ঈসালে সওয়াব মাহফিল ও ইসলামী মহাসম্মেলন
আলিফ আতর কোম্পানি এর সৌজন্যে আগামী ১৬.১১.২০২৫ তারিখ রোজ রবিবার, দক্ষিণখান কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ময়দান, মধুবাগ দক্ষিণখান, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ”ঈসালে সওয়াব মাহফিল ও ইসলামী মহাসম্মেলন”।
ঈসালে সওয়াব এবং কবর জিয়ারত সম্পর্কে নছিহত পেশ করবেন ও দু’আ করবেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ হানিফ জালন্ধরী (দা.বা.), মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, পাকিস্তান।
প্রধান অতিথি : শায়েখ আব্দুর রাউফ মক্কি দাঃ ডাঃ,
বিশেষ অতিথিদ্বয় : জাগ্রত কবি মুহিব খান ও মুফতী সাঈদ আহমদ (কলরব), এছাড়াও আলোচনায় পেশ করবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম।
উক্ত মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত। আরজগুজার এন্তেজামিয়া কমিটির পক্ষে, মুফতি বখতিয়ার হোসাইন সরদার।
স্থান : দক্ষিণখান কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ময়দান, মধুবাগ দক্ষিণখান, ঢাকা
তারিখ : ১৬ নভেম্বর ২০২৫ইং
রোজ : রবিবার, বাদ যোহর থেকে আরম্ভ
যোগাযোগ : মুফতি বখতিয়ার হোসাইন সরদার
ফোন : +880 1536-151673
কবরস্থানকে নেকির জায়গায় রূপান্তর করার মহতী উদ্যোগে আপনিও অংশ নিন।
”আসুন, সমাজ বদলাই অন্ধকার নয়, ফিরে আসি আলোর পথে”