KBS GRAND TOUR 04, 15 January | Event in Dhaka | AllEvents

KBS GRAND TOUR 04

Samsul Islam Sohag

Highlights

Thu, 15 Jan, 2026 at 02:30 pm

Expeditions to Rangamati - Bandarban and Cox's bazaar

Advertisement

Date & Location

Thu, 15 Jan, 2026 at 02:30 pm - Mon, 19 Jan, 2026 at 01:30 pm (BST)

Expeditions to Rangamati - Bandarban and Cox's bazaar

Amdia Union Rd, Narsingdi, Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

KBS GRAND TOUR 04
আসসালামু আলাইকুম,

"কুড়িগ্রাম বাস সিনারিও" পরিবারের প্রিয় ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন। একজন ভ্রমণ পিপাসু বাস লাভারের জন্য সব থেকে আনন্দের বিষয় হচ্ছে বাস ভ্রমণ। আর এই জন্যে কুড়িগ্রাম বাস সিনারিও পরিবার তাদের সদস্যদের সেই আনন্দের স্বাদ দিতে ৪র্থ বারের মতো ট্যুরের আয়োজন করতে চলেছে।শীতকালে একটা ট্যুর না দিলেই নয়! একসাথে দলবদ্ধভাবে বাস ভ্রমন এবং দর্শনীয় স্থান দেখা সব মিলিয়ে আনন্দময় ও উপভোগ্য সময় উপহার দেওয়াই আমাদের ট্যুরের লক্ষ্য।

🌼 আমরা যেহুতু ৪র্থ বারের মত ট্যুর আয়োজন করতে যাচ্ছি সুতরাং আপনাদের সহযোগিতা এবং দোয়ায় সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে চাই। ইন শা আল্লাহ্ এরই আশায় আগামী মাসের অর্থাৎ জানুয়ারি এর ১৫/০১/২০২৬ তারিখ আমরা "কুড়িগ্রাম বাস সিনারিও" এর ৩ দিনের একটি ট্যুর আয়োজন করতে যাচ্ছি। আমাদের ট্যুরের স্থান নির্ধারণ করা হয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এর নগরী কক্সবাজার & লেকে ঘেড়া শহর রাঙ্গামাটি ।

🛣️ ট্যুরের বাস হিসেবে কুড়িগ্রামের কোনো এক ব্যানারের ওয়ানজে বাস ট্যুরে নেওয়া হবে।

🗾 ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
১৫/০১/২০২৬ ইং দুপুরবেলা কুড়িগ্রাম থেকে দুপুরে ২.৩০ ঘটিকায় রওনা দিয়ে ঢাকা হতে রাত (গাবতলি) ১১ঃ৩০ টার দিকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা করব। সবকিছু ঠিক ঠাক থাকলে ইনশাআল্লাহ পরদিন সকাল ০৭ঃ-০০ ঘটিকায় রাঙ্গামাটি পৌঁছাবো।

⏩ তো বাস থেকে নেমেই আমরা ফ্রেশ হয়ে সবাই একত্রে সকালে নাস্তা করে নিব।এর পর নৌকা রিজার্ভ করে বাহির হয়ে পড়বো লেক ভ্রমণের জন্য। দুপুরের খাবার আমরা নিজেদের মত খেয়ে নিব। এরপর সন্ধা অবদি রাঙ্গামাটি ঘুড়ে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব রাঙ্গামাটি শহর থেকে।
অতঃপর রাতে আমরা কক্সবাজারে নির্ধারিত হোটেলে রাতের খানা দানা করে হোটেল রুমে রেস্ট করব। সকালে উঠে নাস্তা করে সবাই রওনা দিব আমাদের ২য় ভ্রমণ স্পর্ট কক্সবাজারের বিভিন্ন স্পট ঘুড়তে। ঘুরাঘুরির মাঝে নিজেদের মত করে আমরা দুপুরের খাবার খেয়ে নিব।

তো মূল কথায় ফেরা যাক দুপুরের খাবার শেষ করে আমরা যথারীতি কেউ চাইলে এসে হোটেল রুমে বিশ্রাম করতে পারি বা চাইলে যে যার যার মতো বাকি দর্শনীয় স্থান গুলো দেখে আসতে পারি আর চাইলে সমুদ্রের পাড়ে হেটে সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারি । সারাদিন ঘুরাঘুরি শেষ করে বিকেলের সমুদ্রপাড়ের সূর্যাস্ত 🌅 উপভোগ করে রাতের খানা খেয়ে নিব । তারপর আমরা আশে পাশের মার্কেটে যেয়ে টুকিটাকি কিছু কিনতে পারি। এর জন্য রয়েছে আশে পাশে অসংখ্য ছোট ছোট দোকান।আমরা সেই রাত কক্সবাজার থাকবো এবং পরের দিন অর্থাৎ রবিবার সকালে উঠে নাস্তা করে আবার হোটেলে ফেরত এসে নির্ধারিত টাইমের আগেই (সকাল ১১ টা) চেক আউট করে ব্যাগ গুলো রেখে আবার নিজেদের মত ঘুড়তে বাহির হয়ে পড়ব। ঘুরাঘুরি শেষ করে রাতের খানা দানা খেয়ে আমরা রওনা করব কুড়িগ্রামের উদ্দেশ্যে।

▶️ এবারের ট্যুরের চাঁদা ৫৫০০/- জনপ্রতি নির্ধারণ করা হয়েছে কুড়িগ্রাম থেকে। ( বিকাশ/নগদে/রকেটে দিলে খরচসহ দিবেন)

⛱️টুরের স্থানঃরাঙ্গামাটি & কক্সবাজার।

তারিখঃ ১৫-০১-২০২৬ ইং রোজ বৃহস্পতিবার ।

ট্যুরের যাবতীয় ব্যায়ের মধ্যে যেসব অন্তর্ভুক্ত থাকছেঃ

বাস ভাড়া,
কক্সবাজারে দুইরাত হোটেল ভাড়া,
৭ বেলার খানা দানা,

যা যা ট্যুরের খরচের বাহিরে থাকছেঃ

ব্যক্তিগত খরচ,
যাত্রা পথে রাস্তায় খাবার খরচ,
দর্শনীয় স্থানের প্রবেশ ফি,
নৌকা ভ্রমনের খরচ,
ইভেন্টে অন্তর্ভুক্ত নয় এমন খরচ!


🔘🔘 বিশেষ শর্তাবলীঃ
১। অবশ্যই এন আই ডি কার্ডের ফটোকপি আনতে হবে। (ট্যুরের দিন)

***টাকা জমা দেওয়ার শেষ তারিখঃ ১০/০১/২০২৬ ইং। ট্যুর সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে বা টাকা পাঠানোর জন্য (বিকাশ,নগদ) নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন।

Seyam - 01641939604 (বিকাশ)
Sunvi - 01716463103 (বিকাশ/নগদ)
Sohag - 01797974941 (বিকাশ/নগদ/রকেট)

আগামীকাল দুপুর ১২ঃ০০ থেকে টাকা পাঠানো যাবে। টাকা পাঠানোর পরে অবশ্যই ফোন করে নিশ্চিত করতে অনুরোধ করা হল। এবং রেফারেন্স নাম্বারে অবশ্যই আপনার নাম দেওয়ার অনুরোধ রইল।

⚠️ উল্লেখ্য আগে টাকা পাঠানোর ভিত্তিতে আসন নিশ্চিত হবে মানে আলফা/বাংলা/চায়না/ঢাকা।

➡️➡️ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাস একটিই বরাদ্দ তাই দ্বিতীয় বাস নেয়ার সুযোগ থাকছে না তাই অতিসত্বর সিট নিশ্চিত করার আহবান জানানো যাচ্ছে।
ট্যুরের প্রত্যেক মেম্বারকে অবশ্যই ভোটার আইডি কার্ড বহন করতে হবে।
প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ বা নিষিদ্ধ পণ্য বা দ্রব্য বহনহেতু কোনরুপ ঝামেলায় সম্পৃক্ত হলে আইন শৃঙ্খলাবাহিনী কোন প্রকার ব্যবস্থা নিলে কুড়িগ্রাম বাস সিনারিও দায় নিবে না।
আপনাদের একটি সুন্দর ও নিরাপদ বাস ভ্রমণ উপহার দিতে আমরা টিম কুড়িগ্রাম বাস সিনারিও প্রতীজ্ঞাবদ্ধ। আপনারা সবাই আমন্ত্রিত, আপনাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে কুড়িগ্রাম বাস সিনারিও এর ট্যুরটি সফল ও আনন্দময় হবে ইন শা আল্লাহ্।

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Expeditions to Rangamati - Bandarban and Cox's bazaar, Amdia Union Rd, Narsingdi,Dhaka, Bangladesh
Get updates and reminders
Ask AI if this event suits you

Host Details

Samsul Islam Sohag

Samsul Islam Sohag

Are you the host? Claim Event

Advertisement
KBS GRAND TOUR 04, 15 January | Event in Dhaka | AllEvents
KBS GRAND TOUR 04
Thu, 15 Jan, 2026 at 02:30 pm