ভূমি হারিয়ে, ভাষা হারিয়ে, বর্বরতার স্রোতে ভেসে যাচ্ছে এদেশের আদিবাসী জনগোষ্ঠীর স্মৃতি, সংস্কৃতি, তাদের যাপিত জীবনের বাস্তবতা। উপনিবেশিক ব্রিটিশ আমলের পর যুগে যুগে এই অঞ্চলে শাসক বদলেছে, শুধু বদলায়নি পাহাড়ের জীবনপ্রবাহের আদিম রক্তিম ধারা। মাটি ও মোহনার সাথে মিশে থাকা মানুষগুলোর আত্মপরিচয়ের বয়ান মুছে ফেলে সে জায়গায় উপ্ত হয় সংখ্যাগরিষ্ঠ শ্রেণির পছন্দসই ইতিহাস। তবু পাহাড়ের বুকে চাপা পড়া কণ্ঠস্বরগুলো ফিরে ফিরে আসে লেখকের কলমে, শিল্পীর তুলির আঁচড়ে, ফিরে আসে চলচ্চিত্রের পর্দায়। চলচ্চিত্রের ভাষা হয়ে ওঠে আশ্রয়, দৃশ্য হয়ে ওঠে প্রতিরোধের কবিতা।
আগামী ১২ অক্টোবর, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করতে চলেছে ‘রিলস অব রেজিস্ট্যান্স: ভয়েসেজ ফ্রম দ্য হিল ট্র্যাক্টস’ শীর্ষক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী। পাহাড়ের মানুষের সংগ্রামের গল্প ও প্রতিরোধের প্রতিচ্ছবি ফুটে উঠুক সিনেমায়।
সময়সূচি:
মর থেংগারি/মাই বাইসাইকেল (২০১৫)
পরিচালক: অং রাখাইন
দৈর্ঘ্য: ০১ ঘণ্টা ০১ মিনিট
সময়: সন্ধ্যা ০৭.০০টা
কিওরি পেক্রা উয়্যু/ডিয়ার মাদার (২০২৩)
পরিচালক: এস কে শুভ সাদিক
দৈর্ঘ্য: ০১ ঘণ্টা ০৭ মিনিট
সময়: রাত ০৮.১৫টা
স্থান: সুইমিং পুল, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়।
*প্রদর্শনীটি সকলের জন্যে উন্মুক্ত