🏖প্রিমিয়াম হাউসবোটে করে হোক আপনার হাওরবিলাস
🌲মেঘালয়ের পাহাড়ে ঘেরা সুনামগঞ্জের টাংগুয়ার হাওড়ে একটু গাঁ ভাসাতে চান??তাহলে আসতে পারেন আমাদের সাথে।
Bengal Travelers ’ এইবারের ইভেন্ট হাওড় কন্যা হিসেবে পরিচিত সুনামগঞ্জের 'টাংগুয়ার হাওড়ে '।
🍁ইভেন্ট সময়কালঃ ২৪শে জুলাই - ২৭শে জুলাই (৩রাত ২দিন)
🌿এই ট্রিপে যা যা দেখবো:
★ ওয়াচ টাওয়ার।
★ টাঙ্গুয়ার হাওড়।
★ নীলাদ্রি লেক/ শহীদ সিরাজ লেক।
★ লাকমাছড়া।
★ বারিক্কাটিলা।
★ যাদুকাটা নদী এবং
★ শিমুলবাগান ।
🍂যা যা থাকছেঃ
*চট্টগ্রাম- সুনামগঞ্জ- চট্টগ্রাম নন এসি- বাস বা ট্রেন ।
*লেগুনা/বাইক খরচ
*সকালের নাস্তা(২), দুপুরের খাবা্র(২), বিকালের নাস্তা(২), রাতের খাবার( ১)
*২ দিন থাকার বোট খরচ
*ছোট নৌকার খরচ
* লাইফ জ্যাকেট
*বাবুর্চির খরচ
🚫 #এই ট্যুরে যা যা থাকছে নাঃ ❎❎❎
*যাত্রা বিরতিতে কোন প্রকার খরচ
* কোন ব্যাক্তিগত খরচ।
*লাকমাছড়া যাওয়ার অটো বা বাইক খরচ। কেউ চাইলে হেঁটে ও যেতে পারেন।
* ফেরার দিন রাতের খাবার
☘ইভেন্ট ফি: চট্টগ্রাম থেকে
জনপ্রতি ৬৫০০৳ প্রতি জন।(১: ৩)
🎎 কাপল : ১৪৫০০ ( ১:২ )
কাপল: ১৫০০০(১:২) ( এটাচ ওয়াশরুম)
⏩ট্যুর প্ল্যান:
⏭️যাত্রা শুরুঃ
🍁 ২৪শে জুলাই রাত ৭:৩০ এ গরীবুল্লাহ শাহ মাজার থেকে নন এসি বাসে করে রওনা দিবো।🍁
দিন-০১ঃ
★২৫ শে জুলাই সকালে সুনামগঞ্জ পৌছে, তাহিরপুর এর উদ্দেশ্যে লেগুনাতে করে যাত্রা করবো। এর পরে তাহিরপুর পৌছে নাস্তা করবো। নাস্তা করার পর আমরা প্রয়োজনীয় বাজার করে উঠে যাবো নৌকায়। সকাল ১০ টার মধ্যে আমরা রওনা দিবো ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। লাইফ জ্যাকেট পরে ইচ্ছেমতো গোসল আর লাফালাফি (অবশ্যই সতর্কতা অবলম্বন করে) হবে । হাওড়ে এবং নৌকায় করে হিজলবনেও ঘুরাঘুরি করবো। গোসলের পর্ব শেষ করে আমরা লাঞ্চ করবো বোটে। তারপর চলে যাবো টেকেরঘাট। দেখব লাকমাছড়া আর নিলাদ্রী লেক ।রাত কাটাবো এখানেই। মেঘালয়ের বর্ডার লাইটে দেখবো নীলাদ্রি লেকের সৌন্দর্য। গান-বাজনা, আড্ডা আর গল্পে কেটে যাবে আমাদের সেই রাত।
দিন-০২ঃ
★ ২৬শে জুলাই সকালে খুব ভোরে আমরা রওনা দেবো শিমুলবাগানের উদ্দেশ্যে।একপাশে মেঘালয় পাহাড় আর যাদুকাটা এর জলের মাঝে নিজেকে আবিষ্কার করবেন আপনি। এর মধ্যে সকালের নাস্তা ডিম-খিচুড়ি খেয়ে নেবো। শিমুলবাগান ঘুরে একে একে দেখবো বারিক্কা টিলা, জাদুকাটা নদী। মেঘালয় পাহাড়ের পাশের ওই স্পট গুলো একটার চাইতে আরেকটা বেশি সুন্দর। যাদুকাটা নদীতে গোসল করে আমরা বোটে লাঞ্চ করে নিবো। সন্ধ্যার মধ্যে সুনামগঞ্জ পৌঁছে নন এসি ট্রান্সপোর্টে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা করবো৷ ২৭ শে জুলাই রবিবার ভোরে আমরা চট্রগ্রাম থাকবো ইন শাহ আল্লাহ।
☘#কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে 💰৩০০০+৬০(বিকাশ চার্জ) =৩০৬০/- টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)।
🌿টাকা পাঠানোর বিকাশ নম্বর:
📲01955517660- Personal
(বিকাশে টাকা পাঠানোর পর কল দিয়ে কনফার্ম করবেন এবং মেসেজ পাঠাবেন নাম, মোবাইল নাম্বার
🔰#কনফার্ম_করার_শেষ_সময়ঃ ২১ শে জুলাই এর মধ্যে
আসন সংখ্যাঃ ১৮ জন
#শর্ত_সমুহঃ
(১) এটা গ্রুপ ট্যুর তাই সবাইকেই কমবেশি একে অন্যকে সহায়তা করতে হবে।
২. (২) ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করব।
(৩) ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪.লোকাল লোকদের সাথে ভাল ব্যবহার করবেন।