"সবুজ পাহাড়ের কোলজুড়ে জেগে থাকা এক স্বপ্নিল নীল জলরাশি—এটাই বগালেক!" 💙⛰
এই বগালেকের সৌন্দর্য উপভোগ করতে আগামী ০৩ জুলাই যাচ্ছে টিম "Divine Travellers...
আমাদের গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/share/g/15fp7ra7mC/
আমাদের পেইজ লিংকঃ
https://www.facebook.com/share/1EAfPeKAo1/
🌐#স্পটসমূহঃ
🌍বগালেক।
🌍মুনলাই পাড়া।
🕰#সময়সূচিঃ-
০৩ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টায় 🕘 রওনা দিয়ে ০৬ জুলাই (রবিবার) সকাল ০৬ টায় 🕕 ঢাকায় থাকব ইনশাআল্লাহ।
🔅১ম দিন (শুক্রবার):
খুব সকালে বান্দরবান পৌঁছে ফ্রেশ হয়ে 🍚 সকালের নাস্তা সেরে রিজার্ভ চাঁন্দের গাড়িতে করে চলে যাবো "মিলনছড়ি"। সেখানে 🏞 "সাংগু নদী" দেখে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে চলে যাবো "রুমা বাজার"। সেখানে অপেক্ষায় থাকবে আমাদের গাইড। সেখানে আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে চাঁন্দের গাড়িতে করে চলে যাবো "বগালেক"। সেখানে রিসোর্টে গিয়ে উঠবো, বগালেকের পানিতে দুপুরে গোসল সেরে নিবো। এরপর আমরা 🍛 দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকালে বগালেকের চারপাশ ঘুরে দেখবো। এরপর রাতের খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়বো। 😴
🔅২য় দিন (শনিবার):
খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে 🏜 মুনলাই পাড়ার উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। সেখানে গিয়ে সারাদিন ঘুরব, ছবি তুলব। এরপর রুমা বাজার পৌঁছে নিজ দায়িত্বে দুপুরের খাবার খেয়ে চাঁন্দের গাড়িতে করে চলে যাবো বান্দরবান। সন্ধ্যায় যে যার মতন ঘোরাফেরা কেনাকাটা শেষ করে, রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ।🚃
বিঃদ্রঃ 🙋 রিপোর্টিং টাইম ০৯:৩০টায়। বাস কখন ছাড়বে সেটা সম্পূর্ণ হোস্টের দায়িত্ব। আপনার সম্পূর্ণ ট্যুরটি সুন্দরভাবে সম্পন্ন করা হোস্টের কাজ।
সায়েদাবাদের পরে যে যেখান থেকে বাসে উঠবেন বাসের নির্দিষ্ট কোনো সময় থাকবে না। আপনাকে ০১ঘণ্টা আগে হোস্ট জানিয়ে দিবে। অন্যথায় আপনাকে সায়েদাবাদ অথবা ট্যুর স্পটে এসে জয়েন করতে হবে।
আপনি আপডেটের জন্যে হোস্টকে বারবার কল দিবেন না।
কোনো সমস্যা মনে করলে, হোস্ট যেকোনো সময় যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। ধন্যবাদ।
🏧#ইভেন্ট_ফিঃ
★ঢাকা থেকে ঢাকা ৫০০০৳ মাত্র।
★চট্টগ্রাম থেকে চট্টগ্রাম ৪৫০০৳ মাত্র।(সিট হবেনা)
★বান্দরবান থেকে বান্দরবান ৪৫০০৳মাত্র।
★কাপল পলিসি- ৬০০০৳
⚪#বুকিং_সিস্টেমঃ
মডারেটরের সাথে কথা বলে বিকাশ/নগদ/রকেট নাম্বারে সম্পূর্ণ টাকা খরচ সহ সেন্ডমানি করে স্ক্রিনশট দিয়ে দিবেন। ব্যাংকের মাধ্যমে KBT একাউন্টে বুকিং করতে চাইলে মেসেঞ্জারে যোগাযোগ করুন। অবশ্যই NID এর সফট কপি মডারেটরকে বুকিং এর সাথে দিতে হবে, না দিলে আপনার ডিটেইলস এবং টাকা এন্ট্রি হবে না। বুকিং মানি সম্পুর্ণ অফেরতযোগ্য।
📛বিঃদ্রঃ আমাদের ট্যুরে মেয়েদের সেফটির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হয়, তাই কোনো সন্দেহ ছাড়াই আপুরা জয়েন করতে পারবেন।
🚎 বাস: নন এসি, রিজার্ভ বাস।
🛑#যা যা গ্রুপ থেকে পাবেন:
★রাতে রিসোর্টে রাত্রিযাপন।
★০৫ বেলা খাবার, ভালো মানের (এই ট্রিপে ২য় দিন দুপুরের খাবার অন্তর্ভুক্ত নয়)।
★অভিজ্ঞ গাইড।
★ঢাকা টু ঢাকা বাস।
★চান্দের গাড়ি।
★প্রশিক্ষণ প্রাপ্ত হোস্ট।
🎒 যা যা সাথে নিবেন-
🔶- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ।
🔷- মশা থেকে বাঁচার জন্য ওডোমস।
🔶- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়।
🔷- সানগ্লাস, হ্যাট, সানস্কিন ক্রিম(যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
🔶- ব্রাশ, পেস্ট, প্রয়োজনীয় ঔষধ।
🔷- ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
🔶- চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
🔷- NID এর ০৬টি কপি সাথে রাখবেন।
🔷- বৃষ্টি থেকে বাচার জন্য পঞ্চ।
⛔বি.দ্রঃ
অবশ্যই ইভেন্ট ডিটেইলস ভালো করে পড়ে নিবেন, কোনভাবে হোস্টের সাথে রাগ দেখাবেন না।
ধন্যবাদ, DT এর পাশে থাকার জন্য।
🙏দয়া করে এই ভ্রমণ এড়িয়ে যান যদি আপনার দ্বারা নিম্নোক্ত কাজগুলো হতে পারে বলে মনে করেনঃ
➡দলনেতার কথা না মানা।
➡অভিযোগকারী ধরনের।
➡দলের হয়ে কাজ না করা।
➡পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা।
☎#যেকোনো প্রয়োজনেঃ
অথবা, মেসেঞ্জারে এডমিন কিংবা মডারেটরদের সাথে যোগাযোগ করতে পারেন।
বিঃদ্রঃ ভ্রমণে গিয়ে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো। দয়া করে যেখানে সেখানে ময়লা ফেলবো না। প্লাস্টিকের ব্যবহার কম করবো। পরিবেশ নষ্ট না করে আমরা পরিবেশকে উপভোগ করবো।
#নেশা_হোক_ভ্রমণে_প্রেমটা_হোক_প্রকৃতির_সাথে।