বেসিক স্টার ১.০
সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়সহ অন্যন্য বিষয়ের দক্ষতা যাচাই ও বিষয়গুলোর প্রতি বাচ্চাদের আগ্রহ তৈরির লক্ষ্যে বিজ্ঞান দরবার মোহাম্মদপুর আয়োজন করতে যাচ্ছে বেসিক স্টার ১.০ (২০২৫)
থাকবে ২৫,০০০ টাকার নগদ বৃত্তি।
মূলত পরিক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। চারটি বিষয়ের নির্ধারিত টপিকের ওপর এই পরিক্ষা।এক ঘন্টা সময়ের মধ্যে সমাধান করতে হবে ১০০ টি প্রশ্ন।প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নাম্বার।ব্যবহার করা যাবে ক্যালকুলেটর।
কোন কোন বিষয়ের ওপর পরিক্ষা হবে:বিজ্ঞান,গণিত,বাংলা,ইংরেজি।
কবে পরিক্ষা হবে:১৭ ই অক্টোবর(শুক্রবার)
সিলেবাস :কমেন্ট সেকশনের লিফলেটে দেয়া আছে।
কিভাবে রেজিস্ট্রেশন করবো:অফিসে গিয়ে অফলাইনে করা যাবে। আবার অনলাইনেও করা যাবে।
অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবো: বিকাশ নাম্বারে ১০০ টাকা পেমেন্ট করে নিচের গুগল ফর্ম পূরণ করলেই রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
বিকাশ নাম্বার:01619101325
পরিক্ষা কোথায় হবে:সুভাষিয়ান ম্যাথ কর্ণার,১২/৪ ইকবাল রোড ,মোহাম্মদপুর ঢাকা।
কোনো এডমিট কার্ড আনা লাগবে:অফ্লাইনে যারা রেজিষ্ট্রেশন করবা তাদের সাথে সাথে ই এডমিট কার্ড দেয়া হবে আর অফলাইনে যারা রেজিষ্ট্রেশন করবা তারা পরিক্ষার দিন এসে এডমিট কার্ড নিতে পারবা।তবে রেজিস্ট্রেশন না করে এক্সাম দিলে খাতা বাতিল হবে। পরিক্ষা দেয়ার জন্য এডমিট কার্ড গুরুত্বপূর্ণ না।এডমিট ছাড়াও পরিক্ষা দিতে পারবেন।
রেজাল্ট কবে হবে:পরিক্ষার দিন জানিয়ে দেয়া হবে।
আরো তথ্য জানতে হলে কি করবো:01619-101325 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিলেই হবে
গুগল ফর্ম:
https://forms.gle/sr5AfKz2ubpQr8VZ6