পঞ্চগড়ের বাইরে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে আমরা আয়োজন করেছি একটি মতবিনিময় সভা।
এই আয়োজনে থাকছে একটি অনুপ্রেরণামূলক সেমিনার “Job Search Is Easy”।
তারিখ ও সময়:
🗓️ শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
🕙 সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত
📍স্থান: Icon Elan, House 29/B, Road 7, Dhanmondi Residential Area, Dhaka 1209
সভার উদ্দেশ্য:
১. অংশগ্রহণকারীদের শিক্ষা ও জীবনের সুবিধা–অসুবিধা নিয়ে মতবিনিময়
২. পঞ্চগড়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উন্নয়ন ও উৎকর্ষ সাধনে ভূমিকা নির্ধারণ
বিশেষ আয়োজন:
💼 সেমিনার: “Job Search Is Easy”
এই সেমিনারটি শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখবে।
রেজিস্ট্রেশন:
📲 QR Code বা প্রদত্ত লিঙ্ক ব্যবহার করে দ্রুত রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/5LEW5FTZyfX4S4ft8
⚠️ আসন সংখ্যা সীমিত, তাই আগে নিবন্ধন সম্পন্ন করুন।
আমন্ত্রণ:
আপনাকে এই অনুপ্রেরণামূলক ও তথ্যবহুল আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
একসাথে ভাবি, একসাথে এগিয়ে যাই পঞ্চগড়ের জন্য। 🌿