৪ রাত ৩ দিনের কক্সবাজার ভ্রমণ 🌏 🌏
নিয়মিত আপডেট পেতেঃ
ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/gonttobbo
⌚️ ⌚️ ⌚️ ⌚️ ⌚️ ⌚️
তারিখ ও সময়ঃ
যাওয়াঃ ঢাকা (সায়দাবাদ) থেকে ০৮-১০-২০২৫ তারিখ রাত ৯.৩০
আসাঃ ১১-১০-২০২৫ তারিখ রাত ০৯.০০ টায় ঢলফিন মোড় হতে
◘ পুরোপুরি কনফার্ম থাকলে জনপ্রতি ২৫০০ /- টাকা (অফেরত যোগ্য) বিকাশের মাধ্যেম (বিকাশ চার্জ যুক্ত হবে ) অথবা সরাসরি প্রদান করে আসন কনফার্ম করতে হবে।
যোগাযোগ: 01590081992 (Nagad), 01572787749 (bkash) 📲📲
🏢 আসন বিন্যাস
কনফার্ম করার সময় খালি থাকা আসন গুলোর মধ্য থেকে পছন্দের ভিত্তিতে।
💼💼💼প্যাকেজঃ
💸১ রুমে ৪ জনঃ জনপ্রতি ৪৬৯০/- (নন এসি রুম)
💸কাপল: ১১৯৯০/- ( নন এসি রুম)
💸১ রুমে ৪ জনঃ জনপ্রতি ৪৯৯০/- (এসি রুম)
💸কাপল: ১২৯৯০/- (এসি রুম)
💥ঢাকা-কক্সবাজার -ঢাকা নন এসি বাসে যাওয়া আসা
💥২ রাত থাকার জন্য রুম
💥মোট আট (০৮) বেলা খাবার
💥ইনানী ও হিমছড়ি ঘুরার খরচ
🛑🛑🛑🛑প্যাকেজে যা যা থাকছে নাঃ
১) ব্যক্তিগত মেডিসিন।
২) ব্যক্তিগত খরচ।
৩) যাত্রা বিরতির খাবার।
৪) প্যাকেজে উল্লেখ নেই এমন যেকোন ধরনের খরচ।
📌📌📌📌যা যা সাথে নিতে হবে :-
✔ জাতীয় পরিচয়পত্র বা সনাক্ত করা যায় এমন যেকোন কার্ড
✔ প্রয়োজনীয় ব্যক্তিগত ঔষধ
🚩🚩🚩🚩শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা হোস্টের সাথে আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজম এবং পরিবেশের এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৫- আবহাওয়া বা অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, সেক্ষেত্রে সকলকে আন্তরিক হতে হবে।
৬- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৭- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে। ট্যুরের বাস, বোট এবং শেয়ারড রুমে ধুমপান নিষেধ।
৮- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
You may also like the following events from Hasnat Sumon: