🗣️ ডিবেট ডায়াস: যুক্তির মঞ্চ
🏛️বিতর্ক, যা যুক্তির আলোতে নিজেকে উপস্থাপন করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। যুক্তির এ জোয়ারে নিজের চিন্তাধারা ও যুক্তিরবাণ নিয়ে শব্দযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আরেক অনবদ্য সুযোগ নিয়ে আসছে "ডিবেট ডায়াস।"
✨ "কণ্ঠে তেজ, কথায় বিশ্বাস, জাগো তরুণ, বদলাও ইতিহাস।" ✨
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজের সুপ্ত প্রতিভা উপস্থাপনের এক অনন্য সুযোগ নিয়ে এসেছে বিতর্কের এক অনন্য প্লাটফর্ম ডিবেট ডায়াস। আপনার প্রতিভাকে তুলে ধরতেই এবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় ডিবেট ডায়াস নিয়ে আসছে:
🔥 ডি আই ইউ প্রেজেন্টস ডিবেট ডায়াস- আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫
📋 প্রতিযোগিতার বিস্তারিত:
🎓 ধরন: আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা (অবশ্যই একই কলেজের বিতার্কিক দ্বারা গঠিত প্রাতিষ্ঠানিক দল হতে হবে।)
📅 তারিখ: ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
🔢 দল সংখ্যা: ২৪ টি
🎙️ ফরম্যাট: এশিয়ান সংসদীয় বিতর্ক (বাংলা)
🔗 প্রি-রেজিট্রেশন লিংক:
https://forms.gle/rM81JozS7Uny4TQB7
রেজিস্ট্রেশন ফি:৯৫০ টাকা
📍 স্থান: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডি আই ইউ) ক্যাম্পাস, সাতারকুল, বাড্ডা, ঢাকা।
🏆 পুরস্কার:
🥇 চ্যাম্পিয়ন টিম: ১০,০০০ টাকা + ট্রফি
🥈 রানার্সআপ টিম: ৫,০০০ টাকা + ট্রফি
📜 বিঃদ্রঃ অংশগ্রহণকারী প্রতিটি দলের সদস্যদের জন্য সার্টিফিকেট ও অন্যান্য উপহার থাকবে।
⏳ টুর্নামেন্ট ডিটেইলস:
🔄 ৩টি ট্যাব রাউন্ড (২০ ডিসেম্বর)
⚔️ সেমিফাইনাল (২০ ডিসেম্বর)
🏁 ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান (২০ ডিসেম্বর)
📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
📱 01901992091 - Director
📱 01901992092 - Additional Director
📱 01707910616 - Campus Ambassador, Debate Dais (DIU)