পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে কাউকে মনের আনন্দ নিয়ে হাসতে দেখা!
সেই সুন্দরতম দৃশ্য দেখবো বলেই একদল স্বপ্নবাজদের এক হওয়ার গল্প শুরু।
২০১৩ সাল থেকে যখন আমরা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করলাম,তখন আমাদের লক্ষ্য, বাজেট কিংবা লোকবল সবই ছিলো সীমিত। কিন্তু আমাদের মনোবল ইচ্ছাশক্তি ছিলো পাহাড়সম অটল।
সেই থেকে আমাদের ছুটে চলা..........
আমরা হয়ে উঠি অদম্য, আমাদের হাত ধরেন অসংখ্য স্বপ্নবাজ, স্বপ্নসারথি, দেশ বিদেশের নানা প্রান্ত থেকে নানান গুণীজনেরা।
আমরা হয়ে উঠি "স্বপ্ন-এক চিলতে হাসির জন্যে"।
শুধু ঈদজামা দিয়েই আমরা ক্ষান্ত থাকিনি,
বিনয়ের সাথে আমরা আমাদের একটি সাফল্যের পরিসংখ্যান দিতে চাই-
-২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সর্বসাকুল্যে আমরা ৪৫০০ এর অধিক নতুন জামা দিয়েছি। সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামার সাথে আমরা সেমাই, চিনি, ইফতার, ঈদ সালামী, মেহেদী ইত্যাদিও দিয়ে থাকি।
-২০১৩ সাল থেকে আমরা শীতার্তদের উষ্ণতা দিতে ১৩০০ এর অধিক কম্বল বিতরণ করেছি। এছাড়া শীতবস্ত্র বিতরণ করেছি ১০০০ এর অধিক।
-২০১৭ সালে আমরা ১০৩৩ টি স্কুল ইউনিফর্ম বিতরণ করি সদর উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে। এযাবতকাল আমরা ২০০ স্কুল ব্যাগ দিয়ে হাসি ফোটাতে পেরেছি।
-নারী নির্যাতন দমনে আমরা ৩ টি কেস সমাধান করতে পেরেছি, আমাদের "সেফ টাচ রঙ টাচ" নামক সচেতনতামূলক প্রজেক্ট সারা বছর চলমান।
মাদক এবং ইভটিজিং নিয়ে করেছি আমরা কার্যকরী দুইটি সেমিনার।
-"চলো স্বপ্ন ছুঁই" এবং "চলো স্বপ্ন আঁকি" নামে অংশগ্রহণমূলক প্রতিযোগীতায় আমরা মেধাবীদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বছর।
- সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে পড়ানোর জন্যে আমাদের রয়েছে প্রজেক্ট "১০ টাকায় শিক্ষা" যার আওতায় প্রায় ৭০ জন শিক্ষার্থীর পড়াশোনার দায়ভার আমরা গ্রহণ করেছি। ওদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করি আমরা নিজেরাই।
- নোয়াখালী অটিজম ওয়েলফেয়ার সোসাইটির অধীনে অটিজম আক্রান্ত শিশুদের জন্যে রয়েছে আমাদের একটি স্পেশাল স্কুল, যার নাম
"১০ টাকায় সেবা"। এখানে সেবা গ্রহণ করছে প্রায় ৪০ জন সুবিধাবঞ্চিত অটিজম আক্রান্ত বিশেষ শিশু।
এই কাজ গুলো করি আমরা নিতান্তই মনের আনন্দ মেটানোর জন্যে। আমরা বিশ্বাস করি উৎসবের দিন কোনো শিশু নতুন কোনো জামা দেখে যেন আফসোস না করে যে এই জামাটি কেন তার হলোনা।
আমরা কাজ করি, কারণ নতুনজামা পাওয়ার এক চিলতে হাসি যখন আমরা তাদের মুখে দেখি, আমাদের মনে হয় আমরা স্বার্থক।
আমরা কাজ করি কারণ আমরা মানুষ।
প্রতিবারের ন্যায় এবারো আমরা আপনাদের সহযোগীতা চাই এই স্বপ্নে।
আমরা চেষ্টা করি সেই মান টা ধরে রাখতে যাতে একজন মধ্যবিত্তের ঘরের কারো জামা দেখে একজন সুবিধাবঞ্চিত শিশু না ভাবে যে তাদের জামা টা একটু নোংরা।
আপনার বাজেট থেকে আলাদা করা এই উপহারে হয়তো আমরা একটা শিশুর মুখে হাসি ফোটাতে পারবো।
আগামী ২৭শে সেপ্টেম্বর , ২০২৫ইং তারিখে
গোষ ফিল্ড, খাশের হাট বাজারে পূর্ব দক্ষিণে।
৭নং পূর্ব চরবাটা, চরবাটা রাম গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে
আমরা আয়োজন করতে যাচ্ছি স্বপ্নের শারদীয় নতুনজামা উৎসব। যেখানে নতুন পুজো জামাসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হবে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে।
আমাদের উপরের পরিসংখ্যানের আলোকে ইভেন্ট গুলোর লিংক দেওয়া আছে।
শেয়ার, ইনভাইট, অর্থ দিয়ে আমরা অপেক্ষা করবো আপনার জন্যে, আপনার এবং আপনাদের সাহায্যের জন্যে। বিন্দুমাত্র সন্দেহ থাকলে কিংবা আমাদের উৎসাহ দেওয়ার জন্যে এটলিস্ট এটা বলার জন্যে যে ইউ গাইজ আর ডুয়িং আ গ্রেট জব
আশাকরি এই হাসি ফোটানোর উৎসবে বরাবরেই মতোই আমরা আপনাদেরকে আমাদের পাশে পাবো।
░▒▓█ সরাসরি যোগাযোগ █▓▒░
📞 - 01606262101
- ভাইস প্রেসিডেন্ট, স্বপ্ন-এক চিলতে হাসির জন্যে
সাহায্য পাঠানোর জন্যেঃ
বিকাশ-01914133112
রকেট-01870343435
নগদ-01677006215
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কানেক্ট করতে পারেন ব্যাংকের মাধ্যমে। ব্যাংক একাউন্ট ডিটেইলস -
SWAPNO-EK CHILTE HASHIR JONNE
Account no: 0236101220046
Pubali bank PLC
Maijdee court Branch
আমাদের বিগত বছরের ইভেন্ট গুলো সম্পর্কে জানতে নিচের লিংকগুলো ক্লিক করুন-
২০১৪ ঈদজামা ইভেন্ট
https://www.facebook.com/events/250140881851034/?ref_dashboard_f
২০১৫ ঈদজামা ইভেন্ট
https://mobile.facebook.com/events/733541696756569?__tn__=
২০১৬ শীতবস্ত্র
http://bit.ly/2gyC9YV
২০১৬ ঈদজামা ইভেন্ট
https://www.facebook.com/events/1145294825491383/?ti=cl
২০১৭ ঈদজামা ইভেন্ট
bit.ly/2KZp5aV
২০১৮ ঈদজামা ইভেন্ট
https://www.facebook.com/events/155352238643924/?ti=cl
২০১৯ ঈদজামা
https://fb.watch/cppgMbErqF/
২০১৯ পূজোজামা
https://facebook.com/events/s/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%9E%E0%A6%9A%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%B6%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A5-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%AF-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8/390421161641717
২০২১ ঈদজামা
https://www.facebook.com/1764126680479047/posts/3593714044186959/
২০২১ পূজোজামা
https://facebook.com/events/s/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%9E%E0%A6%9A%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%B6%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A5-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%9C-%E0%A6%9C/902036243732620/
২০২২ ঈদজামা
https://facebook.com/events/s/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%9E%E0%A6%9A%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%B6%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A5-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%88%E0%A6%A6%E0%A6%9C%E0%A6%AE/393273175638581/
২০২২ পূজোজামা
https://facebook.com/events/s/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%9E%E0%A6%9A%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%B6%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A5-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%B0-%E0%A6
২০২৩ ঈদজামা
https://facebook.com/events/s/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%9E%E0%A6%9A%E0%A6%A4-%E0%A6%B6