আবার ফিরছে মঞ্চে 'নীল ময়ূরের যৌবন'।
সংগীত, মঞ্চরূপ ও নির্দেশনা: ড. ইউসুফ হাসান অর্ক
**সেলিনা হোসেনের উপন্যাস 'নীল ময়ূরের যৌবন' অবলম্বনে আমাদের এই নাট্যায়ন। এই নাট্যে উপন্যাসের সকল চরিত্রের উপস্থিতি নেই। নেই ইতিহাস অনুগমনের কোনো অভিপ্রায়ও। তবে ঘটনাবহুল এই মঞ্চ-বাস্তবতায় মানবজীবনের ধ্রুপদী বিষয়গুলোকে উপলব্ধিতে, দৃশ্যে, শব্দে, সুরের তরঙ্গে গেঁথে জীবন্ত করে তোলার প্রয়াস রয়েছে। 'নীল ময়ূরের যৌবন' নাটকে বাঙালির চিরায়ত সহজানন্দের সন্ধান লক্ষণীয়। প্রকৃতি প্রেমই যে শাশ্বত তা সহজ জীবনের উদ্ভাসেই আলোকিত। তবুও আমাদের এই সুন্দর সহজ জীবন বাধাপ্রাপ্ত হয়, গতি হারিয়ে ফেলে অপ্রত্যাশিত কৃত্রিমতার বাধায়। প্রেমিকেরাই হয়ে ওঠে দ্রোহী। আবরণ দিয়ে রচনা করা জীবনের নিখাদ বন্দনাগুলোর অসহায়ত্ব, তার ভেতর লুকিয়ে থাকা সত্যের আভাস, আরও কত কী যুগে-যুগে মানুষের বয়ানে থেকে যায়। কবিকে যেমন দ্রোহ আঁকড়ে ধরে, তেমনি দ্রোহে জড়িয়ে যায় একেবারে নিত্যজীবি সহজ মানুষ। শিকারি, অরণ্যচারী, অরণ্যজীবি, গৃহী, যোগী, ভিখিরি, মাঝি-মল্লার সকলেই সমস্বরে আর্তনাদ করে ওঠে। সে আর্তনাদের স্বর, সুর ভিন্ন ভিন্ন হলেও এক বিষ্ময়কর ঐক্যে নিনাদিত।**
আপনারা সকলে আমন্ত্রিত।
🍀 ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টা
🍀৫ ডিসেম্বর, শুক্রবার, বিকেল ৪:৩০ ও সন্ধ্যা ৭ট
🍀 ৬ ডিসেম্বর, শনিবার, বিকেল ৪:৩০ ও সন্ধ্যা ৭টা
থিয়েটার ল্যাব-৩, জহির রায়হান মিলনায়তন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
অগ্রিম টিকিটের জন্য কল করুন
016 2724 5573 (whatsApp)
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
#নীল_ময়ূরের_যৌবন #TheatreShow #BangladeshShilpakalaAcademy #jahangirnagar_university #studiotheatrehall #performingarts #Bangladesh #Dhaka