🐟 🐟৯ম ইলিশ উৎসব ২০২৫🐟🐟
🐟#৭ই_নভেম্বর_রোজ_শুক্রবার 🐟
স্থান : # বর্ণচ্ছটা_রিসোর্ট_আশুলিয়া
প্রিয় ইলিশ লাভার বন্ধুরা,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে উৎসর্গ করে এবারের উৎসব উদযাপিত হবে । আমাদের ভাষা শহীদদের সাথে আমাদের শিশুদের পরিচয় করিয়ে দিতে আমাদের এই প্রচেষ্টা । শৈশবে ফিরে যাওয়ার যে উদগ্রীব মনোবাসনা মনের গহীনে উঁকিঝুঁকি মারে, জিবে জল এনে দেয়া বাঙালি খাবারের প্রতি আমাদের যে অকৃত্রিম আগ্রহ সেটাকে বাস্তবে রূপ দিতে, আমাদের শিশুদের দেশীয় খেলাধুলা, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের ৯ম উৎসব। থাকবে নতুন কিছু, নতুন চমক। ইলিশ এডমিনগন সবসময় উৎসবস্থল নির্বাচনকে অনেক গুরুত্ব দিয়ে থাকে । ঠিক এই কারনে গত ১৫ দিন ধরে চষে বেড়িয়েছি । ইলিশ উৎসবের জন্য এমন একটা রিসোর্ট ঠিক করেছি যা আপনাকে এমন একটা ফিল দিবে যে অনেকদিন স্মৃতির আঙিনায় হানা দিবে।। একটা কথা ইলিশ উৎসবে অনুষ্ঠানের মান, পরিচালনা, খাবার রেসিপি নির্ধারণ ইত্যাদি বিবেচনায় আমরা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক টিকেট বিক্রি করব। সুতারাং তোমরা যারা যাবে তারা আগেই কনফার্ম করে ফেলো যাতে আমাদের বিব্রত হতে না হয়। কাউকে যদি রেখে যেতে হয় তাহলে আমাদের খারাপ লাগবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বন্ধুরা আমাদের আয়োজনকে সার্থক করতে পরিবার, পরিজন, ছেলে-মেয়ে ও বন্ধু-বান্ধবদের নিয়ে যোগদান করবে ।
#রেজিস্ট্রেশন: শীঘ্রই ঘোষনা আসছে ।
উৎসব সূচীঃ ০৭/১১/২০২৫
১) ঢাকা শহরের বিভিন্ন লোকেশন হতে নিজস্ব বাসে সকাল ৭.০০ মি. যাত্রা রিসোর্ট এর উদ্দেশ্যে।
২) সকালের নাস্তা।
৩) দুপুরের খাবার
৪)বিকেলের নাস্তা
৫) উৎসবের গেঞ্জি
৬) প্যাডেল বোট
৭) সুইমিং পুলে গোসল
৮) কিডস জোন
৯) গ্রামীন খেলাধুলা
১০) সাংস্কৃতিক অনুষ্ঠান
১১) র্যাফেল ড্র
১২) ফিরতি যাত্রা সন্ধ্যা ৬ টায়
"উৎসবে হবে মজা হবে,
লয় হবে ক্ষণ কাল
স্মৃতির ফ্রেমে ইলিশ লাভার
থাকবে চিরকাল।"