🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/Hvv3WpUfHLSfrRw18
👉 ২২ আগস্টের ওয়ার্কশপে পার্টিসিপেন্টদের চমৎকার রেসপন্স এবং অনেকের রিকুয়েস্টের পর আমরা আবারও আয়োজন করছি ফাইন্যান্সিয়াল মডেলিং ওয়ার্কশপ, ১৯ সেপ্টেম্বরে।
📌 Financial Modeling এখন আর “nice-to-have” না - এটা আপনার ক্যারিয়ারের “must-have” স্কিলের মধ্যে পড়ে।
একটা সলিড ফিনান্সিয়াল মডেল মানেই - ডেটা দিয়ে ডিসিশন নেয়া, রিস্ক বুঝে এগিয়ে যাওয়া, আর ইনভেস্টর বা ম্যানেজমেন্টকে কনভিন্স করার মত পাওয়ারফুল ইনসাইট আপনার হাতে থাকা। এটা শুধু এক্সেল ফর্মুলা না—এটা আপনার ক্যারিয়ারের ল্যাংগুয়েজ যেটা না জানলে আপনি কথা বলবেন, কিন্তু কেউ শুনবে না।
ব্যাংকার, ফ্রেশ গ্র্যাজুয়েট, কর্পোরেট এমপ্লয়ি, বিজনেস প্রফেশনাল বা স্টার্টআপ ফাউন্ডার, ম্যানেজার—সবাই যেকোনো বিজনেস ডিসিশন নিতে গিয়ে যেটা মিস করেন, তা হলো:
👉 ফিউচারের জন্য ক্লিয়ার ফিনান্সিয়াল প্রেডিকশন
👉 ডিসিশন নেওয়ার আগে রিস্ক ও ভ্যালু সঠিকভাবে বোঝা
👉 ইনভেস্টর বা ম্যানেজমেন্টকে কনভিন্স করার মতো শক্তিশালী প্রজেকশন
আর তাই Interactive Cares আয়োজন করেছে একটি এক্সক্লুসিভ অফলাইন হ্যান্ডস-অন ওয়ার্কশপ — যেখানে আপনি শুধু শিখবেন না, বরং হাতে-কলমে রিয়েল বিজনেস প্রবলেম সলভ করবেন।
Excel-এ লাইভ মডেল বানানো, রিয়েল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, রিস্ক অ্যানালাইসিস, এবং ডেটা থেকে কনভিন্সিং প্রজেকশন তৈরি—সব কিছুই শেখানো হবে প্র্যাকটিক্যাল পদ্ধতিতে।
এই ওয়ার্কশপটি এমনভাবে ডিজাইন করা, যাতে আপনি শুধু থিওরেটিকাল নলেজ না, বরং রিয়েল বিজনেস ডিসিশন নিতে পারেন।
📌 ওয়ার্কশপ টপিক: Financial Modeling & Valuation
📍 লোকেশন: Interactive Cares Learning Center, Khan ABC Tradeplex, Level #7, House #37, Road #02, Dhanmondi 2, Dhaka-1209
🕒 সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, দুপুর ৩:০০ - ৬:০০
🎯 ফরম্যাট: ৩ ঘণ্টার ইনটেন্সিভ ওয়ার্কশপ
👨🏻🏫 ইন্সট্রাকটর: আকরামুল আলম
CIMA Part-Qualified (UK)
Head of Research, Royal Capital Ltd.
📌 এই ওয়ার্কশপে যা শিখবেন:
✅ Accounting cycle থেকে শুরু করে কিভাবে Financial Statements ব্যাখ্যা করতে হয়
✅ Profitability, Liquidity, Cash Flow & Risk বুঝতে Ratio & Trend Analysis
✅ CAGR, Forecasting & Zero-Based Budgeting দিয়ে Growth Planning
✅ Balance Sheet ও P&L এর Future Projection কীভাবে করবেন
✅ Free Cash Flow ও Cost-Volume-Profit (CVP) Analysis দিয়ে Strategic Plan বানানো
✅ Forensic Financials, Beanish M Score, IFRS & IAS Understanding
✅ DCF, Relative Valuation & Sensitivity Analysis দিয়ে Accurate Equity Valuation
✅ রিয়েল কেস দিয়ে Hands-on Excel Modeling
📌 এই ওয়ার্কশপে অংশ নেয়ার পর আপনি:
🔹 Business বা Product এর আসল ফিনান্সিয়াল ভ্যালু বুঝতে পারবেন
🔹 ভবিষ্যতের Cash Flow, Revenue & Profitability কেমন হবে সেটা প্ল্যান করতে পারবেন
🔹 Excel এর মাধ্যমে রিয়েল Financial Model বানাতে পারবেন
🔹 ইন্টারভিউ, রিপোর্টিং বা প্রেজেন্টেশনে, সবক্ষেত্রেই ডেটা-সেন্ট্রিক কন্ট্রিবিউশন করতে পারবেন
🔹 ফিনান্স শেখার আগে যে ভয় ছিল—তা পুরোপুরি কেটে যাবে!
📌 কাদের জন্য পারফেক্ট এই ওয়ার্কশপ?
✔ ব্যাংকার বা ইনভেস্টমেন্ট এনালিস্ট হতে চাচ্ছেন
✔ কর্পোরেট এমপ্লয়ি বা ফিনান্স টিমের মেম্বার
✔ ফাইনাল ইয়ার বা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা জব মার্কেটে এগিয়ে থাকতে চায়
✔ বিজনেস ফাউন্ডার বা অপারেশন ম্যানেজার—যারা তাদের বটম লাইন বুঝে ডিসিশন নিতে চায়
✔ BBA, MBA, ACCA, CFA বা CIMA স্টুডেন্ট—যারা রিয়েল অ্যাপ্লিকেশন শিখতে চায়
📌 আমরা বলছি না এটা ‘nice-to-have’ স্কিল—ফাইন্যানসিয়াল মডেলিং এখন ‘must-survive’ স্কিল। বিশ্বজুড়ে Decision-makers ফিনান্সিয়াল মডেলিং জানে, কারণ ডেটা ছাড়া আর কেউ কাউকে বিশ্বাস করে না।
📌 রেজিস্ট্রেশন ডেডলাইন: ১৮ সেপ্টেম্বর ২০২৫
সিট সংখ্যা সীমিত।
👉 ফিনান্সিয়াল ডিসিশনে নিজের কনফিডেন্স, ক্যারিয়ারে নিজের ভ্যালু, আর বিজনেসে নিজের ইম্প্যাক্ট বাড়াতে এখনই জয়েন করুন এই এক্সক্লুসিভ অফলাইন ওয়ার্কশপে!
You may also like the following events from Interactive Cares:
- This Saturday, 6th September, 03:00 pm, ফ্রি ওয়েবিনার: Python দিয়ে বানান আপনার প্রথম ওয়েব অ্যাপ: বেসিক থেকে লাইভ স্টোরি জেনারেটর in Dhaka, Bangladesh
- Next Tuesday, 9th September, 03:00 pm, Free Webinar on Python Workflow: Data Cleaning থেকে Insightful Visualization in Dhaka, Bangladesh
- Next Wednesday, 10th September, 03:00 pm, Free Webinar: Learn the Demand & Guidelines for WordPress Multi-Vendor Plugin in Dhaka, Bangladesh