গল্প আড্ডায় নজরুল ( পাঠচক্র: ৭)
নজরুল মানেই বিদ্রোহের বজ্রনিনাদ—“চির উন্নত মম শির।”
নজরুল মানেই প্রেমের চিরচেনা আর্তি—“অস্তপারের সন্ধ্যাতাড়ায় আমার খবর পুছবে...”
নজরুল মানেই সৃষ্টি সুখের উল্লাসে জয়ধ্বনিতে মুখর এক কবিচিত্ত।
তবু এতসব উজ্জ্বলতা ছাপিয়ে আমরা প্রায়শই ভুলে যাই নজরুলের অন্য এক পরিচয়; গল্পকার ও ঔপন্যাসিক নজরুল। যার গল্প ও উপন্যাসেও আছে ততটাই দ্রোহ, প্রেম, আর মানবতার স্পর্শ । তাই কবি, গীতিকার ও সুরকার নজরুলকে ছাপিয়ে ঔপন্যাসিক কাজী নজরুল ইসলামকে জানার প্রয়াসে অআকখ'র বিশেষ আয়োজন -- 'গল্প আড্ডায়-আমাদের নজরুল।
আগামী ২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অআকখ-এর বিশেষ পাঠচক্র আয়োজিত হতে যাচ্ছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা, কুহেলিকা ও বাঁধনহারা উপন্যাস ত্রয় আমাদের আলোচ্য বিষয়। একই সাথে ব্যক্তি নজরুল, কবি নজরুল এবং ঔপন্যাসিক নজরুলকে জানার প্রচেষ্টা থেকে আমাদের এ প্রয়াস।
পাঠচক্র সকলের জন্য উন্মুক্ত। নজরুলকে জানতে এবং জানাতে যুক্ত হতে পারেন আমাদের আড্ডায়।
তারিখ: ২৩ মে শুক্রবার (কবির জন্মদিনের আগের দিন)
স্থান: রমনা পার্ক, ঢাকা (মৎসভবন গেট সংলগ্ন)
যোগাযোগঃ +880 1575-795090 (যেকোন প্রয়োজনে)