�� ULAB MSJ Alumni Association – ৫ বছরের পথচলা, এক অনন্য উদযাপন! ��
প্রিয় অ্যালামনাই পরিবার,
আপনাদের অফুরন্ত ভালোবাসা আর অবিরাম সমর্থনেই ULAB MSJ Alumni Association আজ গৌরবময় ৫ বছরে পদার্পণ করেছে! এই বিশেষ ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে আমরা আয়োজন করেছি এক বর্ণিল "Family Day & Alumni Get-Together"।
� তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
� স্থান: Lake View Resort, Savar
� কল্পনা করুন…
সকালবেলা ইউল্যাব থেকে একসাথে যাত্রা শুরু। বাস ভর্তি হাসি-আনন্দ, দেখা হওয়া পুরনো বন্ধুদের সাথে। � তারপর সাভারের সুন্দর Lake View Resort এ পৌঁছে যাবে সবাই। চারপাশে লেক, সবুজে ঘেরা এক চমৎকার পরিবেশ। আমরা একসাথে হবো গেমস, পুরস্কার, আর অসংখ্য সারপ্রাইজের মধ্য দিয়ে!
বিশেষ দিনে কী থাকছে আপনার জন্য?
� দিনভর আয়োজন:
� ইউল্যাব থেকে রিসোর্ট পর্যন্ত আরামদায়ক যাতায়াত।
� সকালের ব্রেকফাস্ট দিয়ে দিনের শুভ সূচনা।
� সুস্বাদু লাঞ্চের আয়োজন।
� সন্ধ্যায় মজাদার স্ন্যাকস।
� মজার সব গেমস ও চমকপ্রদ পুরস্কার।
� আকর্ষণীয় র�্যাফেল ড্র।
� আরও অসংখ্য সারপ্রাইজ আপনার অপেক্ষায়!
� রেজিস্ট্রেশন ফি :
* অ্যালামনাই ও গেস্ট: ২৫০০ টাকা (প্রতি জন)
* শিশু (৪ বছর বয়স পর্যন্ত): ফ্রি
* শিশু (৫–১২ বছর): ১২৫০ টাকা
� রেজিস্ট্রেশন লিংক:
আপনার আসন নিশ্চিত করতে নিচের লিঙ্কে ক্লিক করে ফর্মটি পূরণ করুন:
https://forms.gle/4YkGM7sGmh7wuJUR6
� রেজিস্ট্রেশন করলেই এক্সক্লুসিভ কিট:
� টি-শার্ট
� ব্র্যান্ডেড মগ
� পানির বোতল
� চাবির রিং
� মোবাইল ফোন স্ট্যান্ড
� এক্সক্লুসিভ অভিজ্ঞতা: সবচেয়ে দারুণ খবর হলো, পুরো রিসোর্ট সেদিন শুধুই আমাদের! কোনো বাইরের অতিথি থাকবে না—অর্থাৎ, দিনটি হবে একদম ULAB MSJ অ্যালামনাইদের রাজত্বে!
� এছাড়াও একটি বিশেষ সুযোগ... ৩০শে সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করলেই আপনি আপনি পাচ্ছেন আকর্ষনীয় অফার
�রেজিস্ট্রেশন চলবে আগামী ২০ অক্টোবর, ২০২৫ পর্যন্ত...