****১০০% কনফার্ম না হয়ে কেউ গোয়িং বাটনে ক্লিক করবেন না।
ট্যুর প্ল্যান:
==========
২৪ অক্টোবর ২০২৫ :
২৪ তারিখ ভোর ৬ টায় আমরা বান্দারবানের উদ্দেশ্য রওনা হবো।বান্দরবান গিয়ে হোটেলে চেকইন করে একটা হালকা রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাব বান্দরবান সিটির কিছু সুন্দর স্পট সৌন্দর্য অবলোকন করে রাতে বান্দারবান শহরে রাত্রি যাপন করবো।
২৫ অক্টোবর ২০২৫:
ভোরবেলা ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমরা চলে যাব নীলগিরি, নীলাচল, ডাবল হ্যান্ড, কিছু ভিউ পয়েন্ট ভ্রমনে করে আমরা সোজা চলে যাব বগালেক । বিকেলে আমরা বের হয়ে যাব বগালেক এর সৌন্দর্য উপভোগ করতে।
রাতে বগালেক এ রাত্রি যাপন করবো।
২৬ তারিখ ২০২৫:
সকালে ঘুম থেকে উঠে চলে যাব কেওক্রাডং ও আশপাশের স্পটগুলি ভিজিট করতে। করে দুপুরে ঢাকার উদ্দেশ্য আমরা রওনা হবো ইনশাআল্লাহ।
রেজিষ্ট্রেশন ফি ১০২০ টাকা, যা ট্যুরের খরচের সাথে এডজাস্ট করা হবে।
বিকাশ : 01963 643 416 (পেমেন্ট করে অবশ্যই ফোন করে কনফার্ম হয়ে নিবেন)
আনুমানিক খরচ ৪/৫ হাজার টাকা। যা খরচ হবে সবার মধ্যে সমান ভাবে ভাগ হবে।
ফুয়েল খরচ : ৯০০+ কি:মিঃ রান করতে হবে, আপনার বাইকের মাইলেজ অনুযায়ী হিসেব করে নিবেন।
ট্যুরের নিয়মাবলীঃ
১। সবাই গ্রুপ ট্যুর রুলস মেনে চলব। আর যেহেতু পাহাড়ে যাব তাই সবাই সাথে অবশ্যই ভোটার আইডি কার্ডের এর ফটোকপি ৮/১০ কপি সাথে নিয়ে নিবেন।
২। হাইওয়েতে রাইডিং এর সময় বাইকার্স আর ব্রাদার্স এর অফিসিয়াল VEST অবশ্যই পরিধান করতে হবে ।
৩। ট্যুরে এডমিন দের সিদ্ধান্ত চুরান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে, কারন তারা অবশ্যই আপনার ভাল টাই চাইবেন।
৪। রেসিং,টপ স্পিড চেক,বাউলী মারা,লিজেন্ডারি মনোভাব থাকলে এই ট্যুর আপনার জন্য নয়।
৫। গ্রুপে কেউ নেশাদ্রব্য সংগে নিতে পারবেন না, যদি এমন কাউকে পাওয়া যা তাহলে তার জন্য প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
৬। নির্ধারিত সিরিয়াল ছাড়া কেউ অভারটেকিং করবেন না।
৭। সবাই ট্যুরের পূর্বে নিজ নিজ বাইকের - চেক আপ,সার্ভিসিং, ফুয়েল লোড, ইঞ্জিন অয়েল ঠিকমত চেক করে নিবেন।
৮। ভালো মানের সার্টিফাইড হেলমেট, সেফটি গিয়ার অবশ্যই পরিধান করবেন।
৯। বাইকের কাগজপত্র অবশ্যই সংগে রাখবেন। কারন অবশ্যই Bikers R Brothers BD (BRB) আইনের প্রতি শ্রদ্ধাশীল।
বিঃ দ্রঃ- ট্যুরে যেহেতু একটা বাইক নিয়ে আপনি ট্যুর দিবেন তাই টাকা পয়সা একটু অতিরিক্ত সাথে রাখা ভালো। এডমিন প্যানেল যেকোন সময়ে সবার কথা বিবেচনা করে বিশেষ কোনো কারণে ট্যুর এর তারিখ পরিবর্তন বা ট্যুর বাতিল ঘোষণা করতে পারে। ধন্যবাদ।
#Give_Respect
#Get_Respect
#Team_BRB