সুপ্রিয় রানার্স
শুভেচ্ছা নিবেন।
আগামী ০৫/০৯/২০২৫, রোজ শুক্রবার, দীর্ঘ দূরত্বের দৌড়ের আয়োজন হচ্ছে। সবার অংশগ্রহণ একান্ত কাম্য।
টাংগাইল রানার্স মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে।
টাংগাইলে শহিদ মিনার থেকে দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। যারা ফুল ম্যারাথন সম্পন্ন করতে ইচ্ছুক, তাদের জন্য ভালো একটা সুযোগ। চলুন, নিজেদের ব্যবস্থাপনায় নিজেরাই ফুল ম্যারাথন সম্পন্ন করি। আমরা অনেকেই জানি, দেশের বেশ কিছু বিখ্যাত ইভেন্টে দীর্ঘ দূরত্বের দৌড়ে অংশগ্রহণের ক্ষেত্রে দৌড়ের ডাটা চায়। তাই যারা আসন্ন দীর্ঘ দূরত্বের দৌড়ের ইভেন্টগুলোতে অংশগ্রহণ করার প্ল্যান করতেছেন তাদের জন্য এই দীর্ঘ দূরত্বের দৌড়টা ভীষণ জরুরি।
দূরত্ব দেখে বিচলিত হওয়ার কারণ নেই। সবাই তার সামর্থ্য অনুযায়ী দৌড়াতে পারবেন। শারীরিক ও মানসিক অবস্থা বুঝে বাকি পথ সিএনজি/ অটো দিয়ে অনায়েসে চলে যেতে পারবেন।
প্রত্যাশা করি, আগামী দীর্ঘ দূরত্বের দৌড়ের ইভেন্টগুলোতে গ্রুপ থেকে উল্লেখযোগ্য সংখ্যক রানার অংশগ্রহণের সুযোগ পাবে এবং সুস্থতার সহিত ফিনিশ করে জেলার নাম সমুন্নত রাখবে।
আগামী ১৬/০৮/২০২৫, রোজ শনিবার, সাইকেল নিয়ে রানিং ট্রেক রেকি করতে যাবো। আমাদের গ্রুপে অনেক সাইকেলিস্ট আছেন,তাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানাই- সহযাত্রী হয়ে সহযোগিতা করবেন।
* চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত মতামত/আলোচনা/পরিকল্পনা চলতে থাকবে। আগামী মাসের শুরু থেকে আমরা পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনযোগ দিবো।
* সবাই সবার মতামত দিবেন। কে, কিভাবে এই আয়োজনে অংশ নিতে চাচ্ছেন সেটা জানাটা জরুরি। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা এবং দায়িত্ব বন্টন করে নিবো।
ধন্যবাদ ও শুভকামনা।