✌️দেবতাখুমে ভেলা উৎসবে মাত্র ১৭৯৯টাকায়।✌️
🚎যাত্রা শুরুঃ চট্টগ্রাম থেকেঃ ২৬ সেপ্টেম্বর সকাল ৬:৩০, বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে।
ফিরতি যাত্রা: ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:০০টা, বান্দরবান থেকে।
প্যাকেজ মূল্যঃচট্টগ্রাম থেকে জনপ্রতি-১৭৯৯/- টাকা
🔈 অন্যান্য জেলা থেকে কেউ যোগ দিতে চাইলে আগাম যোগাযোগ করুন।
💰 বুকিং ফিঃ ১০২০/- টাকা প্রতিজন (অফেরতযোগ্য)
আসন পূর্ণ হওয়া পর্যন্ত বুকিং নেয়া হবে। আসন পূর্ণ হয়ে গেলেই যেকোনো মূহুর্তে বুকিং ক্লোজ করা হবে।
❑ ভ্রমণের স্থান সমুহঃ
🏞 দেবতাখুম
🏞 শীলবান্ধা পাড়া
🏞কচ্ছপতলী বাজার
🎁 প্যাকেজে যা থাকছেঃ
✅চট্টগ্রাম→ বান্দরবান→ চট্টগ্রাম বাস টিকেট (নন এসি)
✅ রিজার্ভ চাঁদের গাড়ি।
✅ সকালের নাস্তা।
✅ দুপুরের লাঞ্চ।
✅ লোকাল গাইড খরচ
✅ দেবতাখুম এন্ট্রি ফি।
✅ খুমে পারাপার নৌকা ফি।
✅ লাইফ জ্যাকেট খরচ।
✅ ভেলা খরচ।
✅ অভিজ্ঞ হোস্ট
★★ প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ সকল প্রকার ব্যক্তিগত খরচ।
❌ খাবার সময় ব্যতীত মিনারেল ওয়াটার
🕐সম্ভাব্য ভ্রমণ বর্ণনাঃ
🕰 ২৬ সেপ্টেম্বর সকাল ৬টায় চট্টগ্রাম বহদ্দারহাট থেকে বান্দরবান শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু। বান্দরবান পৌঁছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে চাঁদের গাড়ি করে রওয়ানা দিব রোয়াংছড়ির উপজেলার কচ্ছপতলী বাজারের উদ্দেশ্যে। সেখানে ফরম পূরণ করে গাইড অফিস, থানার কর্মকর্তা ও আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিয়ে রওয়ানা দিব পায়ে হেঁটে দেবতাখুমের উদ্দেশ্যে। পথিমধ্যে দেখা পেয়ে যাব শীলবান্ধা পাড়ার। পাড়ায় কিছুক্ষণ ঘুরে দেবতাখুমে যেয়ে নৌকা/ভেলায় খুমের রাজ্যে আনন্দভ্রমণ চলবে।
এরপর বাজারে ফিরতে ফিরতে বিকেল/সন্ধ্যা হবে, খাবার খাব, তারপর চাঁদের গাড়ি রওয়ানা দিব বান্দরবান সদরের উদ্দেশ্যে। হালকা নাস্তা সেরে বান্দরবান থেকে বাসযোগে চট্টগ্রামে এসে যাত্রা শেষ হবে।
🍲খাবার মেনুঃ
🌅সকালের নাস্তা: ডিম, খিচুড়ি।
🌅দুপুরের খাবার: ভাত, আলুভর্তা, সবজি, ডাল, মুরগী।
📤বুকিং পদ্ধতিঃ
বিকাশ, নগদ, এর মাধ্যমে ইভেন্ট ফি জমা করতে পারবেন। বুকিং মানি বিকাশ বা নগদ করলে খরচসহ পাঠাতে হবে। এছাড়াও আমাদের সাথে সরাসরি দেখা করেও ইভেন্ট ফি জমা দিতে পারবেন।
(বিঃদ্রঃ ’’আগে বুকিং করলে সামনে সিট পাবেন’’ ভিত্তিতে বাসের সিট প্রদান করা হবে)
বিকাশ এবং নগদ নাম্বারঃ
01712529279 (BKash Merchant)
01712529279 ( Nagad Personal)
01712529279-0 (Rocket Personal)
🔈-কিছু তথ্যঃ
📢 জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এর দুইটা ফটোকপি আনতে হবে।
📢 যাওয়া আসা মিলিয়ে ২-৩ ঘণ্টা হাঁটার মানসিকতা থাকতে হবে
📢 দেবতাখুমে কোন সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না।
📢 দেবতাখুমে স্থানীয়দের দেবতার প্রতিমূর্তি আছে। অন্য কারো ধর্মীয় বিশ্বাস অথবা সংস্কৃতিতে আঘাত হানে এমন কোন কাজ করা যাবেনা।
🔰ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন:
☎01601868264 (জহির)
☎️01712529279 (জহির)
☎️01617686562(ইরফান)
You may also like the following events from ট্যুরবাজ ট্রাভেল এক্সপ্রেস: