⚠ এই ট্যুরে যারা যাবেন এই ব্যাপারে ১০০% নিশ্চিত হয়েই গোয়িং বাটনে ক্লিক করবেন। ট্যুরের আপডেট পেতে চাইলে ইন্টারেস্টেড বাটনে ক্লিক করে রাখুন।
একটি তুলনামূলকভাবে কম পরিচিত কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর ট্রেকিং গন্তব্য, যা নেপালের অন্নপূর্ণা পর্বতমালার উত্তরের দিকে অবস্থিত। নেপালের মাইয়াংদি জেলা (Myagdi District)–এর অন্তর্গত। এটি অন্নপূর্ণা I (Annapurna I – উচ্চতা ৮,০৯১ মিটার, বিশ্বের ১০ম উচ্চতম পর্বত)–এর উত্তর-পূর্ব ঢালে অবস্থিত।উচ্চতা প্রায় ৪,২০০ মিটার (প্রায়). এটি একটি অফবিট বা কম জনপ্রিয় ট্রেকিং রুট হিসেবে পরিচিত, মূলত অন্নপূর্ণা সার্কিট বা অন্নপূর্ণা বেইজ ক্যাম্প (সাউথ)–এর তুলনায়। সাধারণত এই পথটি কম ভ্রমণকারী ব্যবহার করে থাকেন, ফলে এটি অনেকটাই নির্জন, প্রাকৃতিক এবং "আনটাচড" অভিজ্ঞতা দেয়। ট্রেকিং শুরু হয় পোখারা থেকে বা Beni থেকে, তারপর Tatopani, Narchyang, এবং Humkhola হয়ে এগোতে হয়। পথে আপনি দেখতে পাবেন গ্রাম্য সংস্কৃতি, চমৎকার জলপ্রপাত, ঘন বন, পাহাড়ি পথ এবং হিমালয়ের স্নিগ্ধ রূপ। এটি থেকে অন্নপূর্ণা I পর্বতের উত্তর ফেস এবং Annapurna Glacier দেখা যায়।
🌐আমাদের ওয়েবসাইটঃ www.tourontobd.com
📄আমাদের ফেসবুক পেজের ঠিকানা :-
web.facebook.com/tourontobd/
👥আমাদের সকল ইভেন্ট দেখতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপে :-
web.facebook.com/groups/tourontotravellers/
👨🔧👨🔧আমাদের সাথে কেন ভ্রমণ করবেনঃ
==========================
➡ আমাদের পরিচালনা টিমে রয়েছে দক্ষ ট্যুর পরিচালক যার জন্য আপনার প্রতিটা ট্যুর নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন
➡ ট্যুরন্ত সব সময়ই সার্ভিসে বিশ্বাসী তাই আপনার সার্ভিসের গ্যারান্টি ট্যুরন্ত নিজেই দিয়ে থাকে
➡ আমাদের ট্যুরের যাবতীয় তথ্য ইভেন্ট ডিটেইলস এ আপনি পেয়ে যাবেন। তাই আমাদের হিডেন চার্জ বলে কিছু নেই ।
➡ আমাদের ট্যুর গুলো একেকটি পরিবার। তাই আপনি পরিবারের সাথে ভ্রমণ করলে যে পরিবেশ পাবেন আশা করি ট্যুরন্তের সাথে ভ্রমণেও সেরকম পরিবেশই থাকবে।
➡ ট্যুরন্ত সিকিউরিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। তাই পরিবার নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।
➡ মনে রাখবেন অল্প টাকায় ট্যুর কখনোই ভালো হয় না। কারন অল্প টাকার ট্যুরের সার্ভিস সবসময়ই খারাপ হয়।
🚀🚀ভ্রমণকালঃ
============
যাত্রাঃ জুলাই ৪, ২০২৫ ঢাকা থেকে কাঠমুন্ডু।
ফেরাঃ জুলাই ১২ , ২০২৫ কাঠমুন্ডু থেকে ঢাকা।
💰💰 ইভেন্ট ফিঃ
============
জনপ্রতি ৩৫০ ইউএস ডলার( কাঠমুন্ডু টু কাঠমুন্ডু)
এর সাথে এয়ার টিকেট এড হবে বুকিং এর তারিখে টিকেট রেট দেখে সব থেকে কম খরচে টিকেট করার সহযোগীতা করা হবে।
🔊🔊বুকিং সিস্টেম
*********************
বুকিং মানিঃ ১৫,০০০/- ( অফেরতযোগ্য)
💳💳আমাদের রয়েছে #EMI সুবিধা। যা গ্রহন করতে পারবেন ক্রেডিট কার্ড এর মাধ্যমে। ক্রেডিট কার্ড এর মাধ্যমে ৩, ৬ ও ১২ মাসের #EMI সুবিধা।
যেভাবে বুকিং করতে পারবেন :
===================
১। বিকাশ/নগদ/রকেটঃ 01877724798(পারসনাল),
২। Bank একাউন্টঃ
City Bank
একাউন্টঃTouronto Travelers Group
একাউন্ট নাম্বার: 1503372100001
একাউন্ট ব্রাঞ্চঃ Principle Branch
✔সরাসরি দিতে :-
🏠 ২০৪ ( লিফটের ২), ৬৪-৬৮ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কমলাপুর, মতিঝিল, ঢাকা - ১০০০।
🎟 এই টাকায় যা যা থাকছে:
===================
✅ কাঠমুন্ডু থেকে সকল প্রকার যানবাহন খরচ।
✅ প্রতিদিন ৩ বেলা মূল খাবার (ট্রেক চলাকালিন সময় ভেজ খাবার)
✅ গাইড ফি
✅ কাঠমান্ডু ও পোখরায় স্টান্ডার্ড মানের হোটেলে ১ রুমে ২ থেকে ৪ জন শেয়ারিং একোমোডেশন,ট্রেকের সময় ক্যাম্পিং করে থাকার ব্যাবস্থা (২ থেকে ৪ জন)
🎟 যা যা থাকছে না:
============
❌ প্লেন ফেয়ার
❌ রুট পারমিট
❌ হেলথ ইনস্যুরেন্স (যদি লাগে)
❌ পার্ক বিনোদন এবং রাইডের টিকেট
❌ কোন প্রকার রেস্কিউ খরচ
❌ পারসোনাল পোর্টার খরচ
❌ উপরে উল্লেখিত নয় এমন কোন খরচ
❌ ৯ম দিনের হোটেল ফি (যদি প্রয়োজন পড়ে)
📌📌 ইমার্জেন্সি ও এক্সিডেন্টাল টার্ম 📌📌
********************************************
আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে টিম লিডার সবার সাথে আলোচনা করেই পরবর্তী করনীয় ঠিক করবেন । ট্রেক আইটিনারি পরিবর্তন বা দুর্যোগকালীন পরিস্থিতিতে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
**কারো পোর্টার দরকার হলে ব্যবস্থা করা যাবে**
আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
===================
বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, হোটেল রিসর্ট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেস্টা করা হবে তার রিপ্লেসমেন্টের যদি মেনেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবেনা।
যদি প্রাকৃতিক দূর্যগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর কেন্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।আর কেউ যেতে না পারলে অবশ্যই বাকি যে টাকা আসে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।
আমাদের সেবা সমূহঃ
=============
💼 কর্পোরেট ট্যুর 👥 গ্রুপ ট্যুর
👪 ফ্যামিলি ট্যুর 🏢 কাষ্টমাইজ ট্যুর
⌛ ডে আউট ট্যুর 🚌 বাস টিকেট
🚢 শীপ টিকেট ✈ এয়ার টিকেট
📁 ভিসা প্রসেসিং ( ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই সহ আরো অনেক)
🚂 ভারতীয় অভ্যন্তরীন রেল টিকেট
🏨 হোটেল বা রিসোর্ট বুকিং
🧳 ট্রাভেল গিয়ার সহ ভ্রমনের সকল সমাধান।
*****নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন: 01897984004 , 01897984005, 01897984006
You may also like the following events from Touronto Travelers Group: