লাংলোক, শৈংগং, নাফাখুম ভ্রমণে Hit The Trail

Thu, 16 Oct, 2025 at 10:00 pm

লাংলোক, শৈংগং, নাফাখুম ভ্রমণে Hit The Trail

Md Ataul Islam

Highlights

Thu, 16 Oct, 2025 at 10:00 pm

লাংলোক ঝর্ণা

Advertisement

Date & Location

Thu, 16 Oct, 2025 at 10:00 pm - Mon, 20 Oct, 2025 at 07:00 am (BST)

লাংলোক ঝর্ণা

Bandarban, Chittagong, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

লাংলোক, শৈংগং, নাফাখুম ভ্রমণে Hit The Trail

🔰 এটি Hit The Trail গ্রুপের একটি নিজস্ব কমার্শিয়াল ট্রেকিং ইভেন্ট।

🔆আমাদের গ্রুপের সব ইভেন্ট সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুকে গ্রুপে এড হতে পারেন।

💛 ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/hitthetrailbd/
.
Hit The Trail এর এবারের ট্যুর প্ল্যানে থাকছে বান্দরবানের কিছু লেস এক্সপ্লোরড জায়গা...
শৈংগং নামে দৃষ্টিনন্দন ঝর্নায় এবার নিয়ে যাব। আর শৈংগং ঝর্নার ট্রেইলটা খুব সুন্দর... প্রায় পুরোটাই ঝিরিপথ। তারপর আমরা দেখব বাংলাদেশের সর্বোচ্চ লাংলোক। লাংলোক এর উচ্চতা প্রায় ৩৯৩ ফুট উঁচু, যা দেশের সর্বোচ্চ ঝর্না। এর ট্রেইল মোটামুটি সোজা। ঝর্না পর্যন্ত যেতে ৫০/৬০ মিনিট ট্রেক করা লাগে। আর নাফাখুম দেখব। বর্ষাকালে নাফাখুমে অপরুম সৌন্দর্য নিয়ে ধরা দেয়।
.
★যাত্রার তারিখঃ ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাতে
★ফেরার তারিখঃ ১৯ আগস্ট রবিবার রাতে আলিকদম থেকে/ ২০ অক্টোবর সোমবার সকালে ঢাকায় থাকব ইনশাআল্লাহ।
.
🚩 যা দেখব এই ট্যুরেঃ
******************
⭐ লাংলোক
⭐ শৈংগং ঝর্না
⭐ নাফাখুম
⭐ রেমাক্রি ফলস
⭐ কুমারি ঝর্না
⭐ রাজাপাথর
⭐ তিন্দু
⭐ সাঙ্গু নদী
⭐ সাউদাং পাড়া
**** প্ল্যান পরিস্থিতি অনুযায়ী যে কোন সময় চেঞ্জ হতে পারে।

👥 টিম সাইজঃ 🔹 সর্বোচ্চ ১৫ জন
******************
♦♦কনফার্ম করার শেষ সময়ঃ আসন ফাকা থাকা সাপেক্ষে
***********************************
.
♦♦ ভ্রমণ খরচঃ
**************
ইভেন্ট ফিঃ ৯০০০/= টাকা।
.
✅ যা থাকবেঃ
****************
🚌 সকল ট্রান্সপোর্ট খরচ (নন-এসি বাস, চান্দের গাড়ি, নৌকা)
🍛 মূল খাবার (ট্রেকিং অবস্থায় দুপুরের ভারী খাবার নয় – ড্রাই ফুড সাথে রাখতে হবে)
🗺️ গাইড খরচ
🏡 থাকার ব্যবস্থা (পাহাড়িদের ঘরে)
.
❌ যা থাকবে নাঃ
****************
ব্যক্তিগত মেডিসিন ও ব্যক্তিগত খরচ।
যাত্রা পথে ও যাত্রা বিরতিতে কোন খাবার দেয়া হবে না।
উপরে উল্লেখিত "যা থাকবে" তার বাইরের সবকিছু।
.
♦♦ টাকা জমা দেবার নিয়মঃ
********************************
🔶🟢বুকিং মানিঃ ৫১০০ টাকা
পুরোপুরি কনফার্ম থাকলে আমাদের সাথে যাবার জন্য bKash/Rocket/Nagadঅথবা ব্যাংক ডিপোজিটের মাধ্যমে আসন কনফার্ম করতে হবে।
*** চাইলে দেখা করেও দিতে পারেন।
*এডভান্স টাকা সম্পূর্নরুপে অফেরতযোগ্য।
.
🧿 #বিকাশ_নাম্বারঃ 01672970714 (পারসোনাল)
🧿 #নগদ_নাম্বারঃ 01520080203 (পারসোনাল)
🧿 #রকেট_নাম্বারঃ 015200802032 (পারসোনাল)
🧿 #ব্যাংকঃ ব্যাংক একাউন্টেও টাকা জমা দিতে পারেন।
Bank Name: Bank Asia Limited
Branch Name: Mirpur Branch, Dhaka.
Account Name: Md. Ataul Islam
Account Number: 02934009161
Routing Number : 070262986
*** বাকী টাকা যাত্রার দিন পরিশোধ করতে হবে।
.
bKash করেই সাথে সাথে event wall এ অথবা 01520080203 / 01672970714 (মাসুম) নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে।
** ব্যাংকে ডিপোজিট করলে ডিপোজিট স্লিপের ছবি ইভেন্টে পোস্ট করবেন অথবা আমাকে ইনবক্স করবেন।

যেকোনো প্রয়োজনে - 01520080203

🎒 🛒 প্রয়োজনীয় জিনিস যা নিত হবেঃ
**************************************************
✅ NID/Birth Certificate/Passport – ৭টি ফটোকপি
✅ ভালো মানের ব্যাকপ্যাক
✅ ভালো মানের গ্রিপসহ ট্রেকিং স্যান্ডেল
✅ ১/২ জোড়া মোজা
✅ লাইফ জ্যাকেট
✅ শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট), পানির বোতল
✅ যত কম কাপড় – তত আরামদায়ক (জিন্স না নেয়াই ভালো)
✅ অডোমস বা মশা থেকে বাঁচার কিছু
✅ গামছা/ক্যাপ (রোদে মাথা ঢাকতে)
✅ সানগ্লাস, হ্যাট, সানক্রিম
✅ টুথব্রাশ, টুথপেস্ট
✅ প্রয়োজনীয় ঔষধ
✅ টর্চ লাইট (বাধ্যতামূলক)
✅ ক্যামেরা ও এক্সট্রা ব্যাটারি
✅ পাওয়ার ব্যাংক (বিদ্যুৎ সংযোগ থাকবে না)
✅ পর্যাপ্ত পলিথিন
✅ রেইনকোট বা পঞ্চ
.
♦♦ যা মেনে চলতে হবে:
***************************
- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
- যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, পাস্টিক বোতল/জার, কলার খোসা, ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিসমের কোন ক্ষতি না হয়, সেইটা সর্বোচ্চ বিবেচ্য বিষয় যেন হয়। আমরা আমাদের প্রকৃতিকে সুস্থ রাখার ব্যাপারে বদ্ধ পরিকর।
- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
- আমরা শালীণতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
- ধূমপান করে না এমন কারো সামনে ধূমপান করা যাবে না।
- দলনেতার কথা নিজের প্রয়োজনেই মেনে নিতে হবে।
- দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
- সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে
- বাসের সিট বণ্টন করা হবে এডভান্স পেমেন্টের ভিত্তিতে। অর্থাৎ যে আগে পেমেন্ট করবে সে অগ্রাধিকার পাবে।
- খাওয়া দাওয়া নিয়ে অভিযোগ করার চিন্তা থাকলে এই ট্যুর আপনার জন্যে না। যেখানে যখন যা জুটবে তাই খাবো, দুই একবেলা খাবার নাও জুটতে পারে। তাই কনফার্ম করার আগে ভেবে নিবেন।
.
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন....
🔅মাসুম : 01520080203
.
হ্যাপি ট্রাভেলিং...
.
টিম হিট দ্যা ট্রেইল


Also check out other Trips & Adventurous Activities in Chittagong.

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

লাংলোক ঝর্ণা, Bandarban, Chittagong, Bangladesh
Get updates and reminders

Host Details

Md Ataul Islam

Md Ataul Islam

Are you the host? Claim Event

Advertisement
লাংলোক, শৈংগং, নাফাখুম ভ্রমণে Hit The Trail
Thu, 16 Oct, 2025 at 10:00 pm