Crafty সখিতায় (বাড়ি ২০, রোড ১৫, সেক্টর ১১, উত্তরা, ঢাকা) শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইনে ৫ দিনব্যাপী থাই ক্লে দিয়ে শোপিস ও গহনা তৈরির প্রশিক্ষন।
📅 তারিখঃ ২৩, ২৪,২৫,২৬ ও ২৭ অক্টোবর (৫দিন ৫টি ক্লাস)
🕥 সকাল ১০ঃ৩০টা দুপুর ১টা পর্যন্ত।
✔️থাই ক্লে কি?
নামটা এসেছে থাইল্যান্ড থেকে।থাইল্যান্ডেই এই ক্লে প্রথমে প্রস্তুত করে।তাই এই ক্লে থাই ক্লে হিসেবেই পরিচিত সকল মহলে।।
থাই ক্লে শোপিস গুলো বানিজ্য মেলায় বেশ দামে বিক্রি হয় থাই প্যাভিলিয়নে।
থাই ক্লের পণ্য বাংলাদেশে সচারাচর পাওয়া যায়না। পাওয়া গেলেও বেশ দামে বিক্রি হয়।।
এই ক্লের বিশেষ দিক হলো শোপিস গুলো দেখতে অনেকটা রিয়েল লাগে ও পাতা ফুল সোজা বাকা করা যায় এবং চাইলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা যায়।
🚩 এই কোর্সে বিভিন্ন ফুলের শোপিস তৈরিসহ গহনা তৈরি শিখানো হবে।। যা যা থাকছে 👇
🍁 গোলাপ
🍁 সূর্যমুখী
🍁 ঘাস ফুল
🍁 জবা
🍁 পদ্ম
🍁 হোয়া প্ল্যান্ট তৈরি সহ ইত্যাদি বিভিন্ন ফুলের ধারণা দেয়া হবে।
এছাড়াওঃ
*প্রোডাক্ট তৈরি সহ এই কাজের বিভিন্ন খুঁটিনাটি টিপস।
*প্রোডাক্ট কোয়ালিটি
* প্রডাক্ট তৈরির বিভিন্ন উপকরণ কোথায় পাওয়া যায় ও দাম সম্পর্কে ধারণা দেয়া
*বাজারজাতকরণ এবং
* পণ্যের মূল্যনির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
*কর্মশালা শেষে সরাসরি ক্লাসে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র/ছাত্রীকে সার্টিফিকেট প্রদান করা হবে।
*আপনার আসনটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন।
💰প্রশিক্ষণের ফিঃ ৫০০০ টাকা অফলাইনে এবং ২০৫০/- টাকা অনলাইনে।
সরাসরি ক্লাসে এসে শিখতে চাইলে রেজিস্ট্রেশনের জন্য মোট ফি থেকে ১০২০ টাকা নির্ধারিত এই নম্বরে 01827159844 রকেট/নগদ বা বিকাশ করে আপনার নাম এবং ফোন নম্বর দিতে হবে।
অবশিষ্ট, ৪০০০ টাকা কর্মশালার প্রথম দিন ক্লাস চলাকালীন সময়ে প্রদান করতে হবে৷
আর অনলাইনে শিখতে চাইলে সম্পুর্ন কোর্স ফি ২০৫০/- টাকা একই পদ্ধতিতে পেমেন্ট করে আমাদের জানাতে হবে। টাকা পেয়ে আমরা গ্রুপ লিংক জানিয়ে দিবো। ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভের মাধ্যমে অনলাইন ক্লাস চলবে।
যোগাযোগঃ 01827159844 (রকেট, নগদ, বিকাশ) 01916379279 (হোয়াটসঅ্যাপ)
*আসন সংখ্যা সীমিত
You may also like the following events from সখিতা - Shokhita:
- This month, 2nd October, 04:31 pm, বেসিক ট্যাপিস্ট্রি উইভিং ( বুনন) শিখুন (পাপোশ, ম্যাট, জায়নামাজ ইত্যাদি) in Dhaka
- This month, 5th October, 11:01 am, UV - রেজিনের গহনা তৈরি শিখুন in Dhaka
- This Wednesday, 8th October, 04:00 pm, বেসিক টেইলারিং (কাটিং ও সেলাই) শিখুন) in Dhaka