং স্যান্ডেল অথবা ট্রেকিং সু (কম দামের মধ্যে প্যাগাসাস ব্র্যান্ডের ১৫০ টাকার টা সাশ্রয়ী এবং ভাল)।
৬। যাওয়ার দিন একটি আরামদায়ক প্যান্ট (অবশ্যই জিন্সের নয়), টিশার্ট, পরে যাত্রা করবেন। একটা হালকা/ভারী শীতের কাপড় নিবেন। আর এক্সট্রা একটা টিশার্ট, থ্রি-কোয়ারটার/হাফ প্যান্ট সাথে নিতে পারেন। লুঙ্গি ও বড় গামছা নিতে হবে (কোনোভাবেই টাওয়েল নিবেন না)। আপনার সুবিধার জন্যই আপনাকে এক কাপড়ে ট্রেকিং করতে হবে। মনে রাখবেন পাহাড়ি রাস্তায় ১ গ্রাম ওজনও কম নিলে সেটাই আপনার লাভ। ব্যাগ ভারী হলে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে।
৭। পানি থেকে ইলেকট্রনিক্স সামগ্রী রক্ষা ও ভেজা কাপড় রাখার জন্য পলিথিন। স্বম্ভব হলে ব্যাগের ভিতর রাখা সব জিনিস পত্র আগে থেকেই পলিথিনে মুড়িয়ে রাখবেন।
৮। অবশ্যই টর্চলাইট/ হেডল্যাম্প নিতে হবে। ২টা টর্চলাইট নিবেন অথবা ব্যাকআপ ব্যাটারী নিয়ে নিবেন।
৯। সানগ্লাস, ক্যাপ, ক্যামেরা।
১০। টেলিটক/রবির সিম। ৩-৪দিন নেটওয়ার্কের বাইরে থাকবেন। বাসায় জানিয়ে রাখবেন। আর্মি প্রটেক্টেড এরিয়ায় যাচ্ছেন, নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকবেন।
১১। পাহাড়ি এলাকায় মোবাইল চার্জ করার ব্যবস্থা থাকবে না, তাই অবশ্যই সাথে পাওয়ার ব্যাংক নিতে হবে।
১২। অবশ্যই টুথপেস্ট, টুথব্রাশ, মিনি সোপ, মিনি শ্যাম্পু ও টয়লেট টিস্যু নিতে হবে।
১৩। মশার কামড় থেকে বাঁচতে অডোমস ক্রিম। যারা অনেক ত্বক সচেতন তারা সাথে সানস্ক্রিন নিয়ে নিতে পারেন।
১৪। অবশ্যই নি গার্ড/ নি ক্যাপ নিতে হবে। চাইলে এংলেটও নিতে পারেন।
১৫। বাসে ঘুমানোর জন্য Eye Mask নিতে পারেন। পাহাড়ী পাড়ায় ঘুমানোর জন্য Air Pillow নিয়ে যেতে পারেন।
✤✤যা অবশ্যই মনে রাখা দরকার✤✤
✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।
✦ ভ্রমণকালীন সময়ে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। ট্রেকিং চলাকালীন সময়ে কাউকে না কাউকে আশা করি পাশে পাবেন।
✦ সবাই শালীনতার মধ্যে থেকে ভ্রমণ উপভোগ করব। অশালীন কর্মকাণ্ডকে কোন ভাবেই সহ্য করা হবেনা, ট্যুর চলাকালীন সময়েই আপনাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
✦ আপনার যে কোন আচরণ যাতে অন্যের জন্য বিরক্তির কারন না হয় সে দিকে অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে।
✦ এ দেশের প্রতিটি জায়গা আমাদের সবার। তাই তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও আমাদের। তাই যেখানে সেখানে অপচনশীল প্লাস্টিকের জিনিস ফেলা যাবে না।
✦ প্রয়োজনের তাগিদে যে কোন সময়ে কোন ট্যুর প্ল্যান বদলানো হতে পারে।
✦ স্থানীয় সহ কারো সাথেই খারাপ আচরণ করা যাবে না। স্থানীয়দের ছবি তোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
✦ কোন ভাবেই কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
✦ সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন আমাদের সবার মাঝে থাকতে হবে।সবধরনের সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে হবে। তাহলেই এই ট্যুরটি আপনার জন্য একটি আজীবনের অর্জন হয়ে থাকবে।
🔶 যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
শরীফ (01674 948668)
আরিফ (01516124059)
লালন (01711312726)
পলাশ (01673898407)
সোহাগ (01670152610)
#Group_De_Madventurers_GDM
#a_Walk_to_Nature