EducationAid Bangladesh কতৃক আয়োজিত "Baby’s Day Out in Nature” আবারো নিয়ে এসেছে প্রকৃতির মাঝে শিশুদের জন্য আরো একটি আউটডোর ইভেন্ট। শিশুদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া, ঘাস-মাটি-বালি-পাথরের অনুভূতি দেওয়া, এবং পরিবারসহ প্রকৃতিতে সময় কাটানোর আনন্দ দেওয়াই এই ইভেন্টের মূল উদ্দেশ্য। ৪+ বছর বয়সী যেকোন শিশু সাথে একজন অভিভাবক নিয়ে চলে আসতে পারবে এই আয়োজনে।
📅 তারিখ: ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার।
🕘 সময়: সকাল ৯.৩০ টা - ১১টা
📍 স্থান: জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন), মিরপুর, ঢাকা।
👧👦 বয়সসীমা: ৪+
রেজিস্ট্রেশন লিংক -
https://forms.gle/99Hp7k1P8ABXNF1i7
রেজিস্ট্রেশন ফি - ২০০ টাকা
রেজিস্ট্রেশন ফি পেমেন্ট -
বিকাশ - 01799243677 (পেমেন্ট)
যা থাকছে ইভেন্টে:
✅ খালি পায়ে হাঁটার অভিজ্ঞতা
✅ প্রকৃতিতে মজার খেলা
যা আনবেন:
* আরামদায়ক পোশাক
* দুই ফিতা/ ফিতাওয়ালা জুতা
* পানির বোতল
* টুপি বা ছাতা
সম্প্রতি জাতীয় উদ্ভিদ উদ্যান খালিপায়ে হাঁটার জন্য একটি ট্রেইল নির্মান করা হয়েছে। ট্রেইলটিতে একাধিক সেগমেন্ট আছে, ভিন্ন ভিন্ন সেগমেন্ট ভিন্ন ভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী। উক্ত ট্রেইলে শিশুদের খালিপায়ে হাঁটা ও প্রকৃতিকে কেন্দ্র করে মজার খেলা থাকছে এই আয়োজনে।