#লাংলোক_লিক্ষ্যং_শৈংগং_ও_কুমারি_ঝর্ণা_ট্যুর। এবার যাচ্ছি আমরা বান্দরবানের থানচি উপজেলার অনিন্দ্য সুন্দর কয়েকটি ঝর্ণা লাংলোক, লিক্ষ্যং, শৈংগং ও কুমারি ঝর্ণা দেখতে । সারাজীবন মনে রাখার মত অসাধারন দুটি রাত পাহাড়ের চূড়ায় পাহাড়িদের বাসায় কাটাতে এবং ট্যুরের কিছু সুন্দর মুহূর্ত স্মৃতির পাতায় ধরে রাখতে চাইলে আপনাকে যেতে হবে আমাদের সাথে এই ট্যুরে বান্দরবানের থানচির গহীনে।
.
💥যাত্রার তারিখঃ ১৭ জুলাই ( বৃহস্পতিবার ) , রাত ১০:০০ টায় সায়দাবাদ থেকে।
💥ফেরার তারিখঃ ২১ জুলাই ( সোমবার ), ভোর ৬:০০ টা ( ঢাকায় থাকব ইনশাআল্লাহ )। ৪ রাত ৩ দিনের ট্যুর। পাহাড়ে দুই রাত থাকা।
.
💥ভ্রমণ খরচঃ ৭৯৯০/- টাকা প্রতি জন ( মোট ৪ রাত ৩ দিনের ট্যুর )
চট্টগ্রাম থেকে ৬৫০০ টাকা জনপ্রতি।
.
💥ট্যুরের বিস্তারিত জানতে বা বুকিং দিতে যোগাযোগঃ খালিদ- 01713331393,
বিকাশঃ 01716595556 (পার্সোনাল)।
.
💥আপনাকে ২০০০ টাকা দিয়ে বুকিং দিতে হবে যা অফেরত যোগ্য। বিকাশে পেমেন্ট করলে চার্জসহ ২০৪০ টাকা। বিকাশ নাম্বারঃ 01716-595556 (পার্সোনাল)। টাকা পাঠিয়ে এই নাম্বারে ( 01713331393) কল বা এস এম এস করে কনফার্ম করতে হবে। বাকি টাকা ভ্রমণের দিন বাসে উঠার আগেই প্রদান করতে হবে।
.
💥ব্যাংক একাউন্টেও টাকা জমা দিতে পারেনঃ
Bank Name: Dutch-Bangla Bank Limited
Branch Name: Nayabazar Branch, Dhaka.
Account Name: Khalid Hossen
Account Number: 136 101 0062943
.
💥পাহাড়ের ট্যুর যারা পছন্দ করেন তাদের জন্য এই ট্যুর। মোটমাটি লম্বা সময় রোদ বৃষ্টি মাথায় নিয়ে হাটার মন মানসিকতা যাদের আছে তারাই এই ট্যুরে জয়েন করতে পারবেন। রাতে ট্রেকিং করা লাগতে পারে। রান্না বান্নায় সাহায্য করা লাগতে পারে। এই ট্যুরে আমরা দেখবো বাংলাদেশ এর সবচেয়ে উচু ঝর্ণা লাংলোক বা লিলুক। সাথে থাকবে আরো অনেক ঝর্না ঝিরি।
.
.
💥যা যা দেখবোঃ
#থানচি
#রাজাপাথর
#বড়_পাথর
#লাংলোক_বা_লিলুক_ঝর্ণা
#রেমাক্রী_ফলস
#লিক্ষ্যং_ঝর্ণা
#সাঙ্গু_নদী
#কুমারী_ঝর্ণা
.
.
💥যা যা থাকছে এই প্যাকেজেঃ-
🌞ঢাকা-বান্দরবান/আলিকদম-ঢাকা (নন এসি বাস)
🌞বান্দরবান বা আলিকদম থেকে থানচি যাওয়া আসা চাদেঁর গাড়ি।
🌞থানচি থেকে রেমাক্রী ও লিক্ষ্যং যাওয়ার বোট খরচ।
🌞২ রাত পাহাড়ি পাড়ায় থাকার খরচ।
🌞প্রতিদিন ২ বেলা (সকাল ও রাতের) খাবার। ট্রেকিং ট্যুরে দুপুরের খাবারের কোন নিশ্চয়তা নাই। তাই সাথে ড্রাই ফুড (খেজুর বাদাম চকলেট) নিয়ে নিবেন।
গাইড খরচ।
.
💥যা যা থাকছে না-
🌞লাইফ জ্যাকেট খরচ।
🌞প্যাকেজের বাহিরে কিছু।
🌞হাইওয়ে কোন খাবার।
.
💥যেহেতু দূর্গম পাহাড়ি পথ, তাই পথিমধ্যে যেকোন পরিস্থিতির কারণে রুট প্ল্যান টিম লিডার + গাইডের পরামর্শ অনুযায়ী পরিবর্তিত হতে পারে এবং প্লানে যে কোন পরিবর্তনে টিম লিডারের সিদ্ধান্ত সকলের মেনে নিতে হবে।
.
💥যা সাথে নিতে হবে :- জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট এর ৬ কপি ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে। নয়তো প্রসাশন থেকে যাওয়ার অনুমতি দিবে না।
🌞 হালকা ব্যাগপ্যাক
🌞 ২ সেট হালকা কাপড় ৩) লুঙ্গী, গামছা
🌞 সানগ্লাস, ক্যাপ
🌞 ক্যামেরা ও পাওয়ার ব্যাংক
🌞 পলিথিন (মোবাইল,ক্যামেরা বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য ও ভিজা (*) কাপড় রাখার জন্য )
🌞 হালকা খাবার (চকলেট, বিস্কুট, মাংগোবার, খেজুর, বাদাম, স্যালাইন)
🌞 টর্চ ও লাইটার
🌞পানির বোতল
🌞 টয়লেট টিস্যু
🌞টুথপেস্ট, ব্রাশ
🌞 ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল ( ভাল গ্রীপ না থাকলে ট্রেকিংয়ে কষ্ট হবে অনেক )
🌞 এংলেট, নি-গার্ড
🌞 ওডোমোস ক্রীম ( মশার হাত থেকে বাচার জন্য জরুরী )
.
🌞আরো কিছু প্রয়োজন মনে হলে নিয়ে নিবেন তবে ব্যাগ যেন খুব বেশি ভারি না হয় তাহলে ট্রেকিং এর সময় আপনারই কষ্ট হবে বেশি।
.
💥যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : 0 1 7 1 3 3 3 1 3 9 3 (খালিদ)
সবাইকে সাদর আমন্ত্রণ ।
.
&()^*(&**^&^&*(&*(&&**&^(*&*(&*&(&*^*(^
.
এটি "চন্দ্রবিন্দু - CHANDRABINDU TRAVEL GROUP" এর একটি অফিসিয়াল ইভেন্ট।
ফেসবুক পেজঃ
https://www.facebook.com/Chandrabindu321
ফেসবুক গ্রুপঃ
https://www.facebook.com/groups/464791113874779/
.
.
.
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ #Chandrabindu_Travel_Group #chandrabindu_travel_and_tourism #বান্দরবান #থানচি #লাংলোক #লিলুক #শৈংগং #শৈগং #কুমারি #তিন্দু #রেমাক্রি #সাঙ্গু #Bandarban #Thanchi #remakri #sangu #sanguriver #langlok #tindu #likkhong
You may also like the following events from চন্দ্রবিন্দু-Chandrabindu Travel & Tourism: