আসসালামু আলাইকুম।
আমাদের বেসিক লেদার এবং লেদার গুডস ট্রেনিং ওয়ার্কশপের প্রথম পাঁচটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। ওয়ার্কশপ গুলোতে অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
অংশগ্রহণকারী আবেদনের সংখ্যা অনেক বেশি থাকলেও আমরা শুধুমাত্র ১৩ থেকে ১৪ জনকে এই ওয়ার্কশপে সুযোগ করে দিতে পারছি। যারা পঞ্চম ব্যাচে অংশগ্রহণ করতে পারেননি তাদেরকে ষষ্ঠ বেচে অংশগ্রহণ করতে অনুরোধ করছি।
যেহেতু আসন সংখ্যা সীমিত আগে রেজিস্ট্রেশন করলে আগে গুরুত্ব দেয়া হবে।
� তারিখঃ ২৬ সেপ্টেম্বর ২০২৫।
� সময়ঃ ১০:০০ থেকে ০৫:০০ (দিন ব্যাপি ওয়ার্কশপ)
� স্থান : টোকিও লেদার টেক। ১২৮, টেকপাড়া, পাগাড়, বিসিক, টংগী, গাজীপুর।
� আসন সংখ্যা ঃ ১৫ জন।
কারা অংশগ্রহণ করবেন?
যদি আপনি লেদার এবং লেদার গুডস নিয়ে মার্কেটে কাজ করে থাকেন, অথবা নতুন লেদার গুডস নিয়ে মার্কেটে কাজ করতে চান, একটি অনলাইন রেটেল শপ তৈরি করতে চান, DIY হ্যান্ড মেড লেদার গুড তৈরি করতে চান, লোকাল মার্কেটে লেদারের সোর্সিং সম্বন্ধে জানতে চান, অথবা হ্যান্ডমেড আর্টিকেলের জন্য যে ধরনের টুলস প্রয়োজন এবং তার ব্যবহার সম্বন্ধে জানতে চান তাহলে ওয়ার্কসপ টি আপনার জন্য।
�রেজিস্ট্রেশন ফি - ১২৫০/- টাকা।
রেজিস্ট্রেশন করতে-
নাম, বয়স, পেশা, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল ও পেমেন্ট প্রুফ সেন্ড করুন what's app নম্বরে।
01926-992828 অথবা
01782-438069
বিকাশ পারসোনাল- 01926992828
Bank Account-
TOKYO LEATHER TECH
DUTCH BANGLA BANK
A/C No: 1791100037499
Tongi Branch
�বিস্তারিত জানতে
01782697610 Mr. Alomgir Hossain
01826992828 Shojol Hassan
Also check out other Workshops in Dhaka.