বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি
বিএফএফ-সমকাল
১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
পাওয়ার্ড বাই: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি
তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী এবং তাদের মধ্যে যুক্তিবাদী একটি মানস গড়ে দিতে পারে বিজ্ঞানবিষয়ক বিতর্ক। এ লক্ষ্য অর্জনে সমকাল সুহৃদ সমাবেশ ২০১৩ সাল থেকে নিয়মিত আয়োজন করে আসছে ‘জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব।’ উৎসবমুখর পরিবেশে স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়ে থাকে এ আয়োজনে। শুধু বিতর্ক আর প্রতিযোগিতা নয়, দেশবরেণ্য ব্যক্তিদের উপস্থিতি এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীরা খুঁজে নেয় আগামী দিনের পাথেয়; যা একই সঙ্গে আগ্রহী করে তোলে বিজ্ঞান শিক্ষার প্রতি। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে কৌতূহল, ভবিষ্যতের বিজ্ঞান শিক্ষাকেই এগিয়ে নিয়ে যায়।
এ লক্ষ্যে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব। এবার অনুষ্ঠিত হচ্ছে ১১তম আসর।
আয়োজন সূচি
উদ্বোধন: ১৬ আগস্ট ২০২৫
প্রচার প্রারণা ও দল গঠন শুরু : ১৬ আগস্ট ২০২৫
জেলা পর্যায় শুরু : ৪ সেপ্টেম্বর ২০২৫
জেলা পর্যায় শেষ : ৪ অক্টোবর ২০২৫
বিভাগীয় বিতর্ক শুরু : ৯ অক্টোবর ২০২৫
বিভাগীয় বিতর্ক শেষ : ২৫ অক্টোবর ২০২৫
জাতীয় পর্যায়ে
চূড়ান্ত আসর : ৭ নভেম্বর ২০২৫
ফাইনাল ও পুরস্কার বিতরণ : ৮ নভেম্বর ২০২৫
পুরস্কার
· প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সনদপত্র।
· জেলা পর্যায় : সেরা ২টি দলের জন্য থাকবে ক্রেস্ট, সনদপত্র ও টি-শার্ট।
· বিভাগীয় পর্যায় : সেরা ২ দলের জন্য থাকবে ক্রেস, সনদপত্র।
· জাতীয় : চ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য থাকবে ৩টি ল্যাপটপ। রানার্সআপের জন্য থাকবে ৩টি নেটবুক এবং দ্বিতীয় রানার্সআপ ২টি দলের জন্য থাকবে মোট ৬টি স্মার্টফোন। অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সনদপত্র।