তারুণ্য মঞ্চ: সৃজনশীলতার মুক্ত প্ল্যাটফর্ম by Ovilashi Foundation , 12 June

তারুণ্য মঞ্চ: সৃজনশীলতার মুক্ত প্ল্যাটফর্ম by Ovilashi Foundation

Ovilashi

Highlights

Thu, 12 Jun, 2025 at 09:30 am

Ovilashi Foundation, Dhaka, Dhaka Division, Bangladesh

Advertisement

Date & Location

Thu, 12 Jun, 2025 at 09:30 am - Sat, 14 Jun, 2025 at 10:30 pm (BST)

Ovilashi Foundation, Dhaka Division

Rimso Foundation, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

তারুণ্য মঞ্চ: সৃজনশীলতার মুক্ত প্ল্যাটফর্ম by Ovilashi Foundation
✨ তারুণ্য মঞ্চ ✨

একটি সাংস্কৃতিক অভিব্যক্তির মুক্ত মঞ্চ । তারুণ্য মঞ্চ একটি কালচারাল ইভেন্ট যেখানে তরুণদের সৃজনশীলতা, শিল্প-সংস্কৃতি ও আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি করা হয়। এই আয়োজনের মাধ্যমে তরুণরা গান, কবিতা, নৃত্য, নাটকসহ নানা শিল্পমাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে। বর্তমান তরুণ প্রজন্মের মাঝে অনেক প্রতিভা রয়েছে, তবে সঠিক প্ল্যাটফর্মের অভাবে তারা তা সবার সামনে তুলে ধরতে পারে না। এই ইভেন্টের মাধ্যমে সেই সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে তারা আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে এবং সাংস্কৃতিক চর্চায় আগ্রহী হয়। অভিলাষী ফাউন্ডেশন সর্বদা তরুণদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে সাপোর্ট করে এসেছে এবং লিডারশি দক্ষতা অর্জনে অভিমুখ ।

----------------------------------------------------------------------

🗓️ তারিখ: June 12, June 13 & June 14
📍স্থান: IUB

----------------------------------------------------------------------
🏆 ইভেন্টের উদ্দেশ্য:
তরুণদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও আত্মপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
----------------------------------------------------------------------

🏆 Judgement procedures (জাজমেন্ট পদ্ধতি) :

There will be 3 Main awards on which the judgement will be based -


🥇 Champion (চ্যাম্পিয়ন) :- 50% of Judge Marking & 50% of Ovilashi Board Marking


🏅 Judge’s choice (জাজ’স চয়েস) : 100% of Judge Marking


🧡 Ovilashi’s choice : 100% of Ovilashi Board Marking


🚨 Category : Junior (Class: 5-8)
Senior (Class: 9-12)
University
Open for Few Segments

----------------------------------------------------------------------

💳 Registration Fees (রেজিস্ট্রেশন ফি) : ৩৯৯ BDT {Per Segment}

🔹 প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বেসিক এবং প্রতিটি সেগমেন্ট/সাব-সেগমেন্টে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি : ৩৯৯ টাকা

🔹 একাধিক সেগমেন্টে অংশ নিলে থাকবে 50% Ovilashi অ্যানিভার্সারি ডিসকাউন্ট!

----------------------------------------------------------------------

🖇️রেজিস্ট্রেশন লিংক: [TBP - To Be Published]

📤 Bkash / Nagad : 01763134235

----------------------------------------------------------------------

📋 ডিসকাউন্ট পেমেন্ট স্ট্রাকচার (সেগমেন্ট অনুযায়ী):
🟢 ১টি সেগমেন্ট: ফি = ৩৯৯ টাকা
🟢 ২টি সেগমেন্ট: ফি = ৩৯৯ + ১৯৯ = ৫৯৮ টাকা
🟢 ৩টি সেগমেন্ট: ফি = (৩৯৯ + ১৯৯) + ১৪৯ = ৭৪৭ টাকা
🟢 ৪টি সেগমেন্ট এর অধিক সেগমেন্টে অংশগ্রহণ করতে হলে কিংবা সকল সেগমেন্ট অংশগ্রহণ করতে ফি ৮৯৯ টাকা
📌 প্রতি অংশগ্রহণকারীর জন্য প্রযোজ্য।

----------------------------------------------------------------------
🎯 বিঃদ্রঃ
রেজিস্ট্রেশন কনফার্ম করার পর কোনো টাকা ফেরতযোগ্য নয়।
----------------------------------------------------------------------

❓কেন অংশগ্রহণ করবে❓

🎯 নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ
🎯 আত্মবিশ্বাস ও মঞ্চ দক্ষতা বাড়বে
🎯 অভিজ্ঞতা, প্রতিভাবানদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে
🎯 সার্টিফিকেট ও বিশেষ স্বীকৃতি
🎯তরুণদের মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে
🎯 সংস্কৃতি ও শিল্পের চর্চা বাড়বে
🎯 সমাজে ইতিবাচক তরুণ নেতৃত্ব গড়ে উঠবে

🎁 অংশগ্রহণকারীদের জন্য সুবিধাসমূহ (Benefits):

🔹 প্রিমিয়াম অংশগ্রহণ সার্টিফিকেট (Participation Premium Certificates)
🔹 পুরস্কারপ্রাপ্তদের জন্য হার্ডকপি সার্টিফিকেট (Awards Certificates – Hard Copy)
🔹 প্রতিযোগিতা দিবসে লাঞ্চ প্রদান (অর্থাৎ প্রথম দিন)
🔹 আকর্ষণীয় গিফট প্যাকেজ
🔹 বেভারেজ ও স্ন্যাক্সের ব্যবস্থা
🔹 এবং আরো আকর্ষণীয় সারপ্রাইজেস

🌟 এক্সক্লুসিভ সুযোগ ও সম্মাননা:
🏅 বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও অভিজ্ঞ বিচারকমণ্ডলী
🏆 খ্যাতিমান ব্যক্তিত্বদের হাত থেকে সরাসরি পুরস্কার গ্রহণের সুযোগ
📣 পুরস্কারপ্রাপ্তদের জন্য বিশেষ স্বীকৃতি ও প্রচারণা
📜 Honourable Mentions – ৩০ জনকে সম্মাননা প্রদান
🎓 Best Delegation Leader – শীর্ষ ৫ জন
🏫 Best Institute Representative – শীর্ষ ৩ জন
🎖 Outstanding Campus Ambassador – ২ জন
🏅 Best Member Award from Ovilashi Foundation – শীর্ষ ১০ জন
🏅 Outstanding Membership Award – ১০ জন

----------------------------------------------------------------------

🔗 পেশাগত ও পার্সোনাল গ্রোথের সুযোগ:

🤝 তোমার স্বপ্নের প্ল্যাটফর্ম ও প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ
🎤 তোমার ট্যালেন্টের সঙ্গে মিল রেখে পরিচিত ও বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অ্যাফিলিয়েশন
📚 প্রতিযোগিতার পূর্বে বিচারক ও গেস্টদের দ্বারা বিশেষ ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ
👥 ওভিলাশি ফাউন্ডেশনের সেক্রেটারি বোর্ড সদস্য হিসেবে কাজ করার সুযোগ
📺 জাতীয় পত্রিকা, টিভি, রেডিও ও মিডিয়ায় ফিচার হওয়ার সুযোগ
🎉 আরো আছে অজস্র চমকপ্রদ সারপ্রাইজ , যা তোমাকে দেবে জীবনের সেরা এক অভিজ্ঞতা!

----------------------------------------------------------------------

🎙️ SINGING | গান ও সংগীত প্রতিযোগিতা
“Music can change the world because it can change people.” — Bono

🚨 Category : Junior (Class: 5-8)
Senior (Class: 9-12)
University

🎶 Sub-Segments :
🎤 Solo Vocals: i. রবীন্দ্র / নজরুল / ফোক
ii. ক্লাসিকাল / আধুনিক
iii. র‍্যাপ / বিটবক্সিং

📝 Participant Registration Link: { }

🎤 Live Stage Performance Rules:
⏱️ Time Limit: Solo: সর্বোচ্চ ২ মিনিট ৩০ সেকেন্ড

Duo / Team: সর্বোচ্চ ৫ মিনিট
🔺 সময় অতিক্রম করলে পয়েন্ট কর্তন বা ডিসকোয়ালিফিকেশন হতে পারে।

🎧 Original Voice Only:
শুধুমাত্র পারফর্মারের কণ্ঠে গান গাওয়া যাবে।
ব্যাকগ্রাউন্ড ভোকাল ট্র্যাক অনুমোদিত নয়।

🎹 Backing Tracks:
শুধুমাত্র ইন্সট্রুমেন্টাল ব্যাকিং ট্র্যাক ব্যবহার করা যাবে।
ট্র্যাক পারফর্ম্যান্স শুরুর ১.৫ ঘন্টা আগে পেন ড্রাইভে জমা দিতে হবে।

🎸 Live Instruments:
সরাসরি বাদ্যযন্ত্র ব্যবহার অনুমোদিত এবং উৎসাহিত।
অংশগ্রহণকারীকে নিজস্ব বাদ্যযন্ত্র নিয়ে আসতে হবে (মাইক, স্পিকার ও সাধারণ স্টেজ সেটআপ প্রদান করা হবে)।

🧍‍♂️ Stage Conduct:
শ্রদ্ধাশীল মঞ্চ আচরণ বজায় রাখা আবশ্যক।
অশ্লীল ভাষা, আপত্তিকর গানের কথা বা বিশৃঙ্খল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ।

🎛️ Sound Check:
ইভেন্ট শুরুর আগে ছোট্ট সাউন্ড চেক সেশন থাকবে।
পারফর্ম্যান্স চলাকালে কোনো সাউন্ড চেক করা যাবে না।

🆔 Identity Verification:
পারফর্মারদের অবশ্যই রেজিস্ট্রেশন পাস এবং প্রয়োজন অনুযায়ী ভ্যালিড আইডি সঙ্গে রাখতে হবে।

🧠 Judging Criteria:
🎤 কণ্ঠের গুণমান ও পিচ কন্ট্রোল
🌟 স্টেজ প্রেজেন্স ও দর্শক এনগেজমেন্ট
🎨 মৌলিকতা ও সৃজনশীলতা
⏳ সময় ব্যবস্থাপনা

----------------------------------------------------------------------

💃 DANCING | নৃত্য প্রতিযোগিতা

“Dance is the hidden language of the soul.”— Martha Graham

🚨 Category : Junior (Class: 5-8)
Senior (Class: 9-12)
University

🎭 Sub-segments i. Solo Performance
ii. Duo Performance
iii. Group Performance

📝 Participant Registration Link:

🕺 Live Dance Performance Rules
⏰ Time Limit: Solo Performance: সর্বোচ্চ ২ মিনিট
Group Performance: সর্বোচ্চ ৫ মিনিট


🔺 নির্ধারিত সময় অতিক্রম করলে পয়েন্ট কর্তন বা ডিসকোয়ালিফিকেশন হতে পারে।

🎵 Music Submission:
মিউজিক পারফর্মেন্স শুরুর ১.৫ ঘন্টা আগে পেন ড্রাইভ/USB-তে জমা দিতে হবে।
শুধুমাত্র ক্লিন ও হাই কোয়ালিটি অডিও ফাইল (MP3 বা WAV) গ্রহণযোগ্য।
অশ্লীল বা আপত্তিকর ভাষার গান অনুমোদিত নয়।

🎭 Dance Type & Creativity:
সকল ধরনের নৃত্যরূপ (Classical, Folk, National Theme, Hip-Hop, Contemporary, Freestyle, Fusion ইত্যাদি) অনুমোদিত।
নিজস্ব কোরিওগ্রাফি বা নতুন উপস্থাপনাগুলোকে বিশেষভাবে নম্বর দেওয়া হবে।

🎤 Props & Setup:
প্রপস ব্যবহার করা যাবে তবে সেটআপ ১ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে।
প্রপস নিজ দায়িত্বে আনতে হবে।
জ্বলনশীল বা বিপজ্জনক কিছু ব্যবহার করা যাবে না।

👕 Costume Code:
পোশাক শালীন ও যুবকেন্দ্রিক অনুষ্ঠানের উপযোগী হতে হবে।
সাংস্কৃতিক বা থিম্যাটিক পোশাককে উৎসাহ দেওয়া হয়।

⚠️ Stage Discipline:
কোনো অশালীন অঙ্গভঙ্গি বা আচরণ চলবে না।
মঞ্চ, দর্শক, ও সহ-অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

🎧 Technical Support:
মাইক, লাইট ও সাউন্ড সাপোর্ট দেওয়া হবে।
সীমিত আলো (light effect) আগেভাগে রিকোয়েস্ট করলে দেওয়া হবে।

🧾 Identification:
রেজিস্ট্রেশন কার্ড/পাস সঙ্গে রাখতে হবে।
পারফর্মারদের পারফর্মেন্সের ১ ঘণ্টা আগে গ্রিনরুমে রিপোর্ট করতে হবে।

🏆 Judging Criteria:
কোরিওগ্রাফি ও সৃজনশীলতা
গ্রুপের জন্য সিঙ্ক্রোনাইজেশন
শক্তি ও মুখের অভিব্যক্তি
মিউজিক ও মুভমেন্টের মিল
পোশাক ও মঞ্চ উপস্থাপনা

----------------------------------------------------------------------

🎨 ARTS & CRAFTS | শিল্প ও সৃজনশীলতা

🚨 Category : Open

🌟 Sub-Segments :

🎨 Solo: Sketch / Mandala / Canvas Art

📒 Duo / Team Scrapbook Design (সর্বোচ্চ ৩ জন)

📝 Participant Registration Link:

📋 Live Stage Performance Rules:

🆓 থিমের স্বাধীনতা: নির্দিষ্ট কোন থিম নেই – তুমি তোমার কল্পনার জগতে যা চাও তা আঁকতে পারো। তবে যদি চিত্রকর্মটি তারুণ্য, সংস্কৃতি, বা সামাজিক পরিবর্তন এর সাথে যুক্ত হয়, তাহলে বোনাস নম্বর পাওয়া যেতে পারে।

🖋️ মাধ্যম ও ফরম্যাট:
ক্যানভাস আর্টের জন্য নিজের ক্যানভাস ব্যবহার করতে হবে।
যেকোনো মাধ্যম (পেন্সিল, পেন, ইনক, জলরং, অ্যাক্রিলিক, ইত্যাদি) গ্রহণযোগ্য।
কাজটি অবশ্যই সম্পূর্ণ নিজস্ব এ হতে হবে।
ট্রেসিং বা আগেই আঁকা আউটলাইন ব্যবহার করা যাবে না।
আপত্তিকর বা অশোভনীয় চিত্রকর্ম করলে ডিসকোয়ালিফিকেশন করা হবে।
শিল্পী চাইলে বিচারকদের বা দর্শকদের সামনে তাদের কাজের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা (৩০–৬০ সেকেন্ড) দিতে পারেন।

🧠 Judging Criteria:
সৃজনশীলতা ও ভাবনা
কারিগরি দক্ষতা
রচনা ও বিস্তারিততা
দৃশ্যমান প্রভাব (Visual Impact)
মৌলিকতা
----------------------------------------------------------------------

📜 Poem Recitation Segment | কবিতা আবৃত্তি সেগমেন্ট (Solo)

🚨 Category : Junior (Class: 5-8)
Senior (Class: 9-12)
University

📚 Genre (ভাষা): i.বাংলা
ii.ইংরেজি

📝 Participant Registration Link: { }

📋 Live Stage Performance Rules :

🔖 কবিতার ধরণ:
আপনি নিজস্ব লেখা বা বিখ্যাত কোনো কবির লেখা আবৃত্তি করতে পারেন।
বিখ্যাত কবিতার ক্ষেত্রে কবির নাম আবৃত্তির পূর্বে অবশ্যই উল্লেখ করতে হবে।
কবিতার বিষয়বস্তু সৌম্য, শালীন ও শ্রদ্ধাশীল হতে হবে। অশ্লীলতা, বিদ্বেষ বা বিভাজনমূলক শব্দ ব্যবহার করা যাবে না।

⏱ Time Limit : প্রতিযোগী প্রতি ২–৩ মিনিট সময় পাবেন আবৃত্তির জন্য।
নির্ধারিত সময় অতিক্রম করলে নম্বর কাটা যেতে পারে।

🎭 উপস্থাপনের ধরন:
কোনো ধরনের প্রপস, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ইফেক্ট ব্যবহার করা যাবে না।
এক্সপ্রেসিভ ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ ও উচ্চারণ উৎসাহিত করা হবে।
কাগজ বা মোবাইল দেখে আবৃত্তি করা যাবে, তবে মুখস্থ উপস্থাপন আলাদা করে মূল্যায়ন পাবে।

🌐 ভাষা ব্যবহার:
রেজিস্ট্রেশনে যেই ভাষা নির্বাচন করেছেন (বাংলা/ইংরেজি), সেই ভাষাতেই আবৃত্তি করতে হবে।
দুটি ভাষা একসাথে মেশানো যাবে না, তবে বাইলিঙ্গুয়াল কবিতা হলে অনুমোদিত।

⌚ রিপোর্টিং সময়:
পারফরম্যান্স শুরুর অন্তত ৬০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে।
রেজিস্ট্রেশন পাস/আইডি কার্ড ও কবিতার কপি (নিজের লেখা হলে) সঙ্গে আনতে হবে।

🧠 Judging Criteria:
উচ্চারণ ও স্পষ্টতা
আবেগ ও অনুভবের প্রকাশ
ছন্দ, রিদম ও ভয়েস মড্যুলেশন
কবিতার নির্বাচন বা মৌলিকতা
দর্শক সম্পৃক্ততা (Engagement)

----------------------------------------------------------------------

🎭 Cosplay & Look Recreation | চরিত্রে প্রবেশের প্রতিযোগিতা- Segments (Solo)

🚨 Category : Open

📝 Participant Registration Link: { }

📋 Live Stage Performance Rules :


চরিত্র নির্বাচন:
আপনি যেকোনো পরিচিত চরিত্রকে কসম্প্লে করতে পারবেন, যেমন: Anime / Manga / Movies / TV / Series / Games / Comics / Mythology বা ঐতিহাসিক চরিত্র - বাংলাদেশি পপ কালচার (খুবই উৎসাহিত করা হয়!)
চরিত্র অবশ্যই চেনার মতো হতে হবে বা আপনার পরিচয় পর্বে সুন্দরভাবে ব্যাখ্যা থাকতে হবে।

⏱ Time Limit : প্রতি অংশগ্রহণকারী/দল পাবে সর্বোচ্চ ৩ মিনিট সময়।

এই সময়ের মধ্যে আপনি ওয়াক, পোজ, সংক্ষিপ্ত নাটক, স্কিট বা ডায়ালগ উপস্থাপন করতে পারবেন।

👗কস্টিউম ও মেকআপ: মঞ্চে ওঠার আগে সম্পূর্ণ কস্টিউম পরিধান করা আবশ্যক।
কস্টিউম নিরাপদ, শালীন ও উপস্থাপনযোগ্য হতে হবে।
বডি পেইন্ট, প্রোস্টেটিকস ব্যবহার করা যাবে তবে ক্ষতিকারক উপকরণ নিষিদ্ধ।
অশ্লীল পোশাক, অশ্রাব্য শব্দ বা আক্রমণাত্মক আচরণ করলে অবিলম্বে বহিষ্কার করা হবে।

🧾 রিপোর্টিং ও সেটআপ:
অংশগ্রহণকারীদের সেগমেন্ট শুরুর ৪৫ মিনিট আগে গ্রিন রুমে রিপোর্ট করতে হবে।
সব প্রপস ও মিউজিক চেক-ইনের সময় পেনড্রাইভে জমা দিতে হবে।

🧠 Judging Criteria:
কস্টিউমের নির্ভুলতা ও সৃজনশীলতা
চরিত্র উপস্থাপন (অভিব্যক্তি, ভঙ্গি, আত্মবিশ্বাস)
স্টেজ প্রেজেন্স ও দর্শক সম্পৃক্ততা
উপস্থাপনার মৌলিকতা
চেষ্টা ও উৎসাহ

----------------------------------------------------------------------

📸 Photography Exhibition | আলোকচিত্র প্রতিযোগিতা - Segments (Solo)

“ফটোগ্রাফি হলো স্মৃতিকে ছুঁয়ে দেখার শিল্প।” — ডেস্টিন স্পার্কস

🚨 Category : Open

📝 Participant Registration Link: { }

📋 Live Stage Performance Rules :

📤 ছবি জমাদানের সীমা: সর্বোচ্চ ৩টি ছবি জমা দেওয়া যাবে।

✂️ সম্পাদনা: জমা দেওয়া ছবি সম্পাদনাহীন (unedited) হতে হবে।

🏷️ ক্যাপশন/শিরোনাম: প্রতিটি ছবির সঙ্গে আপনি একটি শিরোনাম বা ক্যাপশন দিতে পারেন।

🖼️ থিম সংযুক্তি: প্রতিটি ছবি একটি নির্দিষ্ট থিম বা প্রেক্ষাপট বহন করতে হবে।

🧾 মালিকানা ও মৌলিকতা: সব ছবি আপনার নিজস্ব তোলা ও মৌলিক হতে হবে।
অন্যের ছবি বা আগে তোলা/অনলাইনে পাওয়া ছবি দিলে অবিলম্বে বাদ দেওয়া হবে।

🖼️ ফ্রেমিং বাধ্যতামূলক: প্রতিটি ছবি ছাপা করে ফ্রেম করে জমা দিতে হবে। 📏 "Print it. Frame it. Own it."

🧠 Judging Criteria:
সৃজনশীলতা ও কম্পোজিশন
থিমের সাথে সামঞ্জস্য
টেকনিক্যাল কোয়ালিটি (আলো, ফোকাস, এঙ্গেল ইত্যাদি)
মৌলিকতা
ক্যাপশন বা শিরোনামের গভীরতা

----------------------------------------------------------------------

🎭 Theatre | নাট্যধারা ও স্ট্যান্ড-আপ

🚨 Category : Open

🌟 Sub-Segments : Solo: Stand-Up Comedy
Duo / Team - Drama

📒 ন্যূনতম: ৩ জন
➡️ সর্বোচ্চ: ৬ জন (স্ক্রিপ্টের জটিলতা ও মঞ্চের আয়তনের উপর নির্ভর করে)

📝 Participant Registration Link: { }

📋 Live Stage Performance Rules :

⏱ Time Limit : প্রতিযোগী প্রতি ২–৩ মিনিট সময় পাবেন আবৃত্তির জন্য।

নির্ধারিত সময় অতিক্রম করলে নম্বর কাটা হতে পারে।

🎙️ বিষয়বস্তু ও টোন:
যে কোনো বিষয় নির্বাচন করা যেতে পারে, তবে:
কোনো সম্প্রদায়, শ্রেণী, ধর্ম, জাতি, লিঙ্গ, বা রাজনৈতিক দলকে লক্ষ্য করে কৌতুক নিষিদ্ধ।
অশ্লীল বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না।
কনটেন্ট হতে হবে পরিষ্কার, তারুণ্যবান্ধব ও বুদ্ধিদীপ্ত।

🎭 পারফর্মেন্স স্টাইল:
একক স্ট্যান্ড-আপ, মিমিক্রি, অবজারভেশনাল হিউমার, সংক্ষিপ্ত স্কিট স্টাইল অনুমোদিত।
প্রপস ব্যবহার করা যাবে, তবে মঞ্চকর্মীর সাহায্য ছাড়াই পরিচালনাযোগ্য হতে হবে।
স্পষ্ট উচ্চারণ ও শব্দপ্রক্ষেপণ আবশ্যক।

🕐 চেক-ইন ও সেটআপ:
প্রতিযোগীদের সেগমেন্ট শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে রিপোর্ট করতে হবে।

🧠 Judging Criteria:
মৌলিকতা ও সৃজনশীলতা
ডেলিভারি ও টাইমিং
শ্রোতাদের সাথে সম্পৃক্ততা
বিষয়বস্তুর স্বচ্ছতা
হাস্যরস ও বুদ্ধিমত্তা

----------------------------------------------------------------------

🧱 Wall Magazine | দেয়াল পত্রিকা (Dou/Team)

🚨 Category : Open

📝 Participant Registration Link: { }

📌 বিষয়:
১. The Bloody July Movements in Bangladesh –
এই আন্দোলনগুলোর পেছনের ইতিহাস, তারুণ্যের ভূমিকা ও জনতার প্রতিরোধের প্রতিচ্ছবি তুলে ধরুন।

📋 Live Stage Performance Rules :
✅ অংশগ্রহণ পদ্ধতি: একক বা দলগত (সর্বোচ্চ ৬ জন)
✅ প্রেজেন্টেশন মাধ্যম: আর্ট পেপার অবশ্যই ব্যবহার করতে হবে কোচশিট ব্যবহার ঐচ্ছিক
✅ সময়সীমা: আর্ট পেপারটি অবশ্যই ইভেন্টের প্রথম দিন জমা দিতে হবে
✅ অবশ্য পালনীয়: ওয়াল ম্যাগাজিনের শুরুতেই টপিকের শিরোনাম অবশ্যই উল্লেখ করতে হবে
দলের সকল সদস্যদের নাম ওয়াল ম্যাগাজিনের পেছনে পরিষ্কারভাবে সংযুক্ত করতে হবে

----------------------------------------------------------------------

🧠 Quiz Bee Segment | জ্ঞানযুদ্ধের মঞ্চ - (Solo)
🚨 Category : Open
📝 Participant Registration Link: { }

📌 Sub-Segments: i.General Knowledge (GK)
ii. Youth & Leadership Knowledge
iii. Cultural Knowledge

🧾 Rules & Format:
প্রশ্ন হবে MCQ, True/False, Fill in the blanks ফরম্যাটে
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন
সময় সীমা: প্রতিটি রাউন্ডে নির্ধারিত সময় থাকবে

----------------------------------------------------------------------

🧩 Case Study Presentation Segment – ভাবনার যুদ্ধ (Solo/Team)

📌 Topics (Choose from or suggest your own):

🎁Youth Mental Health & Digital Overload
🎁Climate Crisis: Bangladesh in 2050
🎁Is AI the Future Threat or Tool for Bangladesh?
🎁Reviving Lost Heritage Through Tech & Culture
🎁Startup vs Traditional Job: Youth Career Dilemma
🎁Social Media: Voice of Youth or Noise of the Crowd?
🎁Gender Inclusion in Modern Bangladesh Workplaces

🧾 Rules & Format:
Team size: 1–3 members
Time Limit: 5–7 minutes for presentation
Q&A round by judges (2 mins)

----------------------------------------------------------------------

🎮 Fun & Brainy Games Segment : (Solo/Duo/Team)

📌 Sub-Segments:
Puzzle Solving
Cup Up Round
Tik Tac Toe

🧾 Rules & Format:
অংশগ্রহণঃ Solo / Duo / Group (game-specific)
সময় নির্ধারিত থাকবে
প্রতিটি গেমে Creativity, Fun, এবং Focus-valued tasks থাকবে

----------------------------------------------------------------------

☎️ যোগাযোগ:
MD Yeasin Arafat Ovi
Founder and CEO || Ovilashi Foundation
01763134265 (Whatsapp)
✉️ Y29udGFjdCAhIG92aWxhc2hpIHwgZ21haWwgISBjb20=
Facebook Link:
https://www.facebook.com/share/18vq7Txgfd/

----------------------------------------------------------------------

#তারুণ্য_মঞ্চ #OvilashiFoundation #LogoReveal #পহেলা_বৈশাখ #SurpriseComingSoon #OvilashiFoundation #YouthEmpowerment #CulturalHeritage #megaevent



You may also like the following events from Ovilashi:

Also check out other Workshops in Dhaka, Arts events in Dhaka, Entertainment events in Dhaka.

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Ovilashi Foundation, Dhaka, Dhaka Division, Bangladesh

Just a heads up!

We have gathered all the information for you in one convenient spot, but please keep in mind that these are subject to change.We do our best to keep everything updated, but something might be out of sync. For the latest updates, always check the official event details by clicking the "Find Tickets" button.

Get updates and reminders

Host Details

Ovilashi

Ovilashi

2 Followers

Are you the host? Claim Event

Advertisement
তারুণ্য মঞ্চ: সৃজনশীলতার মুক্ত প্ল্যাটফর্ম by Ovilashi Foundation , 12 June
তারুণ্য মঞ্চ: সৃজনশীলতার মুক্ত প্ল্যাটফর্ম by Ovilashi Foundation
Thu, 12 Jun, 2025 at 09:30 am