⚠️"হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি। যে কোন সময় বাড়ি ডুবে যেতে পারে।"
⚠️ "ভারত ৭ টা গেট খুলে দিয়েছে। কালকেই বন্যা হবে।"
⚠️ "দুপাশ দিয়ে প্রবেশ করছে পানি, মহা বিপদে বাংলাদেশ। "
⚠️ "আর কতদিন টোটকা সমাধান? চাই স্থায়ী সমাধান। "
⚠️ "উত্তরবঙ্গের মানুষের কান্না শোনার কি কেউ নেই?"
⚠️ "আমাদের হিস্যার পানি কই?"
যুগে যুগে এই উত্তরের মানুষের আর্শীবাদ "তিস্তা" হয়ে উঠেছে কান্নার কারণ। পানির সময় পানি পাওয়া যায়না। হুট করে পানি বেড়ে ফসল পানি, সব ডুবিয়ে দেয়। এখানকার মানুষ যেন মেনেই নিয়েছে নিজেদের ভাগ্য, তাদের আর্তনাদও যেনো দেশ মেনে নিয়েছে । তাদের বাড়িঘর পানিতে তলিয়ে গেলে আসে না কোন ক্ষতিপূরণ, তাদের না খেয়ে থাকা যেন স্বাভাবিক । তাদের কেউ নেই। আর্তনাদগুলো এত স্বাভাবিক, কেউ কথা বলতেও আগ্রহী না।
কিন্তু আমরা পরিবর্তন চাই। পুরো বাংলাদেশকে দেখাতে চাই এই মানুষগুলোর কষ্ট, ভোগান্তি। পুরো বাংলাদেশ এই তিস্তার চরে এসে দেখুক নদীর পানি নিয়ে রাজনীতি কিভাবে চলছে, সেই খেলায় কিভাবে বলির পাঠা হচ্ছে এখানকার সাধারণ মানুষ। নির্মমতার চিত্র স্বচক্ষে দেখুক সবাই।
আমরা বিশ্বাস করি, এভাবেই পুরো বাংলাদেশ থেকে আওয়াজ উঠবে, "সকলে চলো তিস্তা বাঁচাই। ন্যায্য পানির হিস্যা চাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই!"
এই জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে নিয়ে "তিস্তা বাঁচাওঃ BRUDF presents আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ৩.০"। যেখানে সারা বাংলাদেশ থেকে বিতার্কিকরা আসবেন, বিতর্ক হবে এই নদী ও তার পাড়ের মানুষগুলো নিয়ে। বিতর্কের মাধ্যমে সমাধান খুঁজবো আমরা,বের করব কিভাবে এই মানুষগুলোর দুঃখ ঘোচানো যায়। উত্তরের নদীকে বাঁচানো যায়।
🔴 বিস্তারিতঃ
তারিখঃ ১২-১৪ ডিসেম্বর
প্রি রেজিষ্ট্রেশন লিংকঃ TBA
রেজিস্ট্রেশন ফিঃ TBA
দলঃ ৩২ টি
ফরম্যাটঃ এশিয়ান পার্লামেন্টারি (এপি)
বিস্তারিত তথ্যগুলো আমরা ইভেন্ট পেইজসহ Begum Rokeya University Debate Forum (BRUDF) এর অফিশিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করবো।
যেকোনো প্রশ্নে-
১. ইমরাতুল জান্নাত ঊষা
সাধারণ সম্পাদক, BRUDF.
মোবাইল: 01644173303
FB:
https://www.facebook.com/share/1A1zKN3fCw/
২. গালিবা ইবনাত
যুগ্ম সাধারণ সম্পাদক, BRUDF.
মোবাইল: +8801783892033
FB:
https://www.facebook.com/share/19wVBWvr9X/
৩. প্রীতম দেব নাথ
প্রচার সম্পাদক, BRUDF.
মোবাইল: 01844580835
FB:
https://www.facebook.com/share/17L4YBWqqZ/
Also check out other Business events in Cooch Behar.