⚠️বিসমিল্লাহির রাহমানির রাহিম⚠️
BD Bus Nation Grand Touring - 01
📌 আসসালামু আলাইকুম প্রিয় গ্রুপবাসী কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন!
আপনাদের জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ' BD Bus Nation ' থেকে একটি টুরের আয়োজন করেছি ' আর হ্যাঁ এটিই কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এর পক্ষ থেকে ১ম নাম্বার টুর" তারই প্রেক্ষিতে আগামী নভেম্বর মাসে আপনাদের সবার প্রিয় ' BD Bus Nation ' অফিসিয়াল ফেসবুক গ্রুপ এর পক্ষ থেকে টুরের আয়োজন করেছি! 😍
আমাদের এবারের ট্যুর স্পট নির্ধারণ করা হয়েছে কক্সবাজার । আমাদের ট্যুরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩,অক্টোবর,২০২৫, বৃহস্পতিবার!
ট্যুরের চাঁদা নির্ধারণ করা হয়েছে ২৫০০/- টাকা' কমপক্ষে ১০০০টাকা ( অফেরতযোগ্য ) দিয়ে বুকিং করতে হবে!
🔰সময়ঃ ২ রাত ১ দিন
📌ট্যুর প্যাকেজে যা যা থাকবেঃ
➡️ঢাকা-কক্সবাজার , কক্সবাজার-ঢাকা আসা যাওয়ার বাস ভাড়া।
➡️ হোটেল রুম (শেয়ারিং রুম)।
🌺 নামাজের জন্য ১০ মিনিট বিরতি দেওয়া হবে!
📌 ট্যুরে যা যা থাকবে না
🔰 আপনাদের কোনো রকম ব্যক্তিগত খরচ।
🔰 যাত্রা পথে হোটেল ব্রেকের খরচ।
🔰 কোনো প্রকার খাবার খরচ।
🔈টাকা জমা দেয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর🔈
⚠️ টাকা পাঠানোর মাধ্যম :
🔰 Nayem Hasan (Shuvo) :- [ 01985238175 ] Nagad And Bkash
🚫 সতর্কতা : আমার দেওয়া নাম্বার ব্যতিত অন্য কোনো নাম্বার এ টাকা পাঠানো ' অন্য কোনো লোকের কথা ধরে অন্য কোনো নাম্বার এ টাকা পাঠানো থেকে বিরত থাকুন এতে করে " আমাদের গ্রুপ এর এডমিন প্যনেল দায়ি থাকবেনা। অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার দেওয়া নাম্বার এ যোগাযোগ করে টাকা কনফার্ম করুন ' অথবা আমাদের গ্রুপ এর এডমিন প্যনেল এর সাথে যোগাযোগ করুন টাকা পাঠানোর আগে ধন্যবাদ! 🖤