উত্তরবঙ্গ শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য নয়, মেধা আর প্রতিভার জন্যও পরিচিত। মেধা বিকাশের একটি অন্যতম মাধ্যম হল বিতর্ক। তবে বহু বছর ধরে দেশের মূলধারার বিতর্কের মঞ্চ ছিল শুধু রাজধানী আর বড় শহরগুলোতেই। কিন্তু এখন সময় বদলাচ্ছে, মূলধারার বিতর্কের আলো ছড়াচ্ছে উত্তরবঙ্গেও।
উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রংপুর বিভাগে বিতর্ক চর্চার ধারা চলমান রাখার প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগামী ১০-১১ অক্টোবর, ২০২৫ইং এলএসসিআর ডিবেটিং ক্লাব প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে "১ম এলএসসিআরডিসি অন্তঃ উত্তরবঙ্গ স্কুল-কলেজ বিতর্ক উৎসব ২০২৫"
📌 প্রতিযোগিতা সংক্রান্ত তথ্য:
প্রতিযোগিতায় অংশ নেবার ক্ষেত্রে শুধুমাত্র উত্তরবঙ্গের অন্তর্ভুক্ত জেলাসমুহের একই শিক্ষা প্রতিষ্ঠান কিংবা একই ক্লাবের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দলই গ্রহণযোগ্য
ফরম্যাট: বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক
দলের সংখ্যা: ২৪টি
গ্রহণযোগ্যতা: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত
প্রাক-নিবন্ধন ফর্ম:
https://forms.gle/bkddR8hNDswTEm1z9
রেজিস্ট্রেশন ফি (দলপ্রতি): ৫০০ টাকা মাত্র
বিকাশ নম্বর : 01917698616 (Personal)
[বিকাশ এর (সেন্ড মানি) মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। রেফারেন্সে অবশ্যই দলের নাম উল্লেখ করতে হবে]
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
শেখ ছাদিত
সভাপতি
০১৭১৭৯৮৫৮৮৫
তাসমিয়া তাহসিন
সহ-সভাপতি
০১৯১৭৬৯৮৬১৬