রেজিস্ট্রেশন লিংক-
https://forms.gle/YvgTvTeMSttaCgzX6
ফ্লাটার শিখে লোকাল জব আর কতো? যেহেতু ফ্লাটার নিউ টেকনোলজি, অনেকেই ভাবে ফ্লাটারের তেমন অপরচুনিটি নেই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো ফ্লাটারের হিউজ অপরচুনিটির কারণে লোকাল থেকে শুরু করে গ্লোবাল কোম্পানিগুলো ফ্লাটারে শিফট হচ্ছে। আর এই কারণে একদিকে যেমন কম্পিটিশন কম, অন্যদিকে বাড়ছে হিউজ জব স্কোপ। আর ঠিক এই অপরচুনিটি গ্র্যাব করতে পারলে শুধু লোকাল কেন, রিমোট জবও পসিবল।
যারা ভাবছেন কীভাবে Flutter শিখে গ্লোবাল ক্যারিয়ার গড়বেন, যারা ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন অথবা স্ট্যাবল রিমোট জব খুঁজছেন আপকামিং ফ্রি ওয়েবিনারটি ঠিক তাদের জন্যই।
ওয়েবিনার টপিক: Free Webinar – How to Land Remote & Freelancing Jobs as a Flutter Developer
ডেট ও টাইম: ৯ অক্টোবর, রাত ৯টা
প্ল্যাটফর্ম: Zoom
ইন্সট্রাক্টর:
Kamruzzaman Shaown
Support Instructor at Interactive Cares
এই ওয়েবিনারে শিখবেন:
✅ফ্রিল্যান্সিং vs রিমোট জবের মধ্যে পার্থক্য কী
✅কীভাবে ফ্লাটার শিখে মাল্টিপল প্ল্যাটফর্মে ইনকাম করা যায়
✅রিমোট জবে ইনকাম করতে কোন স্কিলগুলো হেল্প করবে
✅কোন কোন প্ল্যাটফর্মে রিমোট জব পাওয়া সম্ভব
✅অ্যাপ্লাই আর পোর্টফোলিও হ্যান্ডেল করার স্ট্র্যাটেজি
✅কনফিউশন যেখানেই থাকুক, সল্যুশন পাবেন লাইভে
এখানে স্টেপ বাই স্টেপ গাইডেন্সে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে রিমোট জব আসলেকোথায় আলাদা, কবে কোনটা বেছে নেওয়া উচিত, আর Flutter ডেভেলপারদের জন্য দুটো পথেই কীভাবে দরজা খোলা।
স্টার্টআপ থেকে প্রোডাক্ট কোম্পানি, এজেন্সি থেকে রিমোট টিম সব জায়গায় দরকার ফ্লাটার ডেভেলপার। শুধু কোড লিখতে পারলেই হবে না, দরকার স্মার্ট স্ট্র্যাটেজি, Agile টুলস বোঝা, আর GitHub বা LinkedIn-এ নিজেকে visible করে তোলা।
কোন স্কিলে রিমোট টিমে কাজ করা যায় সহজে, কোথায় আসল সুযোগ খুঁজতে হবে, আর কেমনভাবে নিজের portfolio বা proposal বানাতে হবে যাতে সেটা নজর কাড়ে। Freelancing proposal হোক বা Remote Job এর CV—দুটো আলাদা জিনিস, কিন্তু দুটোতেই রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট আর আর GitHub repo আপনাকে এগিয়ে রাখবে।
সবশেষে থাকছে একটা ক্লিয়ার গ্রোথ রোডম্যাপ: ছোট freelance কাজ দিয়ে শুরু → ধীরে ধীরে কন্টাক্ট রিমোট রোল→ তারপর ফুলটাইম রিমোট ডেভেলপার অথবা অথবা freelancing স্কেল করে agency বা studio বানানো।
যারা Flutter নিয়ে সিরিয়াস, আর সত্যি গ্লোবাল জব বা প্রজেক্টে ঢুকতে চান—তাদের জন্য এই সেশনটা হতে পারে সেই মিসিং লিংক। তাই দেরি না করে রেজিস্ট্রেশন করুন এখনি।
You may also like the following events from Interactive Cares:
- This Friday, 3rd October, 03:00 pm, Free Masterclass on Power BI For Business Intelligence Live Course in Dhaka, Bangladesh
- This Saturday, 4th October, 03:00 am, Free Masterclass on AWS Cloud Engineering & Architecture Essentials in Dhaka, Bangladesh
- This Saturday, 4th October, 03:00 pm, Free Webinar on Figma Mastery: From Auto Layout to Pro Design in Dhaka, Bangladesh