শ্রাবণের পূর্ণিমা উপভোগ করতে খুব রিল্যাক্স ট্যুরে এবার আমরা যাচ্ছি কক্সবাজারে।
২ দিন ৩ রাতের ট্যুরে
ইভেন্ট ফিঃ
৫৫০০ ( ৪ জনের রুম শেয়ার)
৫৮০০ (২ জনের রুম শেয়ার)
৫ আগস্ট রাতে ঢাকা থেকে আমরা রওনা দিবো কক্সবাজারের উদ্দেশ্যে।৪০ জন হলে আমরা বাস বুকিং করবো। না হয় কাউন্টার বাসে যেতে হবে ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে নন এসিতে অথবা টিকিট পেলে ট্রেনে যাবো শোভন চেয়ারে।কমলাপুর রেলস্টেশন থেকে সবাই একসাথে ট্রেনে উঠবো।
#১ম_দিনঃ
কলাতলী বীচের কাছে হোটেল নিবো আমরা। সকালে হোটেলে চেক ইন করে।সবাই বীচে চলে যাবো লাফালাফি করতে।দুপুরের খাবারের পর জীপ নিয়ে হিমছড়ি,পাটুয়ার টেক যাবো।
#২য়_দিনঃ
সবাই নিজের মতো অটো নিয়ে বা হেঁটে সুগন্ধা,লাবনী,ইনানী বীচ ঘুরে শপিং করবেন। ১১ টায় হোটেলে চেক আউট করে কিছু রুম রাখা হবে বিশ্রাম নেয়ার জন্য এবং ব্যাগ রাখার জন্য। খাবার সময় মতো খেয়ে নিতে হবে হোটেলের কাছেই কোন রেস্টুরেন্টে। রাতে কাউন্টার বাস হলে ১০ টায় রওনা দিবো ঢাকার উদ্দেশ্যে। রিজার্ভ বাস হলে ১১ টায় রওনা দিবো।
ইনশাআল্লাহ ৮ আগস্ট সকালে ঢাকায় থাকবো।
#কনফার্ম করা যাবে ২৫ জুলাই রাত ১২ টা পর্যন্ত।
কনফার্ম করতে ৩০৬০/- বিকাশ করুন নিচের নাম্বারে
01684919503 (ফৌজিয়া)। বাকি টাকা ট্যুরের যেয়ে দিতে হবে।
বিকাশ করে অবশ্যই কল দিয়ে কনফার্ম হবেন এবং নিজের নাম এবং মোবাইল নাম্বার দিবেন।
যেহেতু খুব রিল্যাক্স একটা ট্যুর হতে যাচ্ছে সবাই মায়েদের নিয়ে যেতে পারবেন অনায়াসে।
ট্যুরে যেয়ে ট্যুরম্যাটদের সাথে সহযোগী আচরণ করতে হবে। ওয়েদারের জন্য ট্যুর প্ল্যানে পরিবর্তন আসতে পারে।হোস্টদের সাথে সহযোগী আচরণ করতে হবে। ইনশাআল্লাহ পরিযায়ীর সাথে খুব আরামদায়ক ট্যুর দিতে পারবেন।
ইভেন্ট ডিটেইলস ভালো করে পড়ে তবেই কনফার্ম করবেন।
#happytravelling