"যুক্তিই বল, যুক্তিই শক্তি, যুক্তিই দিবে মোদের আঁধার থেকে মুক্তি।"
এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার পর নতুন উদ্যমে, নতুন প্রজন্মের হাত ধরে যুক্তির লড়াইয়ে ফিরে এসেছে ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (EUDC)।
২০১৩ সালের পর EUDC আবারও দেশের তরুণদের মাঝে যুক্তির শিখা জ্বালাতে আয়োজন হতে যাচ্ছে ২য় EUDC ন্যাশনাল ডিবেট কম্পিটিশন।
এটি শুধু একটি টুর্নামেন্ট নয়—এটি বহু মানুষের আশা, স্বপ্ন আর প্রত্যাশার মঞ্চ, যেখানে যুক্তির মেলায় দেখা হবে আপনাদের সঙ্গে।
নতুন প্রজন্ম নতুন যুক্তি দিয়ে খুঁজে নেবে নতুন আলো।
চলুন, যুক্তির আলো ছড়িয়ে দিই পুরো বাংলাদেশে!
বিস্তারিত :
তারিখ:
২৫ জুলাই ২০২৫- আন্ত: বিশ্ববিদ্যালয়
০৮ আগস্ট ২০২৫- আন্ত:কলেজ
ফাইনালঃ- ১০ আগস্ট ২০২৫।
টিম ক্যাপ :
আন্ত:ক্লাব (বিশ্ববিদ্যালয় পর্যায়) -৩২টি
আন্ত: ক্লাব (কলেজ পর্যায়) - ২৮টি
ফরম্যাট : বাংলা এশিয়ান পার্লামেন্টারি
রেজিষ্ট্রেশন ফি :
আন্ত:ক্লাব (বিশ্ববিদ্যালয় পর্যায়)- ২০৪০/- টাকা মাত্র
আন্ত: ক্লাব (কলেজ পর্যায়)- ১২১০/- টাকা মাত্র
যে কোন প্রয়োজনে যোগাযোগ -
Syed Sabet Ebne Mahmud
President, EUDC
Phone: 01307140200
Fb Id:
https://www.facebook.com/share/1AbBcJZLKF/
Alif Asfak
General Secretary, EUDC
Phone: 01319780279
Fb Id:
https://www.facebook.com/share/16CDrYVHsG/
Also check out other Contests in Dhaka.