অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী "চারুলতা" যেমন চারুলতার শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে তেমনি পূজোর আনন্দটুকুও বিলিয়ে দিতে চায় অনাথ আশ্রমে বড় হতে থাকা কোমলমতি শিশুগুলোর মাঝে।
এই মহা উৎসবকে ঘিরে নিশ্চয় আপনার ভাবনা আর আয়োজনের কমতি নেই।পূজোর বোনাসে কি কি করবেন সেই ফর্দও এতোদিনে নিশ্চয় তৈরী করে ফেলেছেন!
আপনার সেই ফর্দটি থেকে খুব সামন্য একটি অংশ আমরা পৌঁছে দিতে চাই সেই সব অনাথ শিশুদের মাঝে যারা পূজোর ছুটিতে মুখিয়ে থাকে আপনজনের আশায়,বাড়ি ফেরার আশায়।আবার কারো কারো কাছে হয়ত এই অনাথ আশ্রমটাই হয়ে উঠে নিজ বাড়ির থেকেও আপন।নিষ্পাপ এই মুখগুলোর কাছে পূজো মানেই আটপৌঢ়ে পুরোন জামা নতুন করে পড়া,যাদের কাছে পূজো মানেই অন্য আট-দশটি দিনের মতোই সাদামাটা!
পরিবার-পরিজন থেকে অনেক দূরে থাকা, না পাওয়ার মাঝে একটু একটু করে বড় হতে থাকা এই শিশুগুলোকে পূজোর আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না আমরা।
আমাদের এই কার্যক্রমে সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা বিকাশ করতে পারেন নিম্নোক্ত নাম্বারগুলো তে....
অর্থ সংগ্রহে--
Bkash: 01855535554 (Personal)
Nagad: 01855535554 (Personal)
Rocket: 01811322743 (Personal)
BANK A/C: Charulata Bidyapith (চারুলতা বিদ্যাপীঠ) 1422112000000528 ( UCB Bank)
আর যে কোন প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত নাম্বারে--
01866-332812 (Shamrat)
01518-445481(Raju)
সকলকে ধন্যবাদ।