আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বল্প খরচে দেশটা দেখানো
তারই ধারাবাহিকতায় এবার আমরা ২৬৯৯ টাকায় যাচ্ছি নিকলী মিঠামইন ইটনা অষ্টগ্রামের ডে ট্রিপে
কবে যাবো:
চট্টগ্রাম ২নং গেইট বিপ্লব উদ্যান থেকে জুলাই এর ৩১ তারিখ বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায়
কবে ফিরবো:
১ আগস্ট শুক্রবার রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ইনশাআল্লাহ শনিবার ভোর ৫-৬ টায় চট্টগ্রাম থাকবো অফিস করতে পারবেন
খরচাদি:
শুধুমাত্র ২৬৯৯ টাকা চট্টগ্রাম থেকে
ঢাকা থেকে আসলে যোগাযোগ সাপেক্ষে
বাদবাকি ট্রিপ চলাকালীন অন্যান্য খরচ নিজে বহন করবেন তাহলে আমাদের বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ ঘুরে আসা সম্ভব
২৬৯৯ টাকা কিভাবে খরচ হবে:
১. চট্টগ্রাম - নিকলী - চট্টগ্রাম বাসের টিকেট
২. টমটম ও বোট ভাড়া
৩. সকালের নাস্তা
৪. দুপুরের খাবার
৫. রাতের খাবার
যা থাকছে না:
১. ব্যক্তিগত খরচ
২. যাত্রাবিরতিতে খাবার
কি কি আনতে হবে:
১. গামছা ক্যাপ সানগ্লাস
২. বাড়তি কাপড়
৩. পাওয়ার ব্যাংক
৪. নিজের যাবতীয় ঔষধাদি
৫. মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবেন
৬. রেনকোট বা ছাতা বা পঞ্চ
৭. পলিথিন ভিজা কাপড়ের জন্য
যারা যাবেন ২৪ জুলাই বৃহস্পতিবারের মধ্যে ১৭৩০ টাকা 01820100615 (মিনহাজ)
অথবা
01831002743 (বাসেত)
নাম্বারে বিকাশ করে কনফার্ম করবেন ধন্যবাদ বাকি ১০০০ টাকা বাসে উঠে দিলে হবে