জাতীয় পর্যায়ে তৃণমূল থেকে সকল ধরনের চারুকারু শিল্পের আর্টিসান, প্রডিউসারদের পণ্য সরাসরি প্রদর্শনের আয়োজন দেশে এই প্রথম।
সারা দেশ হতে আগ্রহী ভাই বোন দ্রুত স্টল বুকিং সম্পন্ন করুন।
আগে আসলে আগে স্টল বুকিং সম্পন্ন হবে এই ভিত্তিতে স্টল বরাদ্দ সম্পন্ন হবে।
বিঃদ্রঃ পাটজাত, হোগলা, কাইসা, কচুরিপানা, শীতলপাটি, কাঠের, বাঁশের পণ্য, মৃতশিল্প, নকশিকাঁথা, কুশিকাটার কাজ, ম্যাকরাম পণ্য, ক্রাফ্টেড গহনা, সকল ধরনের হস্তজাত শিল্প, আচার, বাটিক/ বুটিকের পণ্য, চামড়াজাত পণ্য, গৃহসজ্জার হস্তশিল্প, গ্লাস/ স্টোন/ এর কাজ, বিভিন্ন পেইন্টিং পণ্য, জামদানী শাড়ি ও পণ্য, ড্রেস ডিজাইন হাউজ, পাদুকা শিল্প, কাঁশা/ পিতল শিল্প, ইনডোর/ আউটডোর প্লান্টস্/ টব, ক্রাফ্টেড ডায়রি / নোটবুক/ এলবাম/ ফটোফ্রেম, বেঁতের পণ্য, মাটির তৈজসপত্র, দেশিও তৈরী প্রসেস ফ্রুটস/ শুকনা প্রকৃয়াজাত খাদ্য, হাউজহোল্ড আইটেস ইত্যাদি সর্বোচ্চ অগ্রাধীকার পাবেন।
যোগাযোগঃ
গ্রুপ - Artisan & Producer Entrepreneurs Forum, Bangladesh
WhatsApp : 01711312956
Also check out other Business events in Dhaka.